বাতিলের খাতায় পাকিস্তানের তিন তারকা

বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান এবং শাহীন শাহ আফ্রিদির টি-টোয়েন্টি ক্যারিয়ার শেষের দ্বারপ্রান্তে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সাফ জানিয়ে দিয়েছে দীর্ঘদিনের নির্ভরযোগ্য তিন তারকার আর থাকা হচ্ছে না এই ফরম্যাটে।

বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান এবং শাহীন শাহ আফ্রিদির টি-টোয়েন্টি ক্যারিয়ার শেষের দ্বারপ্রান্তে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সাফ জানিয়ে দিয়েছে দীর্ঘদিনের নির্ভরযোগ্য তিন তারকার আর থাকা হচ্ছে না এই ফরম্যাটে।

নিউজ এজেন্সি পিটিআই সূত্রে জানা গেছে, পাকিস্তানের বর্তমান নির্বাচক প্যানেলসহ প্রধান কোচ মাইক হেসন এই সিদ্ধান্তে একমত হয়েছেন। বাবর, রিজওয়ান ও শাহীনকে জানিয়ে দেওয়া হয়েছে, তারা যেন ওয়ানডে এবং টেস্ট ফরম্যাটে মনোযোগ দেন।

একসময় যাদেরকে পাকিস্তান ক্রিকেটের ‘মেরুদণ্ড’ বলা হতো, তারা এখন বাইরে থেকে দেখতে হবে টি-টোয়েন্টি দল গঠনের নতুন অধ্যায়। এই সিদ্ধান্তের পরই সামনে এসেছে প্রশ্ন—তবে কি তাদের টি-টোয়েন্টি ক্যারিয়ার শেষ?

আগামী জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান। এরপর আগস্টে বাংলাদেশ সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ রয়েছে, যা পাঁচ ম্যাচে রূপ নেওয়ার সম্ভাবনাও রয়েছে। এই দুই সিরিজেই তরুণদের সুযোগ দিতে চায় পিসিবি, আর তাই সিনিয়রদের বিশ্রাম নয়, স্পষ্টভাবে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্র মতে, নির্বাচকরা তরুণদের একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলার সুযোগ দিতে চান। তাদের যুক্তি, ফল ভালো না হলেও পরবর্তীতে আবার অভিজ্ঞদের দলে ফেরানো যাবে।

তবে সিদ্ধান্তের ‘টাইমিং’ নিয়ে প্রশ্ন উঠছে। কারণ, শাহীন সম্প্রতি পিএসএল-এ লাহোর কালান্দার্সকে নেতৃত্ব দিয়ে টানা তৃতীয়বার শিরোপা জিতিয়েছেন। অন্যদিকে, বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ানের বর্তমান সময়টা খারাপ গেলেও অভিজ্ঞতার বিচারে তাঁরা এখনও সেরা।

সব মিলিয়ে পাকিস্তান ক্রিকেটে এখন চলছে নতুন অধ্যায়ের সূচনা। তবে এই সিদ্ধান্ত কতটা ফলপ্রসূ হবে, তা সময়ই বলে দেবে। অভিজ্ঞদের ছাড়াই কি পারবে পাকিস্তান তরুণদের নিয়ে টি-টোয়েন্টিতে পুনর্জন্ম ঘটাতে, নাকি আবার ফিরে আসবেন বাবর-রিজওয়ান-শাহীনরা?

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link