অধিনায়কত্বের দ্বৈরথ ভুলে বাবর-শাহীন শুধুই বন্ধু!

অলরাউন্ডার ইফতেখার আহমেদ ক্যাম্পের কিছু মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়েন।

একসাথে স্নুকার খেললেন বাবর-শাহীন! অধিনায়কত্বের চলমান বিশৃঙ্খলার মধ্যেই বাবর আজম আর শাহীন আফ্রিদিকে একসাথে স্নুকার খেলতে দেখা গিয়েছে।

পাকিস্তানের কাকুলে অবস্থিত আর্মি স্কুল অফ ফিজিক্যাল ট্রেনিংয়ে (এএসপিটি) চলছে ফিটনেস ক্যাম্প। পাকিস্তান ক্রিকেট বোর্ড ২৯ জন পাকিস্তানি ক্রিকেটারদের নিয়ে একটি প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজন করেছে।

আর সেখানেই বিনোদনমূলক স্নুকার খেলায় তাদের একসাথে খেলতে দেখা যায়। অলরাউন্ডার ইফতেখার আহমেদ ক্যাম্পের কিছু মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়েন।

সেখানে বাবার-শাহীন ছাড়াও মোহাম্মদ আমির, ইমাদ ওয়াসিমদের বেশ প্রফুল্ল মেজাজে দেখা যায়। ইফতিখার সেখানে লিখেন, ‘কাকুল ক্যাম্পে একসাথে আমাদের সময় পুরোপুরি উপভোগ করছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।’

বেশ অনেকদিন যাবৎ বাবর- শাহীনের সম্পর্কটা তেমন ভালো যাচ্ছে না। গত এশিয়া কাপে ড্রেসিংরুমে রুমের দ্বন্দ্বের কথা ভোলার নয়।

যেখানে বাবর ক্রুদ্ধ হয়ে দলের অন্যান্য খেলোয়াড়দের উপর দোষারোপ করেন। সঙ্গে সঙ্গেই শাহীন তার বিরোধিতা করেন। ঝগড়া বেশি দূর আগোনোর আগেই মোহাম্মদ রিজওয়ান তাদের থামান।

কাকুলে এই ফিটনেস প্রশিক্ষণ ক্যাম্পে শুধু ফিটনেসের প্রশিক্ষণই করানো হচ্ছে না। বরং দলের অভ্যন্তরীণ কোন্দল নিরসনের প্রশিক্ষণও চলছে। অন্তত খেলোয়াড়দের প্রফুল্লতা সে কথাই বলে।

সম্প্রতি বাবর আজমকে পুনরায় টি-টোয়েন্টিতে অধিনায়কত্বের দায়িত্ব দেয়া হয়েছে। শাহীন – বাবরের বর্তমান পরিস্থিতি অতীতের সকল দ্বন্দ্বের কথা ভুলিয়ে দিয়েছে।

একসাথে মেতেছেন বিনোদনমূলক খেলায়, একসাথেই অতিক্রম করছেন প্রশিক্ষণের বিভিন্ন ধাপ। উল্লেখ্য ক্যাম্পটি ২৬ মার্চে শুরু হয়েছিল এবং তা ৮ এপ্রিল শেষ হবে। এই ক্যাম্প থেকেই পরবর্তী সিরিজ আর বিশ্বকাপের জন্য দল ঘোষণা করে পিসিবি।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...