টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে বল টেম্পারিং, অভিযুক্ত অস্ট্রেলিয়া!

টেস্ট ক্রিকেটে সেরা দল হওয়ার লড়াই করছে অস্ট্রেলিয়া ও ভারত। ইংল্যান্ডের দ্য ওভালে দুই দিনের খেলার সারাংশে এগিয়ে অস্ট্রেলিয়া।

টেস্ট ক্রিকেটে সেরা দল হওয়ার লড়াই করছে অস্ট্রেলিয়া ও ভারত। ইংল্যান্ডের দ্য ওভালে তিন দিনের খেলার সারাংশে এগিয়ে অস্ট্রেলিয়া। ম্যাচ জয়ের সম্ভাবনা বাড়াতে লড়াই করছে ভারত। অস্ট্রেলিয়ার পেসারদের বিপক্ষে সংগ্রাম করতে হচ্ছে ভারতীয় ব্যাটারদের।

বল হাতে মিশেল স্টার্ক, প্যাট কামিন্সরা তুুলেছেন গতির ঝড়। সুবিধা করতে পারেননি রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলির মত ব্যাটাররা। ফাইনালে বাড়তি সুবিধা নিতে বল টেম্পারিং করেছে অস্ট্রেলিয়া,  এমন অভিযোগই তুলেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী।

ভারতের ব্যাটিং ইনিংসের ১৪তম ওভারে পূজারা ও ১৯ তম ওভারে আউট হয়েছেন বিরাট কোহলি। এসময় বলের অবৈধ ব্যবহার করেছেন পেসাররা। বল টেম্পারিং করেই এই দুই ব্যাটারকে অস্ট্রেলিয়া আউট করেছেন বলে মনে করেন বাসিত আলী।

কোহলি, পূজারাদের বিপক্ষে যখন পেসাররা বল করেছিল, তখন অতিরিক্ত রিভার্স সুইং দেখা গিয়েছিল। ডিউক বলে সাধারণত ৪০ ওভারের আগে এমনটি হয় না। বাসিত আলী উদাহারণ দিয়ে বলেছেন, মোহাম্মদ শামি ৫৪ ওভার পর্যন্ত অতিরিক্ত কোন রিভার্স সুইং পায়নি।

বল বাইরে থেকে ভেতরে এসেছিল। তবে যতটা এসেছে তা স্বাভাবিক ছিল। এটাকে আপনি রিভার্স সুইং বলতে পারেন না, অভিমত বাসিত আলীর।

আলীর অভিযোগ, ১৫ থেকে ১৮ ওভারের মধ্যে হয়েছে বলের অপব্যবহার। এছাড়াও  আকৃতি পরিবর্তনের কারণে ১৮তম ওভারে যখন বল পরিবর্তন করা হয়, তখন একবারে নতুন বল নেওয়া হয়েছিল।

বাসিত আলী অভিযোগ করে বলেন, বিষয়টি হতাশার। ধারাভাষ্যকার, কর্মকর্তা কেউ বিষয়টি নিয়ে কিছু বলেনি। ভারতীয় ব্যাটাররা নিজেরাও অস্ট্রেলিয়ার কৌশলে নজর দিচ্ছে না।

ম্যাচে এমন পরিস্থিতি দেখে বিসিসিআই কিছু বলেনি, এ নিয়েও হতাশ আলী। নিজের ইউটিউব চ্যানেলে বলেন, ভারতীয় বোর্ড হয়তো খুশি, তারা ফাইনাল খেলছে।এত বড় বোর্ড, তারা এ বিষয়ে নজর দিচ্ছে না। এসবের অর্থ ক্রিকেটে মনোনিবেশ নেই।

বাসিত আলীর অভিযোগ কতটা আমলে আসবে তা সময়ে বলবে। তবে অতীতে এমন কাজ করেছে বলেই এবারও এ নিয়ে হবে আলোচনা। ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বলের একপাশ নষ্ট করেছিল কয়েকজন। যার শাস্তিও পেয়েছিল জড়িত সদস্যরা। এমন কাজ অস্ট্রেলিয়া ক্রিকেটের জন্য এক কালো অধ্যায়।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...