মাউন্ট মঙ্গানুই থেকে সিলেট— আবারো কিউইবধের দ্বারপ্রান্তে বাংলাদেশ। সিলেট টেস্টের চতুর্থ দিনশেষে জয়ের সুবাস পাচ্ছে টাইগাররা।
বাংলাদেশের দেওয়া ৩৩১ রানের লিডের বিপরীতে ১১৩ রানেই ৭ উইকেট হারিয়ে ফেলেছে নিউজিল্যান্ড। ফলত, শেষ দিনে আর ৩ উইকেট আদায় করে নিতে পারলেই টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন এ চক্র জয় দিয়ে রাঙাবে বাংলাদেশ।
অবশ্য আগের দিনই নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে সুবিধাজনক অবস্থানে ছিল বাংলাদেশ। তবে চতুর্থ দিনের শুরুটা মোটেই ভালো হয়নি টাইগারদের। আগের দিন শতক হাঁকানো নাজমুলকে দিনের দ্বিতীয় ওভারেই হারায় স্বাগতিকরা। টিম সাউদির লেগ স্টাম্পের বাইরের ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ১০৫ রানে ফিরে যান বাংলাদেশ অধিনায়ক।
এরপর মুশফিকের সাথে জুটি গড়লেও ইনিংস বড় করতে পারেন নি অভিষিক্ত শাহাদাত হোসেন দীপু। ৪ চারে ১৮ রান করে ইশ সোধির বলে এলবিডব্লুর ফাঁদে পড়ে ফিরে যান এ ক্রিকেটার। ড্রেসিং রুমে ফিরে যান তিনি।
পঞ্চাশ পেরোনো মুশফিকও এ দিন উইকেটে থিতু হয়ে আউট হন। ইনিংসের ৮৫তম ওভারে এজাজ প্যাটেলের বলে এলবিডব্লিউয়ের শিকার হয়ে ব্যক্তিগত ৬৭ রানে ফিরে যান এ ব্যাটার। মুশফিকের পর উইকেটে এসে টিকতে পারেননি নুরুল হাসান সোহানও।
তবে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও এক প্রান্ত আগলে দারুণ ব্যাটিং করেন মেহেদি হাসান মিরাজ। তাঁর ব্যাটিংয়ে ৩০০ পেরিয়ে ৩৩১ রানের লিড পায় বাংলাদেশ। শেষ পর্যন্ত বাংলাদেশ ৩৩৮ রানে অলআউট হলেও ব্যক্তিগত ৫০ রানে অপরাজিত থাকেন মিরাজ।
৩৩২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় নিউজিল্যান্ড। ইনিংসে প্রথম ওভারেই কিউই ওপেনার টম ল্যাথামকে ফেরান শরীফুল ইসলাম। এরপরই শুরু হয় তাইজুলের স্পিনঘূর্ণি।
শুরুটা করেন আগের ইনিংসের সেঞ্চুরিয়ান কেন উইলিয়ামসনকে আউট করে। এরপর একে একে তুলে নেন ডেভন কনওয়ে, টম ব্লান্ডেল, কাইল জেমিসনের উইকেট। মাঝে মিরাজ ও নাইম একটি করে উইকেট পান। এতেই ১০০ রান পেরোতেই ৭ কিউই ব্যাটারকে ফেরান বাংলাদেশি স্পিনাররা।
চতুর্থ দিনশেষে নিউজিল্যান্ডের শেষ ভরসা হিসেবে টিকে আছেন ড্যারিল মিশেল। ৮৬ বলে ৪৪ রানে অপরাজিত রয়েছেন এ ব্যাটার। তবে তাঁকে সঙ্গ দেওয়ার জন্য কিউই লাইনআপে রয়েছেন আর মাত্র ৩ ব্যাটার। সব মিলিয়ে শেষ দিনে অতি নাটকীয় কিছু না হলে পরাজয়ের দিকেই ছুটছে নিউজিল্যান্ড।
এ দিকে শেষ দিনের আনুষ্ঠানিকতায় তাইজুলের সামনে থাকছে ফাইফারের সুযোগ। একই সাথে, ২ উইকেট নিতে পারলেই ক্যারিয়ারে দ্বিতীয় বারের মতো ম্যাচে ১০ উইকেটের কীর্তি গড়বেন বাঁহাতি এ স্পিনার।