‘ওদের ঘুরে দাঁড়ানো উচিৎ’

অবশেষে নীরবতা ভাঙলেন বিসিবি বস। কলকাতার তাজ হোটেল থেকে বেরিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন নাজমুল হাসান পাপন। এ সময় তিনি দলের দুঃসময়ে পাশে থাকবেন বলে জানিয়েছেন। 

বিশ্বকাপের দল ঘোষণার পর থেকে এক প্রকার গণমাধ্যমকে এড়িয়েই চলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। অবশেষে সেই নীরবতা ভাঙলেন বিসিবি বস। কলকাতার তাজ হোটেল থেকে বেরিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন নাজমুল হাসান পাপন। এ সময় তিনি দলের দুঃসময়ে পাশে থাকবেন বলে জানিয়েছেন।

নেদারল্যান্ডসের বিপক্ষে হারের পর আজ রোববার বাংলাদেশ দলের টিম হোটেলে বৈঠক করেছেন নাজমুল হাসান। ক্রিকেটারদের সাথে ঠিক কী বিষয় নিয়ে কথা হয়েছে তা জানাতে গিয়ে তিনি বলেন, ‘এখন তো আর কিছু করার নাই। আমাদের তিনটা ম্যাচ বাকি আছে। এখন এই তিনটা কীভাবে ভাল খেলা যায়, সেটা নিয়েই কথা হয়েছে। আর তার জন্য প্রয়োজন, ওদের সাহসটা ফিরিয়ে দেওয়া। ওদের বিশ্বাস টা জাগানো যে, ওরা পারবে।’

টানা ৫ হারের পর বাংলাদেশকে যে সমালোচনা হবেই, সেটি মেনে নিয়ে তিনি বলেন, ‘খারাপ সময়ে মানুষ খারাপ বলবে এটাই স্বাভাবিক। আমাদের এটি নিয়ে কোনো আপত্তি নেই। এমন সময়ে ক্রিকেটারদের নিয়ে সমালোচনা হবে, বোর্ডে, কোচিং স্টাফ নিয়ে সমালোচনা হবে। এটি নিয়ে কোনো দ্বিমত নেই। কারণ তাঁরা ক্রিকেটটা বেশি ভালবাসে বলেই বলে।’

তবে দলের এই দুঃসময়ে বিসিবি পাশে থাকবে বলে পাপন জানিয়েছেন, ‘আরও তিনটা ম্যাচ বাকি। আমরা এই তিন ম্যাচে যে আমরা কিছু করে ফেলব, তা না। তবে আমরা সক্ষম। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এখনও সম্ভব।  আমাদের ব্যাটিং ভালো হচ্ছে না। আমি ওদের এটাই বলেছি, ওদের ঘুরে দাঁড়ানো উচিৎ।  ওরা কি চায় বলুক, যখন যা চায় আমরা আছি। ওরা কথা দিয়েছে ওরা বসবে। এটাও বলেছে চাওয়ার কিছু নাই। আমি কথা বলে মনে হয়েছে ওরা এখন অনেক বেশি সিরিয়াস। এটা নিয়ে চিন্তা করছে কীভাবে আরও ভালো করা যায়। আশা করা ছাড়া উপায় নাই। আমি বলেছি। খারাপ সময়ে মানুষ অনেক কিছু বলবে। কারণ ভালো সময়ে মানুষ মাথায় নিয়ে নাচে। তাহলে খারাপ সময়ে বলবে না কেন। কিন্তু এই খারাপ সময়ে কেউ না থাকলেও আমরা আছি।’

 

 

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...