চলতি মাসের শেষের দিকে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। আসন্ন এই সিরিজের জন্য ২০ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
নিউজিল্যান্ড সিরিজে দলে ফিরেছেন মোসাদ্দেক হোসেন সৈকত, আলআমিন হোসেন ও নাঈম শেখ। গত বছরের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন আলআমিন হোসেন ও নাঈম শেখ। এরপরের সিরিজেই বাদ পড়েন তাঁরা। এক সিরিজ বিরতি দিয়ে আবারো দলে জায়গা ফিরে পেয়েছেন এই দুই ক্রিকেটার।
মোসাদ্দেক হোসেন সৈকত সর্বশেষ খেলেছেন ২০১৯ সালের নভেম্বরে ভারতের বিপক্ষে। এরপরে দল থেকে বাদ পড়েন তিনি। দীর্ঘ দিন জাতীয় দলের বাইরে থাকার পর সদ্য শেষ হওয়া টি-টেন লিগে দারুণ পারফর্ম করে আবারো নির্বাচকদের নজর কেড়ে দলে ফিরেছেন এই অলরাউন্ডার।
আর প্রথম বারের মতো জাতীয় দলের চূড়ান্ত স্কোয়াডে ডাক পেয়েছেন নাসুম আহম্মেদ। নাসুম এর আগে টি-টোয়েন্টি দলে ডাক পেলেও আন্তর্জাতিক ক্রিকেটে এখনো অভিষেক হয়নি তাঁর।
ওয়েস্ট সিরিজে প্রথম বারের মতো জাতীয় দলে ডাক পেয়েও কোন ম্যাচ খেলার সুযোগ হয়নি পেসার শরিফুল ইসলামের। নিউজিল্যান্ড সিরিজেও অভিষেকের অপেক্ষায় থাকবেন এই তরুণ পেসার।
সদ্য শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজ সিরিজে কোন ম্যাচ না খেলেই দল থেকে বাদ পড়েছেন তাইজুল ইসলাম এবং সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ছুটি নিয়েছেন সাকিব আল হাসান।
বাংলাদেশ দল
তামিম ইকবাল, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মাদ মিথুন, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, সৌম্য সরকার, নাইম শেখ, তাসকিন আহম্মেদ, মোহাম্মাদ আলআমিন হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মাদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, শেখ মেহেদী হাসান ও নাসুম আহম্মেদ
উল্লেখ্য, চলতি মাসের শেষের দিকে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। নিউজিল্যান্ডে গিয়ে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকার পর কুইন্সটাউনে পাঁচ দিনের ট্রেনিং ক্যাম্প করবে বাংলাদেশ। ২০ মার্চ থেকে শুরু হবে সিরিজ।
ওয়ানডে সিরিজের সূচি
২০ মার্চ : ১ম ওয়ানডে – ডানেডিন
২৩ মার্চ : ২য় ওয়ানডে – ক্রাইস্টচার্চ
২৬ মার্চ : ৩য় ওয়ানডে – ওয়েলিংটন
টি-টোয়েন্টি সিরিজের সূচি
২৮ মার্চ : ১ম টি-টোয়েন্টি – নেপিয়ার
৩০ মার্চ : ২য় টি-টোয়েন্টি – অকল্যান্ড
০১ এপ্রিল : ৩য় টি-টোয়েন্টি – হ্যামিল্টন