দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে, অনেক দিনের ক্ষণ গণনা শেষে সুসংবাদ এসেছে। ২০২৭ সালের এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে বাংলাদেশ। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) টুর্নামেন্ট আয়োজনের আগ্রহী দেশগুলোকে আবেদন করার আমন্ত্রণ জানিয়েছিল। এরই ভিত্তিতে বাংলাদেশকে ২০২৭ এশিয়া কাপের স্বাগতিক হিসেবে নির্ধারণ করা হয়।
একই বছর ওয়ানডে বিশ্বকাপ থাকায় অলিখিত নিয়ম অনুযায়ী ২০২৭ সালে ওয়ানডে ফরম্যাটে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। তবে তার আগে ২০২৫ সালে টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত আরেকটি আসর। আর এটি আয়োজন করা হবে ভারতের মাটিতে।
এর আগে সবশেষ ২০১৬ সালে মহাদেশিয় টুর্নামেন্টের আসর বসেছিল বাংলাদেশ। লাল-সবুজের ক্রিকেটাঙ্গন সেবার মেতেছিল উঠেছিল ক্রিকেট জ্বরে; মাঠেও সাফল্য এসেছিল।
টি-টোয়েন্টি সংস্করণ হওয়ায় বাংলাদেশের সম্ভাবনা কম ছিল বটে, কিন্তু শ্রীলঙ্কা এবং পাকিস্তানকে হারিয়ে ঠিকই ফাইনালে জায়গা করে নিয়েছিল মাশরাফি মর্তুজার দল। এরপর থেকে অবশ্য আর কোন মেজর টুর্নামেন্টের আয়োজক হতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ঘরের মাঠে টাইগাররা যে পরাশক্তির চেয়ে কম নয় সেটা প্রমাণের বড় মঞ্চ তাই পাওয়া যায়নি। এবার শেষমেশ আক্ষেপের অবসান ঘটল, নিজেদের প্রিয় ফরম্যাট আর চিরচেনা কন্ডিশনে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামতে যাচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা।
যদিও দুই-তিন বছর দলের অবস্থা কি হয়, ক্রিকেটারদের ফর্ম কেমন থাকে সেটা এখনি বলা যাচ্ছে না। তাই প্রত্যাশার জাল বুনার কোন সুযোগ নেই। আপাতত কেবল অপেক্ষা করার পালা।
অবশ্য বিসিবির বর্তমান ভাবনা আইসিসির সভা নিয়ে, কেননা আইসিসির পরবর্তী সভা হবে ঢাকাতেই। এমনকি সংস্থাটির গভর্নিং বডির নির্বাচনও হতে পারে এখানে।