ফিরবেন মেসি, লা লিগা কর্তৃপক্ষের সিদ্ধান্তের অপেক্ষায় বার্সা

দলের বিভিন্ন পজিশনে খেলোয়াড়ের প্রয়োজন হলেও আর্থিক সমস্যা ও লা লিগার আর্থিক নীতিমালার কারণে খেলোয়াড় দলে ভেরাতে পারছে না বার্সেলোনা। তবে এখন যখন লিওনেল মেসির বার্সেলোনায় ফেরার প্রসঙ্গ এসেছে সামনে তখন কোমড় বেধেই নেমেছে কাতালানরা। মেসিকে দলে ভেরাতে লা লিগা কর্তৃপক্ষের কাছে একটি আর্থিক কাঠামো পরিকল্পনা জমা দেবার কথা ভাবছে বার্সেলোনা।

আর্থিকভাবে মোটেও ভালো অবস্থানে নেই লা লিগার ক্লাব বার্সেলোনা। দলের বিভিন্ন পজিশনে খেলোয়াড়ের প্রয়োজন হলেও আর্থিক সমস্যা ও লা লিগার আর্থিক নীতিমালার কারণে খেলোয়াড় দলে নিতে পারছে না বার্সেলোনা।

তবে, এখন যখন আর্জেন্টাইন গ্রেট লিওনেল মেসির বার্সেলোনায় ফেরার প্রসঙ্গ এসেছে সামনে তখন কোমড় বেধেই নেমেছে কাতালানরা। মেসিকে দলে ভেরাতে লা লিগা কর্তৃপক্ষের কাছে একটি আর্থিক কাঠামো পরিকল্পনা জমা দেবার কথা ভাবছে বার্সেলোনা।

প্রায় দুই যুগের সম্পর্কের ইতি টেনে ২০২১ সালে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন লিওনেল মেসি। চোখের জলে সেদিন কাতালুনিয়াকে বিদায় জানিয়েছিলেন এই ক্ষুদে জাদুকর। বেতন কাঠামো সংক্রান্ত জটিলতায় মেসিকে ছাড়তে হয়েছে বলে বার্সা দাবী করলেও মেসির বাবা ও ভাই বারবার দায়ী করে এসছেন বার্সা সভাপতি হুয়ান লাপোর্তাকে।

যদিও বরফ গলতে শুরু করেছে এখন। পিএসজির সাথে মেসির চুক্তি নবায়নে বিলম্ব হওয়ায় মেসির সম্ভাব্য গন্তব্য হিসেবে এখন সবচেয়ে এগিয়ে বার্সেলোনাই। আগামী গ্রীষ্মকালীন দলবদলের আগে মেসির সাথে পিএসজি চুক্তি নবায়ন না করলে ফ্রি এজেন্ট হয়ে যাবেন মেসি।

সেক্ষেত্রে বিনা ট্রান্সফার ফিতে যেকোনো ক্লাবেই যেতে পারবেন মেসি। এই মুহূর্তে মেসি নিজেও বার্সেলোনায়ই ফিরে যেতে চাইছেন বলে খবর বিভিন্ন গণমাধ্যমের। দীর্ঘদিন কাতালুনিয়ায় থাকা মেসির পরিবারও নিজেদের চেনা শহরেই ফিরতে চান।

তবে ঘরের ছেলেকে ঘরে ফিরে পেতে বার্সার সামনে সবচেয়ে বড় বাধা আর্থিক টানাপোড়েন। লা লিগার আর্থিক নীতিমালার বেড়াজালে আটকা বার্সা। সেক্ষেত্রে নতুন কোনো খেলোয়াড় দলে ভেড়ানো কিংবা পুরাতন কারো সাথে চুক্তি নবায়নেও বেশ বেগ পেতে হবে কাতালানদের।

নিজেদের ইতিহাসের সেরা তারকারকে আবারো দলে পেতে আটঘাট বেঁধেই নেমেছে বার্সা। স্প্যানিশ গণমাধ্যম গুলোর খবর, মেসিকে দলে ফিরিয়ে আনতে লা লিগা কর্তৃপক্ষের কাছে একটি পূর্ণাঙ্গ আর্থিক পরিকল্পনা জমা দেবার কথা ভাবছে বার্সা। মেসি-রোনালদো লা লিগা থেকে চলে যাবার পর বেশ তারকা শূন্য এখন স্পেনের ফুটবল লিগ।

আগে যেখানে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, অ্যাটলেটিকো মাদ্রিদের মত দলগুলো ছিল তারায় পরিপূর্ণ সেখানে এখন তারকার ঘাটতিই বলা চলে।

তাই বার্সেলোনার প্রস্তাবে নতুন করে ভাবতেই পারে লা লিগা কর্তৃপক্ষ। টিভি স্বত্ত্বসহ বিজ্ঞাপন থেকে আয় বাড়াতে লিওনেল মেসির মত তারকার লা লিগায় খেলাটা হবে বিরাট প্রভাবক।

এদিকে মেসি নিজেও বেতন কমিয়ে নিজের পুরোনো ক্লাবে ফিরতে রাজি। তাই বল এখন পুরোপুরি বার্সা সভাপতি হুয়ান লাপোর্তার কোর্টে।

সাম্প্রতিক ঘটনাপ্রবাহ বলে, ঘরের ছেলেকে ফিরিয়ে আনতে সম্ভাব্য সবই করবে বার্সা। সামনের মৌসুমে তাই মেসি আবারো ন্যু ক্যাম্পে নিজের জাদু দেখাবেন সেই স্বপ্নেই আপাতত বিভোর বার্সা সমর্থকরা।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...