আফগানিস্তানের বিপক্ষে সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আপাতত শুধু ওয়ানডে দল ঘোষণা করা হয়েছে। প্রথমবারের মত ওয়ানডে দলে ডাক পেয়েছেন মাহমুদুল হাসান জয় ও এবাদত হোসেন।
এর মধ্যে জয় পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ ঘরের মাঠে অনুষ্ঠিত টেস্ট সিরিজে অভিষিক্ত হন। এরপর নিউজিল্যান্ডের মাটিতে গিয়ে টেস্টে নিজেকে প্রমাণও করেন তিনি। চলমান বিপিএলেও তিনি আছেন ভাল ফর্মে।
অন্যদিকে, এবাদত হোসেন অনেক দিন হল টেস্ট দলে খেলছেন। এবারই প্রথমবারের মত সাদা বলের ক্রিকেটে ডাক পাওয়া এবাদত হোসেন সর্বশেষ নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের টেস্ট জয়ে নেতৃত্ব দেন।
সর্বশেষ বাংলাদেশ ওয়ানডে খেলেছে সেই জিম্বাবুয়ে সফরে। ফলে, এই দলটাতে অদলবদল হয়েছে অনেক। বাদ পড়েছেন মোট সাত জন। তাঁরা হলেন মোহাম্মদ মিঠুন, নুরুল হাসান সোহান, শামিম পাটোয়ারি, মোহাম্মদ সাইফউদ্দিন, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ নাঈম শেখ ও রুবেল হোসেন।
এর মধ্যে ইনজুরির কারণে এবারের দলে নেই মোহাম্মদ সাইফউদ্দিন। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগও (বিপিএল) তিনি খেলতে পারেননি ইনজুরির কারণে। তবে, উইকেটরক্ষক ব্যাটসম্যান সোহানের বাদ পড়াটা প্রশ্নবিদ্ধ। সর্বশেষ জিম্বাবুয়ের মাটিতে তিনি যে ওয়ানডেটায় খেলেন সেখানেও ৪৫ রানের অপরাজিত এক ইনিংস খেলেন। চলমান বিপিএলটা ভাল যাচ্ছে না, তবে সেই পারফরম্যান্সটা ওয়ানডের জন্য বিবেচনা করাটা কতটা যৌক্তিক।
দলে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলী চৌধুরী রাব্বি ও মুশফিকুর রহিম। এর মধ্যে ইয়াসির আলীর এখন পর্যন্ত ওয়ানডে অভিষেক হয়নি। একই কথা নাসুম আহমেদের ক্ষেত্রেও প্রযোজ্য, টি-টোয়েন্টি খেললেও এখনও ওয়ানডে অভিষেক হয়নি তাঁর।
সিরিজকে সামনে রেখে আগেই বাংলাদেশে চলে আসা আফগানিস্তান দল এখন সিলেটে ক্যাম্প করছে। আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আফগানরা। ২৩ ফেব্রুয়ারি প্রথম ওয়ানডের পর ২৫ ফেব্রুয়ারি দ্বিতীয় এবং ২৮ ফেব্রুয়ারি শেষ ম্যাচে মাঠে নামবে দুই দল। তিনটি ওয়ানডেই অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
আগামী ১৮ ফেব্রুয়ারি সিলেটে নিজেদের মধ্যে দুই দলে ভাগ হয়ে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে আফগানরা। এরপর ১৯ তারিখ চট্রগ্রামের উদ্দেশ্যে রওনা হবে দল। চট্টগ্রামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শেষে ঢাকায় দুই টি-টোয়েন্টি ম্যাচ খেলবে আফগানরা। ৩ মার্চ প্রথম টি-টোয়েন্টির পর ৫ মার্চ অনুষ্ঠিত হবে শেষ টি-টোয়েন্টি।
- আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, নাসুম আহমেদ, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, মাহমুদুল হাসান জয়।