ওয়ানডে থেকে বাদ পড়লেন শান্ত

এই সিরিজ দিয়ে আবারো দলে ফিরেছেন সাকিব আল হাসান। সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার জন্য গত দুই সিরিজের (নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা সফর) দলে ছিলেন না এই অলরাউন্ডার। নিউজিল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি ও শ্রীলঙ্কায় টি-টোয়েন্টিতে অভিষেক হওয়া পেসার শরিফুল ইসলাম নিজের জায়গা ধরে রেখেছেন ওয়ানডে দলে। এবার তাঁর ওয়ানডে অভিষেকের সম্ভাবনা প্রবল।

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর আগে গত এক মে ২৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

এই সিরিজ দিয়ে আবারো দলে ফিরেছেন সাকিব আল হাসান। সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার জন্য গত দুই সিরিজের (নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা সফর) দলে ছিলেন না এই অলরাউন্ডার। নিউজিল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি ও শ্রীলঙ্কায় টি-টোয়েন্টিতে অভিষেক হওয়া পেসার শরিফুল ইসলাম নিজের জায়গা ধরে রেখেছেন ওয়ানডে দলে। এবার তাঁর ওয়ানডে অভিষেকের সম্ভাবনা প্রবল।

আর দীর্ঘ দিন পর প্রাথমিক দলে ডাক পেলেও চূড়ান্ত দলেও জায়গা হয়নি অভিজ্ঞ ব্যাটসম্যান ইমরুল কায়েসের। এছাড়া প্রাথমিক দল থেকে আরো বাদ পড়েছেন নাজমুল হোসেন শান্ত, নাসুম আহমেদ ও শহিদুল ইসলাম এবং চোটের কারণে নেই রুবেল হোসেন ও হাসান মাহমুদ। সব মিলিয়ে শান্তর বাদ পড়াটাই বড় এই স্কোয়াড ঘোষণার সবচেয়ে বড় খবর।

আর সর্বশেষ ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়েছেন পেসার আল আমিন হোসেন। আর স্কোয়াডে স্ট্যান্ড বাই হিসাবে রাখা হয়েছে নাঈম শেখ, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম ও লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবকে।

এই সিরিজের প্রস্তুতি নিতে বাংলাদেশ দলের ক্রিকেটাররা গত দুই মে থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শুরু করেছে। পাঁচ মে পর্যন্ত অনুশীলন করার পর এক দিন বিশ্রাম শেষে সাত মে থেকে নয় মে পর্যন্ত আবার তিন দিন অনুশীলন করার পর দশ মে থেকে সাত দিনের ঈদের ছুটিতে গিয়েছিলেন ক্রিকেটাররা। ছুটি শেষে ১৭ মে থেকে আবার অনুশীলনে ফিরেছেন মুশফিক-তামিমরা।

তিন দিন অনুশীলন করার পর আজ নিজেদের ভিতর ভাগ হয়ে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপির) ৪ নম্বর মাঠে প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচ শেষে সিরিজ শুরুর আগে আবার দুই দিন অনুশীলন করার সুযোগ পাবেন স্বাগতিক ক্রিকেটাররা।

২৩ মে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ওয়ানডে। একই ভেন্যুতে ২৫ মে দ্বিতীয় ওয়ানডে খেলার পর ২৮ মে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নামবে দুই দল। সিরিজের প্রতিটি ম্যাচই শুরু হবে বেলা আড়াইটায়।

  • বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, সৌম্য সরকার, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদি হাসান, শরিফুল ইসলাম।
  • স্ট্যান্ড বাই: নাঈম শেখ, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম ও আমিনুল ইসলাম বিপ্লব।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...