‘মেন্টর’ মাশরাফি ইস্যুতে ইতিবাচক বোর্ড

বিশ্বকাপে দারুণ কিছু করার লক্ষ্যেই ড্রেসিংরুমে নতুন সংযোজন ‘মেন্টর’ মাশরাফি বিন মর্তুজা। না, এখনও কিছুই নিশ্চিত নয়; তবে অধিনায়ক তামিম ইকবালের চাওয়াকে অনুমোদন দিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন হলেই হয়তো নতুন পরিচয়ে দেখা যাবে ম্যাশকে।

মাত্র কয়েক মাস বাকি বিশ্বকাপের, ইতোমধ্যে দিনক্ষণ গুণতে শুরু করেছেন ক্রিকেটপ্রেমীরা। বাংলাদেশেও শুরু হয়েছে বিশ্বকাপকে ঘিরে উন্মাদনা। বিশেষ করে ফরম্যাটটা যখন ওয়ানডে স্বপ্নটাও তখন আকাশছোঁয়া। আকাশছোঁয়া স্বপ্নকে বাস্তবে নামিয়ে আনতে চেষ্টার কমতি রাখতে চায় না দলের কেউই।

বিশ্বকাপে দারুণ কিছু করার লক্ষ্যেই ড্রেসিংরুমে নতুন সংযোজন ‘মেন্টর’ মাশরাফি বিন মর্তুজা। না, এখনও কিছুই নিশ্চিত নয়; তবে অধিনায়ক তামিম ইকবালের চাওয়াকে অনুমোদন দিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন হলেই হয়তো নতুন পরিচয়ে দেখা যাবে ম্যাশকে।

তবে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুসের কথায় মিলেছে অপেক্ষার সুর। এখনো এ ব্যাপারে বোর্ড কোন সিদ্ধান্ত নেয়নি বলেই জানিয়েছেন তিনি। আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বিশাল জয় পাওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন জালাল ইউনূস, সেসময় মাশরাফির মেন্টর হওয়ার ব্যাপারে কথা বলেন তিনি।

বিসিবির এই কর্মকর্তা বলেন, ‘এই ডিসিশন তো বোর্ডের। মাশরাফি এখন মেম্বার অব পার্লামেন্ট, সে আমাদের ফর্মার ক্যাপ্টেন। আনুষ্ঠানিকভাবে আমরা জানি ব্যাপারটা, তারপর এ ব্যাপারে সবাই আলাপ করে সিদ্ধান্ত নিবো।’

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী পেসার মাশরাফি মর্তুজা; নয় নম্বর পজিশনে ব্যাটিং করে তাঁর চেয়ে বেশি রান করতে পারেনি কোন ক্রিকেটারই। তবে লাল-সবুজের ক্রিকেটে মাশরাফির অবদান শুধু সংখ্যা দিয়ে মাপলে ভুল হবে।

দেশের সফলতম অধিনায়ক সব সতীর্থের বন্ধুতুল্য অভিভাবকও বটে। খারাপ সময়ে পাশে থাকা, অনাকাঙ্ক্ষিত সমালোচনার বিরূদ্ধে ঢাল হয়ে দাঁড়ানো – মাশরাফি সব সতীর্থের জন্য ছায়ার মত। তরুণ তারকারাও ম্যাশের কলার উচু করে ছুটে আসা দেখেই লড়াইয়ের মন্ত্রটা পেয়েছেন।

মাশরাফি বিন মর্তুজার এসব গুণের কথা জানা আছে জালাল ইউনুসেরও। তাই তো বাংলার পেস আইকনের প্রশংসা করতে ভোলেননি, তিনি বলেন, ‘হি ইজ আ গুড ক্যাপ্টেন, গুড লিডার।’

মাশরাফিকে মেন্টর করার সিদ্ধান্ত শেষপর্যন্ত বোর্ড-ই নিবে সেটা অবশ্য আরেকবার মনে করিয়ে দিয়েছেন এই কর্তা। যদিও তাঁর কথায় স্পষ্ট মাশরাফিকে নিয়ে বেশ ইতিবাচক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

অবশ্য মেন্টর হিসেবে মাশরাফি মর্তুজার নাম প্রস্তাব করা তামিম ইকবালের ভবিষ্যতও এখনো নিশ্চিত নয়। হুট করে অবসর নেয়া তামিম একদিনের মাঝেই প্রধানমন্ত্রীর অনুরোধে নিজের সিদ্ধান্ত বদলে ছিলেন; কিন্তু অধিনায়ক নাকি সাধারণ সদস্য হিসেবে বিশ্বকাপ দলে থাকবেন সে ব্যাপারে এখনো কিছু জানাননি এই বামহাতি।

জালাল ইউনুস বলেন, ‘ও আসুক আগে, আমরা ডিসকাস করছি এখনো, দেখা যাক৷ সে (তামিম) বলেছে আমি আসি আগে, তারপর এগুলো নিয়ে আলাপ হবে।’ আপাতত তাই মেন্টর নিয়োগের আগে অধিনায়ক কে হবেন সেটাও ভেবে রাখতে হবে টিম ম্যানেজম্যান্টকে।

২০০৭ সালে ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ২০২২ সালে ক্রিকেট দলের মেন্টর হিসেবে অংশ নিয়েছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপে। মাশরাফি মর্তুজাও হয়তো দলের স্বার্থে যেতে পারেন ভারতে; ২০১৫ সালে যার নেতৃত্বে কোয়ার্টার ফাইনালে খেলেছে টিম টাইগার্স, তাঁকে সঙ্গে নিয়েই নতুন সাফল্যের গল্প লিখতে উন্মুখ হয়ে আছে লাল-সবুজের বাংলাদেশ।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...