সিদ্ধান্ত এখনও বিসিবির হাতে!

সাকিবকে দলে নিতে আয়োজক ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) কাছে চিঠিও দিয়েছে ক্লাবটি। সেই চিঠি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে পাঠিয়েছে সিসিডিএম। আসলে শুধু আগ্রহ নয়, কোয়ারেন্টাইনের বিধি ভঙ্গ করে সকালেই সাকিবকে সাইন করে ফেলেছে ক্লাবটি। 

আসন্ন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে মোহামেডানের হয়ে খেলতে আগ্রহ প্রকাশ করেছেন সাকিব আল হাসান। সাকিবকে দলে নিতে আয়োজক ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) কাছে চিঠিও দিয়েছে ক্লাবটি। সেই চিঠি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে পাঠিয়েছে সিসিডিএম। আসলে শুধু আগ্রহ নয়, কোয়ারেন্টাইনের বিধি ভঙ্গ করে সকালেই সাকিবকে সাইন করে ফেলেছে ক্লাবটি।

সাকিবকে ডিপিএল খেলতে দেওয়া হবে কিনা বা মোহামেডান দলে অন্তর্ভুক্ত করতে পারবে কিনা সেটা যাচাই বাছাই করে সিদ্ধান্ত দেবে বিসিবি। আইসিসির নিষেধাজ্ঞার কারণে গত আসরের দল বদলে ছিলেন না এই অলরাউন্ডার। তাই কোন দলের স্কোয়াডেই নেই তিনি। মূলত এই কারণেই সাকিবকে নিয়ে জটিলতা তৈরি হয়েছে।

কারণ ওয়ানডের পরিবর্তে ঢাকা প্রিমিয়ার লিগে এবার টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্টিত হলেও স্কোয়াডে কোন পরিবর্তন করা হয়নি। গত আসরের স্কোয়াড নিয়েই মাঠে নামবে দল গুলো। করোনা ভাইরাসের কারণে গত বছর মাত্র এক রাউন্ড অনুষ্ঠিত হওয়ার পরই বাধ্য হয়ে স্থগিত করা হয়েছিল দেশের ক্রিকেটের সবচেয়ে জমজমাট এই লিগ।

সাকিবের ডিপিএল খেলার বিষয়ে সিসিডিএমের সদস্য সচিব আলী হোসেন গণমাধ্যমকে বলেন, ‘আমরা গতকাল মোহামেডানের কাছে থেকে একটি চিঠি পেয়েছি সাকিবকে তাদের দলে অন্তর্ভুক্ত করার ব্যাপারে। আপনারা জানেন যে সাকিব এক বছর ক্রিকেট থেকে নিষিদ্ধ ছিল। তাই এ ব্যাপারটি যাচাই বাছাইয়ের প্রয়োজন আছে।’

তিনি আরো বলেন, ‘আমরা সবাই চাই সাকিব বঙ্গবন্ধু প্রিমিয়ার টি-টোয়েন্টি ক্রিকেট লিগে অংশ গ্রহণ করুক। আমরা চিঠিটি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে হস্তান্তর করেছি। ক্রিকেট বোর্ড যাচাই বাছাই করে সাকিবের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবে।’

ডিপিএল শুরু হওয়ার একদিন পর থেকেই শুরু হবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) স্থগিত হওয়া অংশ। পিএসএলে দল পেয়েছেন সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ ও লিটন দাস। তবে দল পেলেও ডিপিএল খেলতে পিএসএলে যাবেন না সাকিব আল হাসান।

তাই ডিপিএল খেলার জন্য বিসিবি যে সাকিবকে অনুমতি দিচ্ছে এটা প্রায় নিশ্চিতই বলা যায়। সিসিডিএমও চাচ্ছে সাকিব যেন এবারের আসরে অংশ নেন। তাই প্রক্রিয়াটা ঠিক করে সাকিবকে খেলার সুযোগ করে দিতে বিসিবির সিদ্বান্তের অপেক্ষায় রয়েছে সিসিডিএম।

সব কিছু ঠিক থাকলে ৩১ মে থেকে শুরু হবে ডিপিএল। তবে এখনো ঢাকা প্রিমিয়ার লিগের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হয়নি। এই টুর্নামেন্ট শুরু হওয়ার কথা ছিলো চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে। কিন্তু করোনা পরিস্থিতির কারণে সময় মতো শুরু হয়নি। তাই এবার ক্রিকেটারদের সুরক্ষায় জৈব বলয় নিশ্চিত করা হবে।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...