অপরিবর্তিত টেস্ট দল

দ্বিতীয় টেস্টের জন্য আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে দলে কোন পরিবর্তন নেই। আগের মতোই চার পেসারের সাথে দুই স্পিনার নিয়ে স্কোয়াড সাজানো হয়েছে। দ্বিতীয় টেস্টের একাদশেও পেসারদের প্রাধান্য থাকার সম্ভাবনাই বেশি।

আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নামবে বাংলাদেশ।

দ্বিতীয় টেস্টের জন্য আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে দলে কোন পরিবর্তন নেই। আগের মতোই চার পেসারের সাথে দুই স্পিনার নিয়ে স্কোয়াড সাজানো হয়েছে। দ্বিতীয় টেস্টের একাদশেও পেসারদের প্রাধান্য থাকার সম্ভাবনাই বেশি।

২১ সদস্যের প্রাথমিক দল থেকে চূড়ান্ত দলে জায়গা পেয়েছেন শুধু শরিফুল ইসলাম। বাদ পড়েছেন পেসার মুকিদুল ইসলাম মুগ্ধ ও শহিদুল ইসলাম। আছেন, ইয়াসির আলী চৌধুরী রাব্বিও। তিনি এই সিরিজের আগেও টেস্ট স্কোয়াডে ছিলেন, তবে এখনো অভিষেক হয়নি।

দ্বিতীয় টেস্টের দলেও জায়গা হয়নি শুভাগত হোমের। এছাড়াও চূড়ান্ত স্কোয়াডে জায়গা পানননি নুরুল হাসান সোহান, স্পিনার নাঈম হাসান ও পেসার সৈয়দ খালেদ আহমেদ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার জন্য শ্রীলঙ্কা সিরিজ থেকে আগেই ছুটি নেওয়ার কারণে স্কোয়াডে নেই সাকিব আল হাসান ও পেসার মুস্তাফিজুর রহমান।

ব্যাটসম্যানদের দাপটে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ নিষ্প্রাণ ড্র করেছে বাংলাদেশ। সিরিজের প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টও অনুষ্ঠিত হবে ক্যান্ডির পালেকেল্লে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। বাংলাদেশ সময় সকাল ১০.৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।

তবে স্কোয়াডে পরিবর্তন না হলেও বাংলাদেশের একাদশে পরিবর্তন আসতে পারে। প্রথম টেস্টের দুই ইনিংসেই ব্যর্থ হওয়া ওপেনার সাইফ হাসানের পরিবর্তে একাদশে ফিরতে পারেন আরেক ওপেনার সাদমান ইসলাম অনিক। প্রথম টেস্টের প্রথম ইনিংসে রানের খাতা খুলতে না পারা সাইফ হাসান দ্বিতীয় ইনিংসে করেছিলেন ১ রান।

বাংলাদেশের প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছেন নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক এবং হাফসেঞ্চুরি করেছেন মুশফিকুর রহিম ও লিটন দাস। আর দুই ইনিংসেই সেঞ্চুরির সম্ভবনা তৈরি করেছিলেন তামিম ইকবাল। তাই টপ অর্ডারে পরিবর্তনের কোন সম্ভবনা নেই বললেই চলে।

গতির সাথে বাউন্স এবং আগ্রাসন মিলিয়ে পুরো ইনিংসেই দুর্দান্ত বল করেছেন তাসকিন আহমেদ। ৩০ ওভার বল করে ১১২ রান দিয়ে এই পেসার শিকার করেছিলেন ৩ উইকেট। এছাড়া স্পিনার তাইজুল দুটি ও এবাদত হোসেন পেয়েছিলেন একটি উইকেট। তবে বল হাতে ব্যর্থ ছিলেন আরেক পেসার আবু জায়েদ চৌধুরি রাহি। এই পেসারের পরিবর্তে দ্বিতীয় টেস্টের একাদশে শরিফুল ইসলামকে দেখা যেতে পারে।

দ্বিতীয় টেস্টের জন্য বাংলাদেশ দল : মুমিনুল হক সৌরভ (অধিনায়ক), লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাদমান ইসলাম, আবু জায়েদ চোধুরি রাহি, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, সাইফ হাসান, ইয়াসির আলী চৌধুরী রাব্বি এবং শরিফুল ইসলাম।

 

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...