বিশ্বকাপে ফিরছেন বেনজেমা

ইনজুরি থেকে করিম বেনজেমার পুনর্বাসন নাকি পুরোদমেই চলছে। আর ফরাসি ও স্প্যানিশ গণমাধ্যমের বক্তব্য হল, চলতি বিশ্বকাপেই ফ্রান্স দলে প্রত্যাবর্তন ঘটতে যাচ্ছে তাঁর।

ইনজুরি থেকে করিম বেনজেমার পুনর্বাসন নাকি পুরোদমেই চলছে। আর ফরাসি ও স্প্যানিশ গণমাধ্যমের বক্তব্য হল, চলতি বিশ্বকাপেই ফ্রান্স দলে প্রত্যাবর্তন ঘটতে যাচ্ছে তাঁর।

নিয়মিতই নাকি কোচ দিদিয়ের দেশ্যমের সাথে যোগাযোগ রাখছেন রিয়াল মাদ্রিদের এই স্ট্রাইকার। আর তাঁর ইনজুরি কাটিয়ে ফিট হওয়ার গতি বেশ ভাল। আর অপেক্ষা কেবল এখন ফিফার ছাড়পত্রের। তবে, সেটাও বড় সমস্যা না – কারণ তিনি ফ্রান্সের বিশ্বকাপ দলের রেজিস্টার্ড খেলোয়াড়। এমনটা দাবি করেছেন ফরাসি ক্রীড়া দৈনিক আরএমসি স্পোর্ট।

বিশ্বকাপ দলের সাথেই বেনজেমা কাতার এসেছেন। তবে, অনুশীলন করতে গিয়ে উরুতে পাওয়া চোট তাঁকে বিশ্বকাপ থেকে ছিটকে দেয়। শুরুতে জানা গিয়েছিল সেরে উঠতে কমপক্ষে তিন সপ্তাহ সময় লাগবে তাঁর। তবে, এখন দেখা যাচ্ছে তাঁর সেরে ওঠার গতি খুবেই ভাল।

এই মুহূর্তে বেনজেমা আছেন মাদ্রিদে। সেখান থেকে ডাক্তারের ছাড়পত্র পেলে তিনি যাবেন কাতারে। সেখানে ফ্রান্স দলের ডাক্তাররা তাঁকে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন।

৩৪ বছর বয়সী বেনজেমা গেল মৌসুমে রিয়াল মাদ্রিদের সর্বোচ্চ গোলদাতা ছিলেন। তিনি লা লিগায় ২৭ টি গোল ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ১৫ টি গোল করেন। স্প্যানিশ জায়ান্টদের দু’টো বড় শিরোপা জয়ের মূল কাণ্ডারি ছিলেন তিনি। ফ্রান্সের হয়ে ৯৭ ম্যাচ খেলে গোল করেছেন ৩৭ টি।

১৯৮২ সাল থেকে শুরু করে গেল আসর অবধি প্রতিবারই ব্যালন ডি’অর পাওয়া ফুটবলাররা খেলেছেন বিশ্বকাপ। এবারই শুধু হবে এর ব্যতিক্রম। কাগজে-কলমে এই গ্রহের সেরা ফুটবলারকে ছাড়াই মাঠে গড়িয়েছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ।

জানিয়ে রাখা ভাল, এবারের বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে খেলছে ফ্রান্স। এরই মধ্যে প্রথম দুই ম্যাচ জিতে নিয়ে দ্বিতীয় পর্ব নিশ্চিত করে ফেলেছে তাঁরা। এখন বেনজেমার তরফ থেকে পাওয়া এই সু:সংবাদ হয়ত দলটাকে আরও চাঙ্গা করে দেবে।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...