সৌদির আল ইত্তিহাদে করিম বেনজেমা

২০২২ সালের ব্যালন ডি’অর জয়ী করিম বেনজেমাকে নিশ্চিত করে ফেলেছে আল ইত্তিহাদ। এই ইত্তিহাদই সর্বশেষ মৌসুমে সৌদি আরবের প্রো লিগ জিতেছে।

ইউরোপের সাথে টেক্কা দেওয়ার লড়াইটা জোরেসোরেই শুরু করেছে সৌদি আরব। ক্রিশ্চিয়ানো রোনালদো গেছেন আল নাসরে। আল হিলালে যাওয়ার অপেক্ষায় আছেন লিওনেল মেসি।

এদিকে সময়ের আরেক সেরা ফুটবলার ও ২০২২ সালের ব্যালন ডি’অর জয়ী করিম বেনজেমাকে নিশ্চিত করে ফেলেছে আল ইত্তিহাদ। এই ইত্তিহাদই সর্বশেষ মৌসুমে সৌদি আরবের প্রো লিগ জিতেছে।

খুব দ্রুতই এই ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা আসবে। ইত্তিহাদের সাথে ২০২৫ সালের জুন পর্যন্ত চুক্তি করেছেন বেনজেমা। প্রতিবছর তিনি ২০০ মিলিয়ন ইউরো পারিশ্রমিক পাবেন। সাথে আছে বানিজ্যিক চুক্তি ও অন্যান্য সুযোগ সুবিধাও।

করিম বেনজেমার রিয়াল মাদ্রিদ ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা চলে এসেছে আগেই। মঙ্গলবার তিনি রিয়াল মাদ্রিদ ভক্তদের উদ্দেশ্যে একটি সংবাদ সম্মেলন করবেন। এরপর রওনা দেবেন সৌদি আরবের পথে।

২০০৯ সালে মোনাকো ছেড়ে রিয়ালে যোগ দিয়েছিলেন বেনজেমা। রিয়ালের জার্সিতে কাটালেন ১৪ বছর। এসময় ম্যাচ খেলেছেন ৬৪৭টি।

রিয়ালের হয়ে পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে বেনজেমা। এছাড়াও চারটি লা লিগা সহ জিতেছেন ২৫টি মেজর শিরোপা। সবশেষ মৌসুমে রিয়ালকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে বড় অবদান রেখেছিলেন তিনি। করেছিলেন ১৫টি গোল।

রিয়ালের জার্সিতে সবচেয়ে বেশি গোলের মালিক ক্রিশ্চিয়ানো রোনালদো। দ্বিতীয় অবস্থানে রয়েছেন বেনজেমা। ক্লাবের জার্সিতে করেছেন ৩৫৩ গোল।

 

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...