বছরের সেরা পাঁচ ব্যাটার

২০২৩ সালকে বিদায় দেয়ার মুহূর্তে সবাই ব্যস্ত স্মৃতিচারণে, ক্রিকেটপ্রেমীরাও ব্যস্ত বর্ষসেরা পারফর্মারদের খোঁজে।

আরও একটি বছরের সমাপ্তি। ২০২৩-কে পেছনে ফেলে ২০২৪-কে আগমন জানিয়েছে গোটা বিশ্ব। নতুন বছরের শুরুতে ফেলে আসা দিনগুলোর স্মৃতিচারণ তো অলিখিত এক নিয়ম। ক্রিকেটপ্রেমীরা তাই ব্যস্ত বর্ষসেরা পারফর্মারদের খোঁজে; তাঁদের কাজ সহজ করতেই খেলা-৭১ এর আজকের আয়োজন, গত বারো মাসের সর্বোচ্চ রান সংগ্রাহকদের নিয়ে করা হলো তালিকা।

  • শুভমান গিল (ভারত) 

তিন ফরম্যাটে সমানতালে রান করে গিয়েছেন ভারতীয় ওপেনার শুভমান গিল। ওয়ানডেতে ১৫৮৪ রান করেছেন তিনি, যা এই ফরম্যাটে সবচেয়ে বেশি।

এছাড়া টি-টোয়েন্টি এবং টেস্টেও ধারাবাহিক ছিলেন এই ডান-হাতি, সবমিলিয়ে এখন পর্যন্ত মোট ২১৫৪ রান এসেছে তাঁর কাছ থেকে; সেঞ্চুরি করেছেন সাতটি আর হাফ-সেঞ্চুরি দশটি।

  • ড্যারেল মিশেল (নিউজিল্যান্ড)

গিলের মতই অসম্ভব ধারাবাহিক ছিলেন ড্যারেল মিশেল। ওয়ানডেতে ১২০৪ রান করা এই ব্যাটার বাকি দুই ফরম্যাট মিলে ঝুলিতে পুরেছেন ১৯৮৯ রান। সবমিলিয়ে ছয়টি শতক হাঁকিয়েছেন তিনি, যার দুইটি এসেছে ভারতের বিপক্ষে বিশ্বকাপেই।

  • বিরাট কোহলি (ভারত)

অবিশ্বাস্য একটা বিশ্বকাপ আসর গিয়েছে বিরাট কোহলির, রান করেছিলেন মুড়িমুড়কির মত, হয়েছিলেন টুর্নামেন্ট সেরাও। তাই তো বছর শেষে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় উঠে এসেছেন তিন নম্বরে।

কেবল দুই ফরম্যাটে খেলেই ২০৪৮ রান করেছেন তিনি, আর তাঁর ব্যাটিং গড় ৬৬.০৬! বছর জুড়ে আটটি সেঞ্চুরির পাশাপাশি নয়টি হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন এই তারকা।

  • রোহিত শর্মা (ভারত)

সেরা ব্যাটারের তালিকায় ভারতের দাপট চলছেই। অধিনায়ক রোহিত শর্মাও নিজের সামর্থ্যের প্রতিফলন দেখিয়েছেন বছর জুড়ে। কোন টি-টোয়েন্টি না খেলেই চতুর্থ সর্ব্বোচ্চ রান সংগ্রাহক এখন তিনি৷

ওয়ানডেতে এই ব্যাটার করেছেন ১২৫৫ রান আর টেস্টে এসেছে আরো ৫৪৫ রান। এই বছর সবচেয়ে বেশি হাফসেঞ্চুরিও করেছেন এই ওপেনার।

  • ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া)

বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ার একমাত্র প্রতিনিধি হিসেবে সেরা পাঁচে আছেন ফাইনাল ও সেমিফাইনালের নায়ক ট্রাভিস হেড। তিন ফরম্যাট মিলিয়ে এখন পর্যন্ত খেলেছেন ৪২ ইনিংস, আর এসময় ৪৩.৫৩ গড়ে ১৬৯৮ রান করেছেন তিনি।

তবে বাংলাদেশের নাজমুল হোসেন শান্তর চেয়ে খুব বেশি দূরে নেই এই অজি অলরাউন্ডার। শান্ত অসাধারণ এক বছর পার করেছেন তা বলাই বাহুল্য। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খুব বেশি আলো ছড়াতে পারেননি শান্ত। ঠিক সে কারণেই ১৬৫০ রান নিয়ে তিনি থেকে গেছেন হেডের পেছনেই।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...