এশিয়া কাপের সম্ভাব্য সেরা একাদশ

সাধারণত যেকোনো টুর্নামেন্টের সেরা একাদশ প্রকাশিত হয় টুর্নামেন্ট শেষ হওয়ার পর। এবার একটু উল্টো পথে হাঁটলে কেমন হয়? মানে এবারের এশিয়া কাপ শুরুর আগেই একটা একাদশ দাঁড় করিয়ে ফেললে কেমন হয়? খেলা ৭১ সেই কাজটিই করেছে। চলুন দেখে নেওয়া যাক সেই একাদশ।

মাস, সপ্তাহের অপেক্ষা পেরিয়ে এশিয়া কাপ শুরুর দিনক্ষণ এখন হাতেগোণা কয়েকটা দিনের প্রতীক্ষা মাত্র। ২০১৮ সালের পর আবারো এশিয়া কাপ হচ্ছে ৫০ ওভারের ফরম্যাটে। তার চেয়েও বড় কথা, এবারই প্রথম হাইব্রিড মডেলে আয়োজিত হচ্ছে মহাদেশীয় এ টুর্নামেন্ট। 

সাধারণত যেকোনো টুর্নামেন্টের সেরা একাদশ প্রকাশিত হয় টুর্নামেন্ট শেষ হওয়ার পর। এবার একটু উল্টো পথে হাঁটলে কেমন হয়? মানে এবারের এশিয়া কাপ শুরুর আগেই একটা একাদশ দাঁড় করিয়ে ফেললে কেমন হয়? খেলা ৭১ সেই কাজটিই করেছে। চলুন দেখে নেওয়া যাক সেই একাদশ।

এবারের এশিয়া কাপের একাদশ সাজাতে গিয়ে নিশ্চিতভাবেই বেগ পেতে হয়েছে ওপেনিং জুটি নির্বাচন প্রক্রিয়ায়। এবারের এশিয়া কাপ খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে এশিয়া কাপের মঞ্চে সবচেয়ে বেশি রান করেছেন রোহিত শর্মা।

আবার তাঁর আরেক জুটি, শুভমান গিল চলতি বছরে রীতিমত রানের ফোয়ারা ছোটাচ্ছেন। ওদিকে আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাজও রয়েছেন দারুণ ছন্দে। পাকিস্তানের ইমাম উল হকই বা ব্রাত্য থাকবেন কেন? বাঁ-হাতি এ ওপেনার রীতিমত ধারাবাহিকতার শিকলে নিজেকে বেঁধেছেন। 

ফর্মের চূড়ায় এমন অসংখ্য ওপেনারদের মধ্য থেকে দুজনকে বাছতে পরিসংখ্যান, বিশ্লেষণ ও অনুমানের দৃষ্টিকোণে তাই তাই স্বভাবতই কাঠ-খড় পোড়াতে হয়েছে খেলা ৭১ কে। তবে আমাদের দৃষ্টিতে এবারের সম্ভাব্য একাদশে নজর কাড়তে পারেন ইমাম উল হক ও রহমানুল্লাহ গুরবাজ। এশিয়া কাপের সম্ভাব্য একাদশে উইকেটরক্ষকের দায়িত্বও থাকছে আফগান এ ব্যাটারের উপর।

সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ১৫১ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেছিলেন গুরবাজ৷ এখন পর্যন্ত ২৪ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে এরই মধ্যে তুলে নিয়েছেন ৫ টা শতক। তাই এশিয়া কাপের সম্ভাব্য একাদশে উইকেটরক্ষক ব্যাটার ও ওপেনার হিসেবে খেলা ৭১ এর প্রথম পছন্দে থাকছেন গুরবাজ৷ 

তিনে অবধারিতভাবেই থাকার কথা বিরাট কোহলির। এশিয়া কাপের মঞ্চে বিরাটের রাজসিক সব ইনিংস এই বাছাইকরণকে আরেকটু পোক্ত করে তোলে। তবে বিরাট কোহলিকে নাম্বার তিনে খেলাতে গেলে তো ‘ওয়ার্ল্ড নাম্বার ওয়ান’ ব্যাটার বাবর আজমকেই দল একাদশ থেকে বাদ দিতে হবে।

খেলা ৭১ অবশ্য সেই জটিলতায় যাচ্ছে না। আমাদের দৃষ্টিতে নাম্বার তিন ও চারের জন্য উপযুক্ত এ দুই ব্যাটারই। সেরা একাদশে  এই দুই পজিশনের যেকোনো পজিশনে ব্যাটিংয়ে নামতে পারেন। তবে এই একাদশে চারে খেলা বাবরের পাশে অবশ্য থাকছে অধিনায়কের তকমা৷ অর্থাৎ সম্ভাব্য এ একাদশে অধিনায়কত্বের দায়িত্ব পালন করবেন বাবর আজম। 

নাম্বার ফাইভ থাকবেন নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব আল হাসান। এশিয়া কাপ অবশ্য এ অলরাউন্ডারের জন্য কোনো সুখস্মৃতির টুর্নামেন্ট নয়। তবে যিনি বিশ্ব একাদশের জন্য বিবেচ্য হতে পারেন, তিনি তো এশিয়ার অটোমেটিক চয়েসই হবেন। 

সাকিবের পর নাম্বার সিক্সে খেলা ৭১ যাকে বেছে নিয়েছে তাঁকে নিয়ে এই ফরম্যাটে সমালোচনার শেষ নেই। তবে এশিয়া কাপ কিংবা বৈশ্বিক আসরে পারফর্ম করার সুখস্মৃতি রয়েছে সুরিয়াকুমার যাদবের। তাই এশিয়া কাপের সম্ভাব্য একাদশে তিনি থাকতে পারেন অনায়াসেই। 

এরপর সাত নম্বরে খেলতে পারেন দাসুন শানাকা। তবে এ ক্ষেত্রে কিছু ফ্যাক্টর রয়েছে। উইকেট যদি স্পিন সহায়ক হয় তবে এই একাদশে জায়গা পাবেন রবীন্দ্র জাদেজা। আর অন্যথায় জায়গা মিলতে পারে শানাকার। একই সাথে শ্রীলঙ্কার হার্দিক পান্ডিয়াও থাকতে পারেন ৭ নম্বরে খেলার দৌড়ে। তবে খেলা ৭১ বেছে নিয়েছে দাসুন শানাকাকে। 

ইনজুরির কারণে গ্রুপ পর্বের ম্যাচগুলোতে না খেলার আশঙ্কা রয়েছে লঙ্কান স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গার। তবে শ্রীলঙ্কা কোয়ালিফাই করলে খেলতে পারেন সুপার ফোরে। খেলা ৭১ অবশ্য সেই অনিশ্চয়তা যেতে চায় না। ৮ নম্বরে তাদের প্রথম পছন্দ আফগান স্পিনার রশিদ খানকে। 

একাদশের জন্য বাকি তিনটি জায়গায় তিন পেসার সাজানো যেতে পারে। তবে কন্ডিশন বিবেচনায় এক পেসার কমিয়ে খেলানো যেতে পারে একজন স্পিনারকেও।  খেলা ৭১ তাই তিন পেসারসহ অতিরিক্ত সদস্য হিসেবে এক স্পিনারকে দ্বাদশ সদস্য হিসেবে নিতে চায়। 

তিন পেসারের একাদশে শাহীন আফ্রিদি, নাসিম শাহর সাথে পেস ইউনিটে যুক্ত হবেন তাসকিন আহমেদ। আর দ্বাদশ সদস্য হিসেবে থাকবেন মুজিব উর রহমান।

  • খেলা ৭১ এর দৃষ্টিতে এবারের এশিয়া কাপের সম্ভাব্য সেরা একাদশ

রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইমাম উল হক, বিরাট কোহলি, বাবর আজম (অধিনায়ক), সাকিব আল হাসান, সুরিয়াকুমার যাদব, দাসুন শানাকা, রশিদ খান, শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ, তাসকিন আহমেদ।

দ্বাদশ ব্যক্তি – মুজিব উর রহমান

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...