যে ব্যাটে আগুন জ্বলে

পাওয়ার প্লেতে লিটন শুরু করলেন উড়ন্ত। উড়তে থাকা সিলেট স্ট্রাইকার্সকে মাটিতে নামালেন। প্রথম ১৬ বল থেকে করেছেন ৩৩ রান। তাঁর ব্যাটিং মন্ত্রমুগ্ধের মত দেখছিলেন অপরপ্রান্তে থাকা মোহাম্মদ রিজওয়ান। পাওয়ার প্লে শেষ হয়ে যাওয়ার পরেই সেই লিটন আবার নিজের লাগাম টানলেন। কেননা উইকেট থেকে তখন আবার স্পিনাররা সুবিধা পাচ্ছেন। লিটন তখন দলকে আগলে রাখার দায়িত্ব নিলেন।

পাওয়ার প্লেতে লিটন শুরু করলেন উড়ন্ত। উড়তে থাকা সিলেট স্ট্রাইকার্সকে মাটিতে নামালেন। প্রথম ১৬ বল থেকে করেছেন ৩৩ রান। তাঁর ব্যাটিং মন্ত্রমুগ্ধের মত দেখছিলেন অপরপ্রান্তে থাকা মোহাম্মদ রিজওয়ান। পাওয়ার প্লে শেষ হয়ে যাওয়ার পরেই সেই লিটন আবার নিজের লাগাম টানলেন। কেননা উইকেট থেকে তখন আবার স্পিনাররা সুবিধা পাচ্ছেন। লিটন তখন দলকে আগলে রাখার দায়িত্ব নিলেন।

পাওয়ার প্লেতে লিটন শুরু করলেন উড়ন্ত। উড়তে থাকা সিলেট স্ট্রাইকার্সকে মাটিতে নামালেন। প্রথম ১৬ বল থেকে করেছেন ৩৩ রান। তাঁর ব্যাটিং মন্ত্রমুগ্ধের মত দেখছিলেন অপরপ্রান্তে থাকা মোহাম্মদ রিজওয়ান। পাওয়ার প্লে শেষ হয়ে যাওয়ার পরেই সেই লিটন আবার নিজের লাগাম টানলেন। কেননা উইকেট থেকে তখন আবার স্পিনাররা সুবিধা পাচ্ছেন। লিটন তখন দলকে আগলে রাখার দায়িত্ব নিলেন।

খানিকটা ধীরে সুস্থেই পূরণ করলেন নিজের অর্ধশতক। ৩৭ বলে থেকে আসলো এবারের বিপিএলে তাঁর প্রথম ফিফটি। তবে এরপর আবার নিজের বিধ্বংসী রূপ দেখালেন লিটন। বাউন্ডারি যেন তাঁর কাছে ডাল ভাত। সিলেটের বোলাররা ওই মাশরাফির মতই অবাক হয়ে তাকিয়ে থাকেন। এই লিটনকে থামাবে কে?

এই লিটনকে থামিয়েছেন তাঁর বড় ভাই মাশরাফিই। যে মাশরাফি তাঁর ব্যাটিংয়ের সবচেয়ে বড় ভক্ত। যে মাশরাফি লিটনের খেলা দেখতে ছুটে যেতেন ফতুল্লায়। লিটনকে থামানোর পথটা যদি কেউ জেনে থাকে সেটাও তো মাশরাফিই হবেন।

চিত্রটা অনেকটা পাওয়ার প্লের সেই কাভার ড্রাইভের মতই হতে পারত। মিড অফে থাকা ফিল্ডারের মাথার উপর দিয়েই বলটা সীমানার দিকে পাঠাতে চেয়েছিলেন লিটন। তবে মাশরাফির থেমে আসা কাটারে টাইমিংটা ঠিকঠাক হলো না। মিড অফে থাকা ফিল্ডারের হাতে ক্যাচ উঠিয়ে দিয়ে থামলেন লিটন। তাঁর একটা রূপকথার মত সুন্দর ইনিংসের ইতি হল।

তবে যা করার ততক্ষণে করে ফেলেছেন লিটন। ৪২ বল থেকে খেলেছেন ৭০ রানের ইনিংস। যে ইনিংস সাজাতে লিটন খরচ মেরেছেন সাত চার ও চার ছয়। যে ইনিংস লিটন সাজিয়েছেন উইকেটের চারপাশে। যে ইনিংস লিটন সাজিয়েছেন তাঁর শৈল্পিক ছোঁয়া দিয়ে।

তাঁর এই ইনিংসেই কুমিল্লা হারালো এই টুর্নামেন্টে টানা পাঁচ ম্যাচ জেতা সিলেটকে। লিটন যখন ব্যাট করছিলেন তখন ১৩৪ রানের লক্ষ্যটা স্রেফ মামুলি লাগছিল। তবে লিটন আউট হবার পর আবার বিপাকে পড়েছিল কুমিল্লা। সহজ কাজটাও তারা করতে হিমশিম খেয়েছে লিটনকে ছাড়া।

তবে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লাকে জয়ের ধারায় আনার কাজটা লিটনই করে দিয়েছেন। প্রথম তিন ম্যাচ হেরে যাওয়া কুমিল্লাকে গতকাল প্রথম জয় এনে দিয়েছিলেন তিনিই। এরপর আজও টানা জিততে থাকা সিলেটকে হারানোর কাজটা লিটনই করলেন। ব্যাট করতে থাকা লিটনকে থামানো যেমন কঠিন, তেমনি লিটন এমন পারফর্ম করলে কুমিল্লাকে হারানোও যে কঠিনই হয়ে পড়ে।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...