দিল্লীর ডাকে সারা দিতে পারবেন তো মুস্তাফিজ?

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শেষ ভাগে বড় চমক  মুস্তাফিজুর রহমান। আইপিএলের বাকি অংশে খেলবেন দিল্লীর হয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দিল্লী ক্যাপিটালসের অফিশিয়াল পেজ থেকে বলা হয়েছে এমনটাই। তবে প্রশ্নের জায়গা হল জাতীয় দলের আরব আমিরাত ও পাকিস্তান সফরের মাঝে মুস্তাফিজ আইপিএলে খেলবেন কিভাবে? খোদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) এখন অবধি এই ব্যাপারে কিছু জানে না।

গেল বেশ কিছু বছর ধরে আইপিএলে নিয়মিত মুখ ছিলেন মুস্তাফিজুর রহমান। গত বছর চেন্নাইয়ের হয়ে আলো ছড়ালেও এবারের আসরে তাঁকে নিয়ে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। তবে সংঘাতের জেরে বন্ধ হওয়া আইপিএলে সচল হওয়া মাত্রই, ফের আইপিএলে ডাক পেলেন কাটার মাস্টার।

দিল্লি ক্যাপিটালসের ফেসবুক পেজে তাকে নিয়ে পোস্ট দেওয়া হয়, যেখানে বলা হয়েছে, ‘মুস্তাফিজুর রহমান দুই বছর পর আবারও দলে ফিরে এসেছেন! তিনি দলের বাকি মৌসুমের জন্য জেক ফ্রেজার-ম্যাকগার্কের পরিবর্তে দলে এসেছেন।’

মুস্তাফিজুর রহমান এখন পর্যন্ত ৫৭ টি আইপিএল ম্যাচ খেলে ৬১ টি উইকেট শিকার করেছেন। বাংলাদেশের হয়ে তিনি ১০৬ টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন, যেখানে তাঁর উইকেট সংখ্যা ১৩২টি। অভিজ্ঞ মুস্তাফিজকে এবার দলে ভেড়াতে ৬ কোটি রুপি খরচ করছে দিল্লী ক্যাপিটালস। যদিও, মুস্তাফিজের ভিত্তিমূল্য ছিল দুই কোটি রুপি।

তবে সব ছাপিয়ে প্রশ্নের জায়গা— মুস্তাফিজ ছাড়পত্র পাবেন কি না? আগামী ১৭ তারিখ থেকে আরব আমিরাতের বিপক্ষে শুরু হচ্ছে বাংলাদেশের দ্বিপাক্ষিক সিরিজ। এরপরই পাকিস্তানের বিপক্ষে রয়েছে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আর আইপিএল মূলত চলবে এই সময়ের মধ্যেই। তাই তো দলের গুরুত্বপূর্ণ এই পেসারকে বাংলাদেশ দল ছাড়বে কি না, তা নিয়ে আশঙ্কার জায়গা থাকছে।

ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম খেলা ৭১-কে বলেছেন, ‘মুস্তাফিজ দলের সাথেই আছেন। পাকিস্তানে যাবেন। আইপিএলের ব্যাপারে বিসিবি কিছু জানে না।’ মানে, খোদ বিসিবি এখন মুস্তাফিজের আইপিএলে যাওয়ার ব্যাপারে নিশ্চিত না।

নিলামে উপেক্ষিত মুস্তাফিজের আবার আইপিএল ডেরায় ডাক পাওয়াটা অবাক করেছে অনেককে। তবে ছাপিয়ে তিনি দিল্লীর ডাকে সাড়া দেবেন কি ফিজ?

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link