পা বাঁচানোর দীর্ঘ যাত্রা

সব চেষ্টাতে কাজ হয় না। ব্যাটসম্যানরা যতোই পা বাচিঁয়ে খেলার চেষ্টা করুক, এই ফাঁদে তো পড়তেই হয়। তবে ক্যারিয়ারে কেউ কেউ দীর্ঘ সময় এলবিডব্লিউর ফাঁদে পা না দিয়েও খেলেছেন বহু টি-টোয়েন্টি ম্যাচ। কেউ কেউ পুরো ক্যারিয়ারে একবারো এই উইকেটের শিকার হননি।

জীবনে মাথা বাঁচানোর মতই ক্রিকেটে পা বাঁচানো গুরুত্বপূর্ন। মাথায় বল লাগলে হাসপাতালে যেতে হবে। কিন্তু পায়ে বল লাগলে, সেটা আপনার আউট হওয়ার কারণ হতে পারে। ফলে ব্যাটসম্যানরা পায়ের দিকে খুব সতর্ক দৃষ্টি রাখবেন, এটাই স্বাভাবিক।

তবে, সব চেষ্টাতে কাজ হয় না। ব্যাটসম্যানরা যতোই পা বাচিঁয়ে খেলার চেষ্টা করুক, এই ফাঁদে তো পড়তেই হয়। তবে ক্যারিয়ারে কেউ কেউ দীর্ঘ সময় এলবিডব্লিউর ফাঁদে পা না দিয়েও খেলেছেন বহু টি-টোয়েন্টি ম্যাচ। কেউ কেউ পুরো ক্যারিয়ারে একবারো এই উইকেটের শিকার হননি।

টি-টোয়েন্টি ফরম্যাটে এলবিডব্লিউর শিকার না হয়ে ক্যারিয়ারে লম্বা সময় খেলে যাওয়া ক্রিকেটারদের নিয়েই আজকের আলোচনা। চলুন দেখে নেই এই তালিকায় আছেন কারা।

  • ম্যাথু ক্রস (স্কটল্যান্ড)

স্কটল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটসম্যান ম্যাথু ক্রস টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৪৩ ম্যাচ খেলে রান করেছেন ৭৫৫টি। এই ৪৩ ম্যাচে ৩৫ ইনিংস ব্যাট করে ক্যারিয়ারে একবারের জন্যও তিনি শিকার হননি লেগ বিফোরের! এই তালিকায় সর্বশেষ নামটি তারই।

  • করিম সাদিক (আফগানিস্তান)

সাবেক আফগান ওপেনার করিম সাদিক আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩৬ ইনিংস খেলেছেন। এই ৩৬ ইনিংসে ১৫ গড়ে ৫৩৮ রান করার পথে একবারও ফাঁদে পড়েননি এলবিডব্লিউর। সবশেষ ২০১৮ সালে তিনি আফগানিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেন।

  • ডেভিড হাসি (অস্ট্রেলিয়া)

সাবেক অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার ডেভিড হাসিও আছেন এই তালিকায়। আফগান ওপেনার করিম সাদিকের মতোই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩৬ ইনিংসে তিনি একবারও এলবিডব্লিউ আউট হননি। ৩৯ ম্যাচে ৩৬ ইনিংসে ব্যাটিং করে একবারও তাকে লেগ বিফোরের ফাঁদে ফেলতে পারেননি কোনো বোলার।

  • মিশেল স্যান্টনার (নিউজিল্যান্ডের)

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের অলরাউন্ডার মিচেল স্যান্টনার এখন পর্যন্ত ৩৭ ইনিংসে ব্যাট করেছেন। এই ৩৭ ইনিংসে একবারও তিনি আউট হননি এলবিডব্লিউ! নিউজিল্যান্ডের এই অলরাউন্ডার আর দুই ম্যাচে এলবিডব্লিউর শিকার না হলে পৌঁছে যাবেন এই তালিকার চারে!

  • স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া)

অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান স্টিভ স্মিথও আছেন এই তালিকায়। আন্তর্জাতিক আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত খেলেছেন ৪৫ ম্যাচ। যার মধ্যে ৩৭ ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়ে করেছেন প্রায় ৮০০ রান! আর ৩৭ ইনিংসে ব্যাট করার পথে একবারও আউট হননি এলবিডব্লিউ!

  • ক্রিস জর্ডান (ইংল্যান্ড)

ইংলিশ অলরাউন্ডার ক্রিস জর্ডান টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৬৫ ম্যাচ খেলেছেন। টি-টোয়েন্টিতে দলের অন্যতম নিয়মিত মুখ তিনি। এই ৬৫ ম্যাচের ৬৪ ইনিংসে তিনি রান করেছেন ১৩৬৭। ক্যারিয়ারের টানা ৩৮ ইনিংসে একবারও এলবিডব্লিউ আউট হননি এই ইংলিশ অলরাউন্ডার।

  • অ্যালবি মরকেল (দক্ষিণ আফ্রিকা)

সাবেক দক্ষিন আফ্রিকান অলরাউন্ডার আলবি মরকেল টি-টোয়েন্টি ফরম্যাটে ছিলেন বেশ পরিচিত এক নাম অনায়াসে বলকে বাউন্ডারির বাইরে নিয়ে ফেলায় বেশ সুনাম ছিলো তার। ৫০ ম্যাচে ৪৬ ইনিংসে ৮৬৪ রান করেন তিনি। এর মাঝে টানা ৩৮ ইনিংসে একবারও শিকার হননি লেগ বিফোরের ফাঁদে।

  • কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা)

সাবেক লঙ্কান গ্রেট কুমার সাঙ্গাকারা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খেলেছেন ৫৬ ম্যাচ। এর মাঝে ৫৩ ইনিংসে ব্যাট করে রান করেছেন প্রায় ১৪০০! শ্রীলঙ্কার হয়ে এই ৫৩ ইনিংসে একবারও তিনি এলবিডব্লিউ আউট হননি। পুরো টি-টোয়েন্টি ক্যারিয়ারে তাকে কোনো বোলারই ফেলতে পারেননি লেগ বিফোরের ফাঁদে।

  • সাকিব আল হাসান (সাকিব আল হাসান)

বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান প্রতিনিয়ত গড়ছেন অনন্য রেকর্ড। একমাত্র ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক হাজার রান ও একশো উইকেটের মালিক তিনি। এরই মাঝে গড়েছেন আরেক কীর্তি। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে অ্যাডাম জাম্পার বলে লেগ বিফোরের শিকার হন তিনি। তবে পুরো টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথমবার তিনি এলবিডব্লিউ আউট হন! এর আগে টানা ৮২ ইনিংসে একবারও তাকে লেগ বিফোরের ফাঁদে ফেলতে পারেননি কোনো বোলার।

  • মহেন্দ্র সিং ধোনি (ভারত)

এই তালিকার শীর্ষে আছে সাবেক ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। অবসরের আগে ৯৮ টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ৮৫ ইনিংসে ১৬১৭ রান করেন তিনি। এই ৮৫ ইনিংসের পথে পুরো ক্যারিয়ারে একবারো লেগ বিফোরের ফাঁদে পা দেননি ধোনি। পুরো ক্যারিয়ারেই পা বাচিঁয়ে নির্দ্বিধায় রান করে গেছেন ভারতের এই বিশ্বকাপ জয়ী অধিনায়ক।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...