আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০ ম্যাচ খেলার কীর্তি রচনা করতে পারা এক অনন্য মাইলফলক। তবে শুধু সংখ্যার গণ্ডি নয়, প্রকৃত কিংবদন্তি তারাই যারা প্রতিটি ম্যাচকে করেছেন অর্থবহ, প্রতিটি ইনিংসে লিখেছেন নতুন গল্প। চলুন দেখে নেওয়া যাক, ৫০০ আন্তর্জাতিক ম্যাচ খেলে সবচেয়ে বেশি শতক হাঁকানো পাঁচ কিংবদন্তির নাম।
- বিরাট কোহলি — ৭৬ শতক
তালিকার প্রথম নামটাই বিরাট কোহলি। এই প্রজন্মের রানমেশিন, আধুনিক ক্রিকেটের সম্রাট যত বিশেষণই তাঁকে দেওয়া হোক না, কোহলি তার চেয়েও বিরাট। ৫০০তম ম্যাচে এসে তাঁর শতকসংখ্যা ছিল ৭৬! এই সময় পর্যন্ত এগিয়ে আছেন স্বয়ং শচীন টেন্ডুলকারের চেয়েও।
- শচীন টেন্ডুলকার — ৭৫ শতক
পরের নামটা শচীন টেন্ডুলকার। ক্রিকেটের এই লিটল মাস্টার ছিলেন শতকের মেশিন। ২৪ বছরের দীর্ঘ যাত্রায় ৩৪,৩৫৭ রান ও ১০০ শতক—এ যেন মানুষের ছদ্মবেশে এক কিংবদন্তির বিরল রেকর্ড। তবে ৫০০তম ম্যাচে তাঁর শতকসংখ্যা দাঁড়িয়েছিল ৭৫। চাপের মুহূর্তে শান্ত থাকা, যেকোনো প্রতিপক্ষের বিপক্ষে একই ধারাবাহিকতা—এসবই তাঁকে বসিয়েছে সেরার আসনে।
- রিকি পন্টিং — ৬৮ শতক
আগ্রাসন, শৃঙ্খলা আর নেতৃত্ব—এই তিন গুণের মিশেলেই রিকি পন্টিং। অস্ট্রেলিয়ার সোনালী যুগের প্রতীক ছিলেন তিনি। ৫০০ তম ম্যাচে তাঁর শতকের সংখ্যাটা ছিল ৬৮। সেই সাথে ২৭,৪০০ আন্তর্জাতিক রান তাঁকে নিয়ে এসেছে সেরা ব্যাটারের কাতারে।
- জ্যাক ক্যালিস — ৬০ শতক
‘ক্রিকেটের পরিপূর্ণ মানুষ’ বললে নামটা আসবে—জ্যাক ক্যালিস। শুধু রান নয়, তিনি ছিলেন দলের মেরুদণ্ড। ৫০০ ম্যাচ খেলে ৬০ শতকের মালিক হয়েছিলেন তিনি। শুধু তাই নয় ,ব্যাট হাতে ২৫,৫০০ রান, আর বল হাতে ৫৭৭টি উইকেট ক্যালিসকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়।
- রোহিত শর্মা — ৪৯ শতক
অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থে ক্যারিয়ারের ৫০০তম ম্যাচ খেলার কৃতিত্ব অর্জন করেছেন ভারতের রোহিত শর্মা। সময়ের স্রোতে এখনো একই শৈল্পিকতায় বয়ে চলেছেন তিনি। ১৯,৫০০-এর বেশি আন্তর্জাতিক রান আর ৪৯ শতকে ভর করে রোহিত আজ ভারতের ব্যাটিং প্রতীকে পরিণত হয়ছেন।