ভারতীয় ক্রিকেটে লেগেছে পরিবর্তনের হাওয়া। আমূল বদলে যাচ্ছে সব কিছু। বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সচিব জয় শাহের অবস্থান ঠিক থাকলেও সভাপতি থেকে আইপিএল গভর্নিং কাউন্সিল বাকি সব ক্ষেত্রেই নতুন মুখের আগমন। এবার সেই পরিবর্তনের ছোঁয়া লেগেছে নির্বাচক প্যানেলেও।
গত ফেব্রুয়ারিতে, ভারতের ওয়েস্ট জোনের নির্বাচক আবে কুরুভিল্লা বিদায় নেয়ার পর তার জায়গায় এখনও নতুন নিয়োগ দেওয়া হয়নি। বিসিসিআইয়ের সূত্র মতে, জাতীয় নির্বাচকদের প্যানেলে বড় ধরনের পরিবর্তন আনতে চলেছে যার মধ্যে নতুন চেয়ারম্যানও অন্তর্ভুক্ত হতে পারেন। বিসিসিআই চাইছে পাঁচ সদস্যের নির্বাচক কমিটিতে দুইজন নতুন মুখের অন্তর্ভুক্ত করতে যারা কিনা টি-টোয়েন্টি ক্রিকেটকে অপেক্ষাকৃত ভাল বোঝেন।
নির্বাচক প্যানেলে পরিবর্তন নিয়ে বিসিসিআইয়ের সচিব জয় শাহ সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা খুব শিগগিরই একটি ক্রিকেট অ্যাডভাইজরি কমিটি (সিএসি) গঠন করবো যারা বোর্ডের পদ্ধতি অনুসারে নতুন নির্বাচক কমিটি নিয়োগ করবে।’
২০২০ সালের ডিসেম্বরে চেতন শর্মার নেতৃত্বাধীন নির্বাচক কমিটিকে দায়িত্ব দেওয়ার সময় বিসিসিআইয়ের সুনিদিষ্ট নির্দেশনা ছিল, ‘সিএসি এক বছর পর নির্বাচক কমিটির দায়িত্ব পর্যালোচনা করবে এবং বিসিসিআইয়ের কাছে তাদের কাজ সম্পর্কিত প্রতিবেদন জমা দিবে।’
নতুন কমিটিতে চেতন শর্মার থাকার কথা থাকলেও নতুন নির্বাচক কমিটিতে চেয়ারম্যানের দায়িত্ব পাবেন কি না তা নির্ভর করছে কমিটির বাকি সদস্যদের উপর। কারণ বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী, দেশের সর্বাধিক টেস্ট ম্যাচ খেলা নির্বাচক স্বয়ংক্রিয়ভাবে প্রধান নির্বাচক তথা নির্বাচক কমিটির চেয়ারম্যানের আসন অলংকৃত করবেন।