পাকিস্তান-বাংলাদেশ যুব সিরিজের সূচিতে পরিবর্তন

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের সাথে একটি চার দিনের ম্যাচ খেলতে চলতি মাসেই বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। এই সফরের সূচি চূড়ান্ত হয়েছিলো অনেক আগেই। কিন্তু দেশে করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়াতে চলছে এক সপ্তাহের লকডাউন। আর চলমান এই লকডাউনের কারণে নির্ধারিত সূচিতে এসেছে কিছুটা পরিবর্তন।

করোনা পরিস্তিতি বিবেচনা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) দুই বোর্ড সম্মত হয়েই সূচিতে পরিবর্তন এনেছে। সূচি পরিবর্তন হওয়ার বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে বিসিবি।

নতুন সূচি অনুযায়ী ১৭ এপ্রিল বাংলাদেশের মাটিতে পা রাখবে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। এরপর তিন দিন কোয়ারেন্টাইনে থেকে ২১ ও ২২ এপ্রিল অনুশীলন করার পর সফরের প্রথম ম্যাচে ২৩ এপ্রিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তানের যুবারা। তবে সূচিতে পরিবর্তন আসলেও ভেন্যুতে পরিবর্তন আসেনি।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২৬ এপ্রিল চার দিনের ম্যাচ শেষ হওয়ার পর ৩০ এপ্রিল পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে দুই দল। এরপর একই ভেন্যুতে ২ মে সিরিজের দ্বিতীয় ও ৪ মে সিরিজের তৃতীয় ওয়ানডে খেলার পর ঢাকায় আসবে দুই দলের ক্রিকেটাররা।

ঢাকায় এসে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৭ মে চতুর্থ ওয়ানডে খেলার পর ৯ মে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। পুরাতন সূচি অনুযায়ী ১২ এপ্রিল বাংলাদেশে আসার কথা ছিলো পাকিস্তানের যুবাদের। এবং সিরিজ শুরু হওয়ার কথা ছিলো ১৭ এপ্রিল থেকে।

বাংলাদেশ সফরের জন্য পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দলের স্কোয়াড: আব্বাস আলি, আব্দুল ফাসিহ, আব্দুল ওয়াহিদ বাঙ্গালজাই, ফাহাদ মুনির, মাজ সাদাকাত, মোহাম্মদ ইরফান নিয়াজি, মোহাম্মদ শেহজাদ, কাসিম আকরাম, রিজওয়ান মেহমুদ। হাসিবউল্লাহ, রাজা উল মুস্তফা, আলিয়ান মেহমুদ, আলি আফসান্দ, আরহাম নওয়াব, ফয়সাল আকরাম, আহমেদ খান, আসিম আলি, মুনিব ওয়াসিফ, তাহির হুসাইন ও জিশান জামির।

  • দলের সাথে সাপোর্ট স্টাফ হয়ে যারা আসবেন

ইজাজ আহমেদ (প্রধান কোচ ও ম্যানেজার), ইমরানউল্লাহ (ট্রেনার), রাও ইফতিখার (বোলিং কোচ), মোহতাশিম রাশিদ (ফিল্ডিং কোচ), হাফিজ নাইম (ফিজিওথেরাপিস্ট), অবসরপ্রাপ্ত কর্নেল সাফদার সাইদ (সিকিউরিটি ম্যানেজার), ফয়সাল রাই (অ্যানালিস্ট) ও এমাদ আহমেদ হামিদ (মিডিয়া ম্যানেজার)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link