যে দৃশ্য দেখলে আপনার মন ভরে যেতে বাধ্য!

বাউন্ডারি লাইনের বাইরে দাঁড়িয়ে থাকা এক বল বয় ক্যাচ লুফে নিয়েছিল। তাতেই মুনরোর সঙ্গে তিনি মেতে উঠেছিলেন উদযাপনে। 

বোলার বল করতেই ব্যাটার সজোরে হাঁকালেন ব্যাট, ব্যাটে-বলে টাইমিং মেলায় ফলাফল ছক্কা! কিন্তু যে ফিল্ডারের মাথার উপর দিয়ে ছয় হলো তিনিই উদযাপনে মেতে উঠলেন। রহস্য আর কিছু না, বাউন্ডারি লাইনের বাইরে দাঁড়িয়ে থাকা বল বয় লুফে নিয়েছিলেন ক্যাচ। তাতেই দু’জন মিলে আনন্দ প্রকাশ করলেন খানিকক্ষণ।

অদ্ভুত আর বিস্ময়কর এই ঘটনা ঘটেছে পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। এবং হৃদয় জিতে নেয়া ফিল্ডারের নাম কলিন মুনরো। ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে এবারের পিএসএল খেলছেন তিনি, সবশেষ ম্যাচে পেশোয়ার জালমির মুখোমুখি হয়েছিল তাঁর দল।

এই ম্যাচের শেষদিকে আরিফ ইয়াকুব ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে একটি ছক্কা মারেন। লাফিয়ে উঠেও বলের নাগাল পাননি এই তারকা, তবে লাইনের বাইরে থাকা বল বয় দারুণ ক্ষীপ্রতায় তালুবন্দি করেন বলকে। মাটিতে শুয়ে পড়ে দুর্দান্ত একটা ক্যাচ ধরার অভিজ্ঞতা হলো অচেনা এই বালকের; যদিও ক্যাচ ধরার পর যা হলো সেটি আরো বেশিদিন মনে রাখবেন নিশ্চয়ই।

কলিন মুনরো দৌড়ে এসে জড়িয়ে ধরেছিলেন তাঁকে, এরপর তাঁদের অকৃত্রিম আনন্দের বহিঃপ্রকাশ দেখেছে ক্রিকেট বিশ্ব। স্বাভাবিকভাবেই এই দৃশ্য মুগ্ধ করেছে ক্রিকেটপ্রেমীদের।

এর আগে অবশ্য আরেকটি মজার ঘটনা ঘটেছে, আলোচিত এই বল বয় একটা ক্যাচ ধরতে গিয়ে মিস করেছিলেন। তারপর কিউই ব্যাটার তাঁকে বুঝিয়ে দিয়েছিলেন কিভাবে আরো ভালভাবে ক্যাচ ধরা যায় – কাউকে পরামর্শ দেয়ার পর সাথে সাথেই সেটা কাজে লাগিয়ে সফলতা পেয়েছে সে এমনটা দেখলে যে কেউ নি:সন্দেহে খুশি হবে।

ক্রিকেটকে বলা হয় ভদ্রলোকের খেলা, আর নিউজিল্যান্ডের ক্রিকেটাররা ভদ্রতাকে নিয়ে গিয়েছেন অনন্য উচ্চতায়। কেন উইলিয়ামসন, রস টেইলরদের কেন ভক্ত-সমর্থকেরা এতটা উদার ভাবেন সেই উত্তরটাই আরেকবার মনে করিয়ে দিলেন তাঁদের সতীর্থ কলিন মুনরো।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...