পাকিস্তানের মিডল অর্ডারে কারা খেলবেন বিশ্বকাপে?

মিসবাহর মতে, বেশ কয়েকজন দারুণ ক্রিকেটার রয়েছেন যারা বিশ্বকাপে ব্যাটিং লাইন আপের ভরসা হতে পারেন। 

টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে পাকিস্তানের ক্রিকেটাঙ্গনে। কারা খেলবেন এবারের বিশ্বকাপে, একাদশে জায়গা দেয়া হবে কাদের এমন সব বিষয় নিয়ে আলোচনায় মেতে উঠেছে দলটির ভক্ত সমর্থকেরা। বিশেষ করে ভঙ্গুর মিডল অর্ডারকে শক্তিশালী করতে কোন ব্যাটারদের উপর ভরসা করবে টিম ম্যানেজম্যান্ট সেটিই এখন আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

এসব আলোচনায় অংশ নিয়েছেন সাবেক ক্রিকেটার মিসবাহ উল হক; মিডল অর্ডার নিয়ে নিজের মতামত জানিয়েছেন তিনি। তাঁর মতে, বেশ কয়েকজন দারুণ ক্রিকেটার রয়েছেন যারা বিশ্বকাপে ব্যাটিং লাইনআপের ভরসা হতে পারেন।

স্থানীয় একটি স্পোর্টস চ্যানেলে এই তারকা বলেন, ’আমার মনে যে নামগুলো আসছে তাঁদের সবাই চেনে, জানে। আমি বিশ্বাস করি আঘা সালমানের সামর্থ্য রয়েছে (মিডল অর্ডারে ভাল করার)। এছাড়া আজম খান আছেন, ইফতেখার আহমেদ আছেন, শাদাব খান আছেন। আর ফখর সম্পর্কে আপনাদের আলাদা করে বলার কিছু নেই।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের খুব বেশি বাকি নেই আর, জুন মাসেই শুরু হবে এবারের বিশ্বকাপ আসর। এর আগে মে মাসে জমা দিতে বিশ্বকাপ স্কোয়াড। তাই তো দল গুছানোর তোড়জোড় শুরু হয়েছে পাকিস্তানের ক্রিকেটাঙ্গনে। নিজেদের দুর্বলতা, সবলতা নিয়ে বিশ্লেষণ করছে তাঁরা; সেই বিশ্লেষণ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এরই মাঝে টপ অর্ডারে কিছুটা পরিবর্তন আনার প্রস্তাব দিয়েছেন মিসবাহ। বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান এবং সায়িম আইয়ুব এখন টপ থ্রি-তে ব্যাট করেন; তিনি মূলত রিজওয়ান আর বাবরের মধ্যে ব্যাটিং অর্ডারের পরিবর্তন দেখতে চান।

এই কিংবদন্তি ব্যাটার বলেন, ‘বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান এবং সায়িম আইয়ুব হলো আমাদের উপরের তিন ব্যাটার। আমার মতে, সায়িম বাঁ-হাতি হওয়ায় তাঁর ওপেনার থাকা উচিত। তাহলে আপনি হয় বাবরকে তিন নম্বরে রাখুন বা ওপেনিংয়ে জায়গা দিন। কিংবা রিজওয়ানকে তিন নম্বর বা ওপেনিংয়ে খেলতে দিন। সেক্ষেত্রে ডান বাম কম্বিনেশন ঠিক থাকবে।’

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...