হাতুরুসিংহের মদদেই বিশ্বকাপ দলে জায়গা হয়নি তামিমের

কোচ চান্দিকা হাতুরুসিংহের প্রভাবেই বিশ্বকাপগামী বাংলাদেশ দলে জায়গা হয়নি তামিম ইকবালের।

কোচ চান্দিকা হাতুরুসিংহের প্রভাবেই বিশ্বকাপগামী বাংলাদেশ দলে জায়গা হয়নি তামিম ইকবালের। বিশ্বকাপ ব্যর্থতার কারণ অনুসন্ধানে মূল্যায়ন কমিটির প্রতিবেদনে সেটাই উঠে এসেছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাথে তামিম ইকবালের দূরত্ব তৈরির চেষ্টা করেন চান্দিকা হাতুরুসিংহে। আর সেই চেষ্টায় তিনি সফলও হন। এমনটা জানা গেছে মূল্যায়ন কমিটির দেওয়া প্রতিবেদনে।

আর তামিম ইকবাল বিশ্বকাপে না থাকায় দলের ভারসাম্য নষ্ট হয়েছে বলে মনে করেন দলের একাধিক অভিজ্ঞ ক্রিকেটার। তাঁরা নিজেদের মতামত উপস্থাপন করেন কমিটির কাছে।

অথচ, চান্দিকাকে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশে ফিরিয়ে আনার পেছনে বড় ভূমিকা ছিল তামিম ইকবালের। তার ও খোদ মাশরাফি বিন মুর্তজার পরামর্শে তাঁকে আবারও কোচের দায়িত্ব দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

শুরুতে তামিম-হাতুরু জুটি বেশ জমে ওঠে। সাফল্যও আসে। কিন্তু, কোচের কাছ থেকে বিমাতাসুলভ আচরণ পাওয়া শুরু করেন তামিম। শুধু তাই নয়, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও তামিমের মধ্যে বিভেদ সৃষ্টির পেছনেও ছিলেন লঙ্কান এই কোচ।

পরিস্থিতি বেশি খারাপ হওয়ায় তামিম হুট করে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ চলাকালের অবসরের ঘোষণা দেন। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অবসর ভাঙলেও নেতৃত্ব ছেড়ে দেন তামিম।

কিন্তু, কোচ হাতুরুসিংহে কোনোভাবে চাননি তামিম বিশ্বকাপ খেলুক। আর শেষ অবধি তামিম ইকবাল আদৌ বিশ্বকাপ খেলতে পারেনি। বিশ্বকাপেও সাকিব আল হাসানের নেতৃত্বে ভরাডুবি হয় বাংলাদেশ দলের।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...