বক্সিং ডে টেস্টে কাকে রেখে কাকে খেলাবে ভারত?

সেঞ্চুরিয়নে অপেক্ষা করছে ভারত-দক্ষিণ আফ্রিকা মধ্যকার বক্সিং ডে টেস্ট। বিশ্বকাপের পর সাময়িক ছুটি কাটিয়ে এ টেস্ট দিয়েই ফিরছেন রোহিত আর বিরাট কোহলি। তবে এ দুই ব্যাটার ফিরলেও সম্ভাব্য একাদশ গঠনের প্রক্রিয়ায় মধুর সমস্যায় পড়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। 

সেঞ্চুরিয়নে অপেক্ষা করছে ভারত-দক্ষিণ আফ্রিকা মধ্যকার বক্সিং ডে টেস্ট। বিশ্বকাপের পর সাময়িক ছুটি কাটিয়ে এ টেস্ট দিয়েই ফিরছেন রোহিত আর বিরাট কোহলি। তবে এ দুই ব্যাটার ফিরলেও সম্ভাব্য একাদশ গঠনের প্রক্রিয়ায় মধুর সমস্যায় পড়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। 

এই টেস্টে পাওয়া যাবে না মোহাম্মদ শামিকে। এখন এ পেসারের অভাব পূরণ করবেন কে? প্রসিধ কৃষ্ণা নাকি মুকেশ কুমার? এই দুই পেসারের মধ্যে কাকে বেছে নেওয়া হবে তা নিয়েই দ্বিধান্বিত টিম ম্যানেজমেন্ট। 

এমনিতে লাল বলের ক্রিকেট ও দক্ষিণ আফ্রিকার কন্ডিশন বিবেচনায় মুকেশ কুমার এগিয় থাকছেন সন্দেহাতীতভাবেই। লাল বলের ক্রিকেটে সবচেয়ে অভিজ্ঞ পেসারও বাংলার হয়ে রঞ্জি খেলা এ পেসার। এখন পর্যন্ত ৪০ ম্যাচে ১৫১ উইকেট নিয়েছেন মুকেশ। সেঞ্চুরিয়নের টেস্টে তাই এ পেসারকেই একাদশে দেখার সম্ভাবনা বেশি। 

তবে প্রসিধ কৃষ্ণাকেও বিবেচনার বাইরে রাখা যাচ্ছে না। ২০১৫ সালে রঞ্জিতে অভিষেক হলেও লাল বলের ক্রিকেটে নিয়মিত নন এ পেসার। তবে সম্প্রতি ভারত এ দলের অংশ হয়ে পচেফস্ট্রুমে দক্ষিণ আফ্রিকা এ দলের বিপক্ষে ফাইফার পেয়েছেন এ পেসার৷ দক্ষিণ আফ্রিকা কন্ডিশনে এমন বোলিংয়ের কারণে তাই বক্সিং ডে টেস্টে দেখা গেলেও বিস্ময়ের কিছু নেই। 

ভারতীয় টিম ম্যানেজমেন্টের দ্বিধার জায়গা আরেকটি। লোকেশ রাহুলকে শুধুই ব্যাটার হিসেবে খেলাবে নাকি উইকেটরক্ষক ব্যাটার হিসেবে খেলাবে— তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌছাতে পারেনি ভারত। শুধু ব্যাটার হিসেবে রাহুল খেললে উইকেটের পিছনে দেখা যাবে শ্রীকর ভরতকে। তবে এখনও এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। এমনকি সেঞ্চুরিয়ন টেস্টে সম্ভাব্য একাদশ নিয়ে তেমন কোনো আভাসও মিলেনি। 

প্রসঙ্গত, আগামী ২৬ ডিসেম্বর ২ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারত। 

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...