Social Media

Light
Dark

ধোনিদের শেষ চার নিশ্চিত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজেদের ১১ তম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে ৬ উইকেটে হারিয়ে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। আজকের ম্যাচ জিতে এবারের আসরের প্রথম দল হিসাবে শেষ চার নিশ্চিত করেছে মহেন্দ্র সিং ধোনির দল।

১৩৫ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নামা চেন্নাই সুপার কিংসকে দুর্দান্ত শুরু এনে দেন ঋতুরাজ গায়কোয়াদ ও ফাফ ডু প্লেসিস। উদ্বোধনী জুটিতে দুই ওপেনার সংগ্রহ করেন ৭৫ রান। এই জুটিতেই ম্যাচ পুরোপুরি নিয়ন্ত্রণে নেয় চেন্নাই। ৩৮ বলে ৪৫ রান করে জেসন হোল্ডারের প্রথম শিকার হয়ে গায়কোয়াদ ফিরে ভাঙে এই জুটি।

এরপর উইকেটে এসে ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে পারেননি মঈন আলী। ১৭ বলে ১৭ রান করে রশিদ খানের প্রথম শিকার হয়ে ফিরে যান তিনি। ১০২ রানে ২ উইকেট হারানোর পর চেন্নাইয়ের ইনিংসে জোড়া আঘাত হানেন জেসন হোল্ডার। এই পেসারের মুখোমুখি হওয়া তৃতীয় বলে এলবিডাব্লিউয়ের ফাঁদে পড়েন রায়না।

৩ বলে ২ রান করে রায়না ফিরে যাওয়ার এক বল পরেই ছক্কার চেষ্টায় সিদ্ধার্থ কৌউলের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান প্লেসিস। ৩৬ বলে ৪১ রান আসে এই ওপেনারের ব্যাট থেকে। চেন্নাইয়ের জয়ের জন্য শেষ দুই ওভারে প্রয়োজন ছিল ১৬ রান। মহেন্দ্র সিং ধোনি ও আম্বাতি রায়ডুর ব্যাটে দুই বল হাতে রেখেই জয় নিশ্চিত করে চেন্নাই।

১৩ বলে ১৭ রান করে অপরাজিত থাকেন রাইডু এবং ১১ বলে ১৪ রান করে অপরাজিত থাকেন ধোনি। সানরাইজার্স হায়দ্রাবাদের বোলারদের ভিতর তিনটি উইকেট শিকার করেন জেসন হোল্ডার, আর বাকি উইকেটটি পেয়েছেন রশিদ খান।

এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামা সানরাইজার্স হায়দ্রাবাদের দুই ওপেনার জেসন রয় এবং ঋদ্ধিমান সাহা ধীরগতিতে ইনিংস শুরু করেন। ৩.৩ ওভারের উদ্বোধনী জুটিতে দুই ওপেনার সংগ্রহ করেন মাত্র ২৩ রান। ৭ বলে ২ রান করে জশ হ্যাজেলউডের প্রথম শিকার হয়ে রয় ফিরে গেলে ভাঙে এই জুটি।

এই জুটি ভাঙার পর উইকেটে এসে রানের গতি বাড়াতে পারেননি কেন উইলিয়ামসনও। ১১ বলে ১১ রান করে ডোয়াইন ব্রাভোর দারুণ এক ডেলিভারিতে এলবিডাব্লিউয়ের ফাঁদে পরে ফিরে যান হায়দ্রাবাদের অধিনায়ক। এরপর উইকেটে এসে বেশিক্ষণ থাকতে পারেননি প্রিয়াম গার্গও। ব্রাভোর দ্বিতীয় শিকার হয়ে ১০ বলে ৭ রান করে ফিরে যান তিনি।

৬৬ রানে ৩ উইকেট হারানো হায়দ্রাবাদের রানের গতি বাড়াতে পারেননি উইকেটে থিতু হয়ে যাওয়া সাহাও। বরং এই ওপেনারের মন্থর ব্যাটিংয়ে রানের চাকা থেমে যায় হায়দ্রাবাদের। অস্বস্তিতে ভোগা সাহা আউট হয়ে যান ৪৬ বলে ৪৪ রানের ধীরগতির এক ইনিংস খেলে। ৭৪ রানে ৪ উইকেট হারানোর পর অভিষেক শর্মা ও আবদুল সামাদের ব্যাটে রানের গতি বাড়ে হায়দ্রাবাদের।

তবে হ্যাজলেউডের জোড়া আঘাতে দু’জনের কেউই ইনিংস বড় করতে পারেননি। ১৩ বলে ১৮ রান করে ফিরে যান শর্মা এবং ১৪ বলে ১৮ রান আসে সামাদের ব্যাট থেকে। এরপর শেষের দিকে রশিদ খানের অপরাজিত ১৩ বলে ১৭ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৪ রান সংগ্রহ করে হায়দ্রাবাদ। চেন্নাইয়ের পক্ষে তিনটি উইকেট শিকার করেন হ্যাজলেউড এবং দুটি উইকেট শিকার করেন ব্রাভো।

  • সংক্ষিপ্ত স্কোর

সানরাইজার্স হায়দ্রাবাদ: ১৩৪/৭ (ওভার: ২০; রয়- ২, সাহা- ৪৪, উইলিয়ামসন- ১১, গার্গ- ৭, শর্মা- ১৮, সামাদ- ১৮, রশিদ- ১৭*) (ব্রাভো- ৪-০-২৪-৩, ৪-০-১৭-২, জাদেজা- ৩-০-১৪-১)

চেন্নাই সুপার কিংস: ১৩৮/৪ (ওভার: ১৯.৪; প্লেসিস- ৪১, গায়কোয়াদ- ৪৫, মঈন- ১৭, রায়না- ২, ধোনি- ১৪*, রায়ডু- ১৭*) (হোল্ডার- ৪-০-২৭-৩, রশিদ- ৪-০-২৭-১)

ফলাফল: চেন্নাই সুপার কিংস ৬ উইকেটে জয়ী।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link