মাঠ মাতিয়ে এবার তবে ধোনি গাইলেন গান

সঙ্গীতের বাস সবার মনেই। মহেন্দ্র সিং ধোনির কন্ঠে তা প্রমাণিত হল। নেট দুনিয়া মাতাচ্ছে ধোনির গাওয়া, 'বলে জো কোয়েল' গান।

সঙ্গীতের বসবাস সবার মনেই। মহেন্দ্র সিং ধোনির কন্ঠে তা আবারো প্রমাণিত হল। তিনি গান গাইলেন একটা বিজ্ঞাপনের জন্য। নেট দুনিয়া মাতাচ্ছে ধোনির কণ্ঠে গাওয়া, ‘বলে জো কোয়েল’ গানটি।

দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে চোখ ধাঁধানো ইনিংস খেলার পর আবারো আলোচনায় উঠে এলেন মহেন্দ্র সিং ধোনি। না এবার ক্রিকেট নয়, বরং গান গেয়ে সবার নজর কেড়েছেন ভারতের সাবেক এই অধিনায়ক। সম্প্রতি একটি ই-বাইকের বিজ্ঞাপনে অংশ নেন তিনি। যেখানে তাঁকে গান গাইতে গাইতে একটি ই-বাইক চালাতে দেখা যায়। ধোনির কন্ঠে ফাল্গুনী পাঠকের বিখ্যাত গান, ‘বলে জো কোয়েল’ বেশ জনপ্রিয়তা পাচ্ছে। যেখানে দেখানো হয় যে পাখিরাও তাঁর গাওয়া গানের প্রেমে পড়ে যায়।

পুরনো দিনের গান গাওয়ার জন্য ধোনির বেশ সুখ্যাতি রয়েছে। জাতীয় দলে থাকাকালীন তিনি প্রায়ই ১৯৭৬ সালের বলিউড সিনেমা ‘খাবি খাবি’ থেকে ‘ ম্যা পাল দো পাল কা  শায়ের হু’ গাইতেন। এমনকি তিনি ইন্সটাগ্রামে তাঁর খেলার পুরনো ছবির এ্যালবাম বানিয়ে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন। আর ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে দিয়েছিলেন তাঁর এই প্রিয় গান।

কেউ কেউ আবার দাবী করছে, সাবেক ক্রিকেটারদের ট্রল করার জন্য লেখকরা বিচক্ষণভাবে এই গান ব্যবহার করেছেন। অনেকেই এই বিজ্ঞাপনটিকে এবারের আসরের সেরা বিজ্ঞাপন  হিসেবে আখ্যায়িত করেছেন।

৪২ বছর বয়সী চেন্নাই সুপার কিংসের সাবেক এই অধিনায়ক দিল্লি ক্যাপিটালসের সাথে আবারো  নিজের জাত চিনিয়েছেন। তিনি ১৬ বলে ৪ টি চার এবং ৩ টি ছক্কা দিয়ে সাজিয়েছে তাঁর ৩৬ রানের দুর্দান্ত ইনিংস। যেখানে তাঁর স্ট্রাইক রেট ছিল ২৩১.২৫।

চেন্নাই সুপার কিংস তাঁদের পরবর্তী ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে। তবে দিল্লির সাথে অসাধারণ ইনিংসের পর সাবেক ক্রিকেটাররা ধোনিকে আরো উপরে খেলানোর পরামর্শ দিয়েছেন। আর ধোনির মনমুগ্ধকর সব শট দেখতে মরিয়া হয়ে আছে তাঁর ভক্তরা।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...