টানা বর্ষণে সাময়িক স্থগিত ডিপিএল

দীর্ঘ অপেক্ষার পর গতকাল থেকে শুরু হয়েছে দেশের ঐতিহ্যবাহী ঘরোয়া টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। কিন্তু বৃষ্টির কারণে মাত্র এক রাউন্ড অনুষ্ঠিত হওয়ার পরই সাময়িক স্থগিত ঘোষণা করা হয়েছে এই আসর। আবহাওয়া ঠিক হলে আবার মাঠে গড়াবে এবারের আসর।

টি-টোয়েন্টি ফরম্যাটের প্রিমিয়ার লিগ সাময়িক স্থগিত হওয়ার বিষয়টি খেলা ৭১-কে নিশ্চিত করেছেন ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) সদস্য সচিব আলী হোসেন। তিনি জানিয়েছেন আবহাওয়া ঠিক হলে দুই দিন পর আবার শুরু হবে এই টুর্নামেন্ট।

গতকাল প্রথম রাউন্ডের ছয়টি ম্যাচের চারটির ফলাফল হলেও প্রবল বর্ষণের কারণে আজ দ্বিতীয় রাউন্ড মাঠেই গড়াতে পারেনি। এমন অবস্থায় বাধ্য হয়েই ডিপিএর সাময়িক স্থগিত ঘোষণা করা হয়েছে।

টুর্নামেন্টের প্রথম দিন গতকাল সকালে অনুষ্ঠিত হয়েছে তিনটি ম্যাচ। প্রথম ম্যাচেই জয় পেয়েছে আবাহনী লিমিটেড তবে বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল বাকি দুই ম্যাচ। আর প্রথম রাউন্ডের শেষ তিন ম্যাচে জয় পেয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, মোহামেডান স্পোটিং ক্লাব ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

প্রথম রাউন্ড শেষে রানরেটে এগিয়ে থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে শেখ জামাল ধানমন্ডি ক্লাব, আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোটিং ক্লাব।

টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগের প্রথম দিন সকালেই ব্যাট হাতে আলো ছড়িয়েছিলেন অনূর্ধ্ব- ১৯ বিশ্বকাপ জয়ী ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয়। এছাড়া দায়িত্বশীল ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছিলেন মুশফিকুর রহিম। আর বল হাতে অনবদ্য ছিলেন তাইজুল ইসলাম।

টুর্নামেন্টে নিজের প্রথম ম্যাচেই ব্যাটে বলে উজ্জ্বল ছিলেন মোহামেডানের অধিনায়ক সাকিব আল হাসানও। এছাড়া প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে ম্যাচ জয়ী ঝড়ো ইনিংস খেলেছিলেন তামিম ইকবাল। তবে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ ও সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, নাসির হোসেন ও মোহাম্মদ মিঠুনরা।

সাময়িক স্থগিত হলেও এই দুই দিন জৈব সুরক্ষা বলয়েই থাকবেন ক্লাব গুলোর ক্রিকেটার, কোচিং প্যানেলের সদস্য ও সাপোর্ট স্টাফারের সদস্যরা। রাজধানীর চারটি পাঁচ তারকা হোটেলে রয়েছেন সবাই। হোটেল গুলো হলো আমারি, ওয়েস্টিন, ইন্টারকন্টিনেন্টাল এবং ফোর পয়েন্টস বাই শেরাটন। হোটেলে থাকা ও কোয়ারেন্টাইনে পালন করার সকল দায়ভার নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link