মাউন্ট মঙ্গানুইতে সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিনশেষে বেশ এগিয়েই আছে বাংলাদেশ। ফাস্ট বোলার এবাদত হোসেনের দাপুটে বোলিংয়ে চতুর্থ দিনশেষে মাত্র ১৭ রানে এগিয়ে আছে স্বাগতিক নিউজিল্যান্ড। তাঁর এক স্পেলেই ম্যাচের লাগাম নিজেদের হাতে নিয়েছে বাংলাদেশ দল।
আগের দিনের ৬ উইকেটে ৪০১ রান নিয়ে ব্যাট করতে নেমে চতুর্থ দিনে ৫৭ রান যোগ করতেই ৪৫৮ রানে থামে বাংলাদেশের ইনিংস। সপ্তম উইকেটে ৭৫ রানের জুটির পথে ৪৪৫ রানে ব্যক্তিগত ৪৭ রানে ফিরেন মেহেদী হাসান মিরাজ। এরপরই মাত্র ৮ রানের ব্যবধানে শেষ ৩ উইকেট হারায় সফরকারীরা।
কাইল জেমসনের হাতে শিকার হবার আগে ব্যক্তিগত ২৬ রান করেন ইয়াসির আলী চৌধুরী রাব্বি। নিউজিল্যান্ডের পক্ষে সফল ছিলেন পেসাররা। ট্রেন্ট বোল্ট সর্বোচ্চ চারটি, নিল ওয়াগনার তিনটি ও টিম সাউদি শিকার করেন দুই উইকেট।
১৩০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। ওপেনিং জুটিতে ২৯ রান করতেই তাসকিন আহমেদের আঘাতে বোল্ড হয়ে ফিরেন টম ল্যাথাম। দ্বিতীয় উইকেট জুটিতে উইল ইয়ঙের সাথে ৩৪ রান যোগ করে ব্যক্তিগত ১৩ রানে এবাদত হোসেনের শিকার হন আগের ইনিংসের একমাত্র সেঞ্চুরিয়ন ডেভন কনওয়ে। ৬৩ রানে ২ উইকেট হারিয়ে কিছুটা চাপে তখন ব্ল্যাকক্যাপরা। দ্বিতীয় ইনিংসে তখনো ৬৭ রানে পিছিয়ে স্বাগতিকরা।
এরপর ইয়ঙ ও রস টেলরের ব্যাটে ধীরে ধীরে বড় জুটি গড়তে থাকে নিউজিল্যান্ড। একপ্রান্তে দুর্দান্ত ব্যাটিং করে ইয়ঙ তুলে নেন ব্যক্তিগত ফিফটি। তৃতীয় উইকেট জুটিতে দু’জনে মিলে যোগ করেন ৭৩ রান! আর এই জুটিতেই লিড পায় নিউজিল্যান্ড। স্কোরবোর্ডে নিউজিল্যান্ডের সংগ্রহ তখন ২ উইকেটে ১৩৬ রান। রান আউট, ক্যাচ মিস সহ বেশ কিছু সুযোগ মিসে ম্যাচ তখন ড্র’য়ের দিকেই এগোচ্ছিলো। হটাৎই এবাদতের আঘাতে বিধ্বস্থ নিউজিল্যান্ডের ব্যাটিং শিবির!
২ উইকেটে ১৩৬ থেকে ২ ওভারের ব্যবধানে স্কোরবোর্ডে রান ৫ উইকেটে ১৩৬! এবাদতের স্যুইংয়ে দিশেহারা হয়ে পড়ে ব্ল্যাকক্যাপসরা। উইল ইয়ঙকে ব্যক্তিগত ৬৯ রানে বোল্ড করার পর ২ বল পরই হেনরি নিকোলসকে শূন্য রানেই ফেরান এবাদত।
এক ওভারে ২ উইকেট নিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরান এই পেসার। নিজের পরের ওভারেই টম বান্ডেলকে দুর্দান্ত এক স্যুইংয়ে লেগ বিফোরের ফাঁদে ফেলে নিজের চতুর্থ শিকার বানান এবাদত। হটাৎ নিউজিল্যান্ডের ব্যাটিং বিপর্যয়ে ম্যাচের লাগাম তখন বাংলাদেশের হাতে।
নিউজিল্যান্ডের ঝুলিতে লিড তখন মাত্র ৬ রান! শেষ পর্যন্ত চতুর্থ দিনশেষে ৫ উইকেটে ১৪৭ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ১৭ রানে এগিয়ে আছে স্বাগতিকরা।
- সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড (প্রথম ইনিংস) – ৩২৮/১০ (১০৮.১ ওভার); কনওয়ে ১২২ (২২৭), হেনরি নিকোলস ৭৫ (১২৭), উইল ইয়ঙ ৫২ (১৩৫); শরিফুল ২৬-৭-৬৯-৩, মিরাজ ৩২-৯-৮৬-৩, মুমিনুল ৪.১-০-৬-২
ও দ্বিতীয় ইনিংস – ১৪৭/৫ (৬৩ ওভার); ইয়ঙ ৬৯(১৭২), টেলর ৩৫(৯১)*; এবাদত ১৭-৪-৩৯-৪, তাসকিন ৯-১-২২-১।
বাংলাদেশ (প্রথম ইনিংস) – ৪৫৮/১০ (১৭৬.২ ওভার); মুমিনুল ৮৮ (২৪৪), লিটন ৮৬ (১৭৭), জয় ৭৮ (২২৮), শান্ত ৬৪ (১০৯), মিরাজ ৪৭ (৮৮); বোল্ট ৩৫.২-১১-৮৫-৪, ওয়াগনার ৪০-৯-১০১-৩, সাউদি ৩৮-৪-১১৪-২।