বিশ্বকাপ শেষ এবাদতের

সন্দেহটাই সত্যি হল। বিশ্বকাপ খেলতে পারবেন না এবাদত হোসেন। বাধ্য হয়ে অস্ত্রোপচারই করাতে হয়েছে ডানহাতি এই ফাস্ট বোলারকে।

সন্দেহটাই সত্যি হল। বিশ্বকাপ খেলতে পারবেন না এবাদত হোসেন। বাধ্য হয়ে অস্ত্রোপচারই করাতে হয়েছে ডানহাতি এই ফাস্ট বোলারকে।

অস্ত্রোপচার করালেই ছিটকে যাবেন বিশ্বকাপ থেকে। এবাদত হোসেনের ক্ষেত্রে তেমনটাই জানা গিয়েছিল আগে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি পোস্ট করে নিজের অস্ত্রোপচারের খবর নিশ্চিত করেন এবাদত।

এর অর্থ হল বিশ্বকাপে পাওয়া হাবে না এবাদতের সার্ভিস। তাঁকে ছাড়াই ভারতে খেলতে যাবে বাংলাদেশ দল। এশিয়া কাপ খেলতে এখন শ্রীলঙ্কায় বাংলাদেশ দল। এর আগে এবাদতের ছিটকে যাওয়া বেশ বড় একটা দু:সংবাদই বটে।

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ চলাকালেই এবাদত ইনজুরিতে পড়েন। সফরকারীদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে গত আট জুলাই হাঁটুতে চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন এবাদত। সেই ম্যাচে বল ছাড়ার ঠিক আগে আম্পায়ারের গাজী সোহেলের সঙ্গে হালকা ধাক্কা লাগায় ‘ফ্ল্যাট ফুট ল্যান্ডিং’ করতে বাধ্য হন। যার ফলে, হাঁটুতে চোট পান।

প্রাথমিক পর্যবেক্ষণ শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছিল চোট গুরুতর নয়। তবে, লম্বা সময় বিশ্রামে থাকতে হবে। এশিয়া কাপের ক্যাম্পেই ছিলেন ব্যাথা কাটিয়ে উঠে। তবে, ক্যাম্প চলাকালে আবারও ব্যাথা ফিরে আসে। আর আগস্ট মাসে ইনজুরি জটিল আকার ধারণ করে।

তাঁকে রেখে ১৭ সদস্যের এশিয়া কাপ স্কোয়াড ঘোষণা করা হলেও পরে তাঁকে বাদ দেওয়া হয়। উচ্চতর চিকিৎসার জন্য বিসিবির রিহ্যাব সেন্টারের প্রধান হিসেবে যোগ দেওয়া ফিজিও কাইরন থমাসকে সঙ্গী করে এবাদতকে লন্ডনে পাঠানো হয়। সেখানে অস্থি বিশেষজ্ঞর পরামর্শে অস্ত্রোপচারের সিদ্ধান্তই নেয় বোর্ড।

এর আগে স্থানীয় বিশেষজ্ঞ ও নব নিযুক্ত ফিজিও-ও এবাদতকে অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন। লন্ডনের ডাক্তারও তাই বলেছেন।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...