‘ইংলিশ পাওয়ার’ উড়িয়ে দেবে বাংলাদেশকে!

কিউইদের বিপক্ষে হারের ক্ষতে প্রলেপ দিতে এবার বাংলাদেশের বিপক্ষে নিজেদের সত্যিকারের প্রতাপ দেখাতে চোখ জশ বাটলার শিবিরের। এমনটাই জানালেন দলটির ক্রিকেটার লিয়াম লিভিংস্টোন। 

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তকমা নিয়েও এবারের বিশ্বকাপের শুরুটা মোটেই ভাল হয়নি ইংল্যান্ডের। নিউজিল্যান্ডের কাছে আহমেদাবাদে স্রেফ উড়ে গিয়েছিল থ্রি লায়ন্সরা।

কিউইদের বিপক্ষে সেই হারের ক্ষতে প্রলেপ দিতে এবার বাংলাদেশের বিপক্ষে নিজেদের সত্যিকারের প্রতাপ দেখাতে চোখ জশ বাটলার শিবিরের। এমনটাই জানালেন দলটির ক্রিকেটার লিয়াম লিভিংস্টোন।

যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম ডেইলি মেইলের সঙ্গে আলাপচারিতায় লিভিংস্টোন জানিয়েছেন, ‘একটা ম্যাচ দিয়ে একটা টুর্নামেন্ট বিবেচনা করা যাবে না।আর আমরা হারলেই বেশি আক্রমণাত্বক হয়ে উঠি। মঙ্গলবার বাংলাদেশকে আমরা সেটি দেখাতে চাই।’

আগামী ১০ অক্টোবর ধর্মশালায় নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড। যদিও ধর্মশালার আউট ফিল্ড নিয়ে সমালোচনা হচ্ছে প্রবল। তবে হিমাচল প্রদেশের এই কন্ডিশনে ইংলিশরা ভালো করবে বলেই মনে করেন লিভিংস্টোন। 

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এখানকার বাউন্ডারি ছোট বলেই মনে হচ্ছে। দলে যেমন ব্যাটার আছে, তাতে আমাদের জন্য এই মাঠ হবে আরো ভালো।’

আইপিএল খেলার সুবাদে ধর্মশালায় খেলার অভিজ্ঞতা আছে লিভিংস্টোন, স্যাম কারেন ও জশ বাটলারের। সর্বশেষ আসরেই এ মাঠে দিল্লী ক্যাপিটালসের বিপক্ষে পাঞ্জাব কিংসের হয়ে ৪৮ বলে ৯৪ রানের একটি ঝড়ো ইনিংস খেলেছিলেন লিভিংস্টোন। বাংলাদেশের বিপক্ষে সেই আক্রমণাত্বক ব্যাটিংয়ের পুনরাবৃত্তি ঘটাতে চান এ ব্যাটার।

তিনি বলেন, ‘আমি, স্যাম কারেন এবং জশ বাটলার সবাই এখানে খেলেছি। এই অভিজ্ঞতা অবশ্যই আমাদের সহায়তা করবে। যেহেতু এই মাঠে আমার ভালো স্মৃতি আছে, আমি চাই সেটির পুনরাবৃত্তি ঘটানো। আশা করছি আমরা ভাল করবো।’

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...