পাকিস্তানের হয়ে যেকোনো পজিশনে ব্যাট করতে প্রস্তুত ফখর জামান। ওপেনিংয়ে ব্যাট করে অভ্যস্ত হলেও বৃহত্তর স্বার্থে নিচের দিকে খেলতে রাজি তিনি; এমনকি ফিনিশার ভূমিকা দেয়া হলেও হাসিমুখে সেটা পালন করার চেষ্টা করবেন এমনটাই জানিয়েছেন এই ব্যাটার।
দুয়ারে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর আগে এমনই ভাবনা ফখরের। তিনি মনে করেন, ইম্প্যাক্টফুল পারফরম্যান্স করার যে ক্ষমতা তাঁর রয়েছে সেটার উপর টিম ম্যানেজমেন্ট ভরসা করে। তাই টপ অর্ডারের সবাই ভাল পারফরম করায় মিডল অর্ডার ব্যাটার হিসেবে হলেও তাঁকে একাদশে রাখা হবে।
এই বাঁ-হাতি বলেন, ‘আমি এটাকে স্যাক্রিফাইস হিসেবে দেখি না। টিম ম্যানেজম্যান্ট আমাকে ওপেনিংয়ে যোগ্য মনে না করতে পারে, সেক্ষেত্রে হয়তো তাঁরা বিশ্বাস করে আমি নিচের দিকে ব্যাট করে ম্যাচ ঘুরিয়ে দেয়ার সামর্থ্য রাখি। আমাদের দলে বাবর, রিজওয়ান, সায়িমদের মত পারফরমার আছে; এক্ষেত্রে একাদশে জায়গা পেলেই আমি নিজেকে ভাগ্যবান মনে করব।’
তিনি আরো যোগ করেন, ‘বাবর বা রিজওয়ান যদি তিন নম্বরে নামে তাহলে আমি সম্ভবত চারে ব্যাট করব। আমি এতে খুশি, এমনকি ছয় বা সাত নম্বরে খেলতেও আপত্তি নেই।’
টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ব্যাকআপ ক্রিকেটার তৈরির পরামর্শও দিয়েছেন ফখর। তাঁর মতে, সিনিয়রদের বিশ্রাম দিয়ে তরুণদের সুযোগ দেয়ার এখনি সময়।
তিনি বলেন, ‘আপনাকে বাবর এবং রিজওয়ানদের জন্য ব্যাকআপ তৈরি করতে হবে। তবে তাঁদের জায়গা নেওয়া কঠিন। যেহেতু বিশ্বকাপের আগে আমাদের ১৫ থেকে ২০ ম্যাচ আছে, তাই আমরা নতুন খেলোয়াড়দের সুযোগ দিতে পারি। এবং কিছু ম্যাচে সিনিয়র খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া যেতে পারে।’