পাকিস্তানের জন্য বিরাট ধাক্কা

পাকিস্তান ক্রিকেট দলের জন্য ‘রোড টু দ্য সেমিফাইনাল’ এর পথটা বন্ধুর হতে বন্ধুরতর হতে চলেছে। একেতো সমীকরণের কিঞ্চিৎ সম্ভাবনাই তাঁদের উৎসাহের একমাত্র মাধ্যম ছিল। বহু জটিল হিসেব-নিকেশ যদি দিনশেষে মিলে যেত, তবেই সেমির আশা টিকে থাকত। এই মুহূর্তে সেমিফাইনাল শব্দটিই রীতিমতো দলটির জন্য দু:স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। তবুও বাকী ম্যাচ গুলো জিতে শেষ একটা চেষ্টা দেয়ার স্বপ্ন দেখেছিল তাঁরা।

পাকিস্তান ক্রিকেট দলের জন্য ‘রোড টু দ্য সেমিফাইনাল’ এর পথটা বন্ধুর হতে বন্ধুরতর হতে চলেছে। একে তো সমীকরণের কিঞ্চিৎ সম্ভাবনাই তাঁদের উৎসাহের একমাত্র মাধ্যম ছিল। বহু জটিল হিসেব-নিকেশ যদি দিনশেষে মিলে যেত, তবেই সেমির আশা টিকে থাকত। এই মুহূর্তে সেমিফাইনাল শব্দটিই রীতিমত দলটির জন্য দু:স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। তবুও বাকী ম্যাচ গুলো জিতে শেষ একটা চেষ্টা দেয়ার স্বপ্ন দেখেছিল তাঁরা।

এই মুহুর্তে বিশ্বকাপের আসরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষের ম্যাচটি ম্যান ইন গ্রিনদের জন্য দারুণ গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু সেই ম্যাচের প্রাক্বালে দলটির জন্য দু:সংবাদ হল দলটির বাঁহাতি ব্যাটার ফখর জামান বাদ পড়েছেন। এই টপ অর্ডার ব্যাটার খেলতে পারবেন না গুরুত্বপূর্ণ ম্যাচটি। এমনকি হাঁটুর চোট বাড়তে থাকায় টুর্নামেন্টের বাকি ম্যাচেও তাঁর উপস্থিতি নিয়ে সংশয় দেখা দিয়েছে।

পিসিবির চিফ মেডিকেল অফিসার ডাক্তার নাজীব সুমরো মিডিয়াকে জানিয়েছেন যে ম্যানেজমেন্ট ফখরকে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করার সময়ই ঝুঁকি সম্পর্কে অবগত ছিল। তিনি বলেন, ‘আমরা জানি যে ফখর প্রায় সাত সপ্তাহ আগে এশিয়া কাপে হাঁটুতে চোট পেয়েছিলেন। তবে তিনি অবিশ্বাস্যভাবে সাহসী, আত্মবিশ্বাসী ছিলেন এবং দলে ফিরে আসার জন্য সত্যিই কঠোর পরিশ্রম করেছেন। ব্যাপক পুনর্বাসন প্রক্রিয়া শেষে তিনি ফিরেও এসেছিলেন।’

তিনি আরও বলেন, ‘অবশ্যই যে কোনো হাঁটুর ইনজুরিত থেকে শতভাগ সেরে উঠতে সময় লাগে। ফখর এবং দল টুর্নামেন্টে আসার আগেই ঝুঁকি জানত। তবুও আমরা তাকে টুর্নামেন্টে নিয়ে এসেছি। গত ম্যাচে পারফরম্যান্সের সময় দুর্ভাগ্যবশত তাঁর চোট আরও বেড়ে যায়। আমরা তার স্ক্যান করেছি, তাতে নতুন কোনো চোট দেখা যায়নি। কিন্তু তিনি শতভাগ ফিট নন।’

বিশ্বকাপের আসর শুরুর আগে ফখরকে সেরে ওঠার আগেই দলে নিয়ে যাওয়া হয়েছিল কিনা জানতে চাইলে, পিসিবির ডাক্তার বলেন যে পিসিবির মেডিকেল প্যানেল ফখর জামানকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সেখানে তিনি সমস্ত পরীক্ষায় ভাল করছেন।

তিনি বলেন, ‘আমরা তাঁর ফিরে আসার ঝুঁকি জানতাম। স্পষ্টতই, তিনি দলের জন্য একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। মেডিকেল স্টাফ, প্লেয়ার এবং টিম ম্যানেজমেন্ট এটি সম্পর্কে সচেতন ছিল এবং আমরা তাঁকে তবুও ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছি। যে কোনও খেলায় আপনাকে ঝুঁকি নিতে হবে। কখনও কখনও ঝুঁকি নেয়া সফল হয় আবার কখনও কখনও হয় না। তবে তিনি অত্যন্ত সাহসী ছিলেন এবং আমরা তাকে ফিরিয়ে আনার জন্য কঠোর পরিশ্রম করেছি। এটি দুর্ভাগ্যজনক যে কখনও কখনও আপনার অল্পতেই সমস্যা দেখা দেয়।’

তবে ফখরের পরিবর্তে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে কাকে দেখা যাবে সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। কিন্তু ফখর জামানের না থাকা পাকিস্তান দলের জন্য একটি বড় ধাক্কা বটে।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...