প্রতিটি বিশ্বকাপ আসে নতুনের আগমণ ধ্বনি নিয়ে। তাঁদের পদচারণায় মুখরিত হয়ে উঠে সবুজ গালিচা। নতুনের আগমণের পাশাপাশি বেজে উঠে পুরনোদের প্রস্থানের করুণ সুর। প্রতি আসরের ন্যায় এবারো নিজের শেষ বিশ্বকাপ খেলতে আসছেন বিশ্বসেরা তারকারা। আসুন দেখে নেয়া যাক নিজের শেষ বিশ্বকাপ খেলতে আসা ফুটবল তারকাদের।
- লিওনেল মেসি – আর্জেন্টিনা
২০১৪ বিশ্বকাপে হাতছোঁয়া দূরত্বে থেকে ফিরে আসতে হয়েছিল লিওনেল মেসিকে। টানা তিন ফাইনাল হেরে অবসর নিলেও পরবর্তীতে ফিরে এসেছেন। ফিরেছেন প্রবলভাবেই, শিরোপা খরা কাটিয়ে জাতীয় দলকে জিতিয়েছেন কোপা আমেরিকার শিরোপা।
পিএসজির হয়ে এবারের ক্লাব মৌসুমেও আছেন দারুণ ফর্মে। আর্জেন্টিনাও তাঁর নেতৃত্বে অপরাজিত রয়েছে ৩৬ ম্যাচ ধরে। পরবর্তী বিশ্বকাপের সময় মেসির বয়স দাঁড়াবে ৩৯ বছরে। একারণে এবারের কাতার বিশ্বকাপেই শিরোপা জেতার সেরা এবং শেষ সুযোগ পাবেন মেসি।
- ক্রিশ্চিয়ানো রোনালদো – পর্তুগাল
কাতারে ক্যারিয়ারের পঞ্চম বিশ্বকাপ খেলতে যাচ্ছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। আগামী বিশ্বকাপের সময় তাঁর বয়স হতে যাচ্ছে ৪১ বছর। সুতরাং আশ্চর্যজনক কিছু না ঘটলে এবারের বিশ্বকাপই হতে যাচ্ছে তাঁর শেষ বিশ্বকাপ।
ম্যানচেস্টার ইউনাইটেডে প্রত্যাগমনের পর থেকে সময়টা ভালো না কাটলেও জাতীয় দলের জার্সিতে রোনালদো বরাবরই ভয়ংকর। ২০০৬ বিশ্বকাপের নিজের প্রথম আসরেই চতুর্থ হয়েছিল পর্তুগাল। নিজের শেষ বিশ্বকাপে রোনালদো নিশ্চয়ই চাইবেন পুরনো সাফল্যকে ছাপিয়ে যেতে।
- রবার্ট লেওয়ানডস্কি – পোল্যান্ড
৩৪ বছর বয়সী লেওয়ানডস্কিকে ক্যারিয়ারের পুরোটা সময় থাকতে হয়েছে মেসি-রোনালদোর ছায়ায়। বরুশিয়া ডর্টমুন্ড, বায়ার্ন মিউনিখ থেকে বর্তমানে বার্সেলোনায় খেললেও গোলের বন্যা থামেনি। যেখানেই গিয়েছেন, গোলের পর গোল করে গেছেন।
জাতীয় দলে পোল্যান্ডের সেরা তারকা তিনি, ১৩৪ ম্যাচে ৭৬ গোল করে জাতীয় দলের সর্বোচ্চ গোলদাতা তিনি। কিন্তু বিশ্বকাপে এখনো গোলের খাতা খুলতে পারেননি তিনি। লেওয়ানডস্কি নিশ্চিতভাবেই চাইবেন নিজের বিশ্বকাপে গোল করে রাঙিয়ে রাখতে।
- লুইস সুয়ারেজ – উরুগুয়ে
বিগত দশকের সেরা স্ট্রাইকারদের তালিকার শুরুর দিকেই থাকবেন লুইস সুয়ারেজ। আয়াক্স, লিভারপুল, বার্সেলোনা, অ্যাটলেটিকো মাদ্রিদ হয়ে ক্যারিয়ারের পড়ন্ত বেলায় ফিরে এসেছেন ছোটবেলার ক্লাব ন্যাশিওনালে।
২০১৪ বিশ্বকাপে জর্জিও কিয়েলিনিকে কামড় দিয়ে আলোচনায় আসা সুয়ারেজ ১৩৪ গোল করে উরুগুয়ের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। ৩৫ বছর বয়সী সুয়ারেজ এবারের বিশ্বকাপ খেলেই ফুটবল ক্যারিয়ারের ইতি টানবেন।
- লুকা মড্রিচ – ক্রোয়েশিয়া
৩৭ বছর বয়সী ক্রোয়েশিয়ান মিডফিল্ডার লুকা মড্রিচ যেন পুরনো ওয়াইনের মতো। যত পুরনো হচ্ছেন, ততই যেন খেলার ধার বাড়ছে। রিয়াল মাদ্রিদের হয়ে পাঁচবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পাশাপাশি মেসি-রোনালদোর আধিপত্য ভেঙে ২০১৮ ব্যালন ডি’অর জিতেছিলেন তিনি।
ক্রোয়েশিয়ার মাঝমাঠের পুরোটা জুড়েই আছেন মড্রিচ, তাঁর উপর ভর করেই ২০১৮ বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছিল ক্রোয়াটরা। ফাইনালে ফ্রান্সের সাথে পেরে না উঠলেও সেরা ফুটবলারের খেতাব জিতেছিলেন তিনি। এবার কাতারে নিজের পঞ্চম বিশ্বকাপ খেলতে যাচ্ছেন এই মিডফিল্ডার।
- দানি আলভেস – ব্রাজিল
৩৯ বছর বয়সী দানি আলভেস ব্রাজিল তো বটেই ফুটবল ইতিহাসেরই অন্যতম সেরা রাইটব্যাকদের একজন। বার্সেলোনা, প্যারিস সেইন্ট জার্মেই, সাও পাওলোর হয়ে সমৃদ্ধ এক ক্যারিয়ার কাটানোর পর বর্তমানে খেলছেন মেক্সিকান ক্লাব পুমাসে। এবারের বিশ্বকাপ দিয়েই বর্ণিল এক ক্যারিয়ারের ইতি টানবেন তিনি।
- থমাস মুলার – জার্মানি
বিগত দশক থেকে জার্মানি এবং বায়ার্ন মিউনিখের অবিচ্ছেদ্য অংশ হয়ে রয়েছেন থমাস মুলার। ২০১৮ বিশ্বকাপে ভালো না করলেও তাঁর আগের দুই বিশ্বকাপের করেছেন পাঁচটি করে গোল। ৩৩ বছর বয়সী এই জার্মান ক্যারিয়ারের পড়ন্ত বেলাতেও সমান উজ্জ্বল। কাতারে নিজের চতুর্থ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন এই তারকা।