ফরচুন বরিশাল ইজ ফর সেল

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফরচুন বরিশালের খেলা অনিশ্চিত হয়ে পড়েছে পুরোদমে। অন্তত বর্তমান মালিকানায় তাদের মাঠে দেখা মিলছে না বললেই চলে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফরচুন বরিশালের খেলা অনিশ্চিত হয়ে পড়েছে পুরোদমে। অন্তত বর্তমান মালিকানায় তাদের মাঠে দেখা মিলছে না বললেই চলে। বর্তমান মালিকপক্ষের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে এক বছরে দু’বার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলার মত সামর্থ্য তাঁদের নেই।

পুরোনো ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে রংপুর রাইডার্স ইতিমধ্যে অংশগ্রহণ নিশ্চিত করেছে। তবে চ্যাম্পিয়ন দল ফরচুন বরিশালের ভবিষ্যৎ ঝুলে আছে অনিশ্চয়তার দোলাচলে। শোনা যাচ্ছে, বরিশালের হয়ে নতুন একটি প্রতিষ্ঠান আগ্রহ দেখালেও বর্তমান মালিক মিজানুর রহমান এখনও ইতিবাচক সাড়া দেননি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে যোগাযোগ করা হলেও মিজানুর রহমান স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানাননি। দলের মালিক মিজানুর রহমান জানিয়েছেন, বিপিএল যদি ডিসেম্বরে হয়, তাহলে তাঁরা দল নিতে পারবেন না। এক বছরে দু’বার স্পন্সর পাওয়া কঠিন। আগামী বছর নতুন স্লটে হলে খেলতে কোনো আপত্তি নেই। এই মুহূর্তে তাঁদের পক্ষে বিপিএলের জন্য বাজেট পাওয়া কঠিন।

বিসিবির সিনিয়র সহসভাপতি শাখাওয়াত হোসেন ইতিমধ্যে মিজানুর রহমানের সঙ্গে যোগাযোগ করেছেন। তবে সময়ক্ষেপণ করলে বরিশাল ফ্র্যাঞ্চাইজি হারানোর ঝুঁকি বাড়ছে। বিপিএল গভর্নিং কাউন্সিল চাইছে বরিশালের বিপুল জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে দ্রুত নতুন কোনো প্রতিষ্ঠানের সঙ্গে পাঁচ বছরের চুক্তিতে যেতে। সেক্ষেত্রে নতুন মালিকানায় খেলবে ফরচুন বরিশাল।

লেখক পরিচিতি

সম্পাদক

Share via
Copy link