ল্যাম্পার্ডকে ফিরিয়ে আনছে চেলসি

চেলসির কোচের পদটা যেন হয়ে গেছে মিউজিকাল চেয়ারের মত। আজ পচেত্তিনো তো কাল তিতের সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। লুইস এনরিকে, জুলিয়ান নাগেলসম্যানরাও প্রবলভাবেই ছিলেন আলোচনায়। তবে সর্বশেষ খবর, ক্লাবের কিংবদন্তী ফ্রান্ক ল্যাম্পার্ডকে আবারো কোচ হিসেবে ফিরিয়ে আনতে যাচ্ছে চেলসি।

চেলসির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা এই ইংলিশ ফুটবলার ২০১৯ মৌসুমে প্রথমবার কোচ হিসেবে দায়িত্ব নেন চেলসির। তবে দুই মৌসুম বাজে পারফর্ম করার দায়ে তাকে ২০২১ সালে বরখাস্ত করেছিল চেলসি।

দেড় বছর আগে যাকে বরখাস্ত করেছিল চেলসি সেই ল্যাম্পার্ড কেই আবারো দেখা যাবে চেলসি ডাগআউটে। তবে এবার দায়িত্বটা অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে। আপাতত এই মৌসুমের শেষ পর্যন্ত তাঁর সাথে চুক্তি করতে যাচ্ছে চেলসি। চেলসি থেকে বরখাস্ত হবার পর আরেক ইংলিশ ক্লাব এভারটনের কোচ হিসেবে কাজ করেছেন ল্যাম্পার্ড। চেলসির জার্সি গায়ে ফুটবলার হিসেবে দারুণ সফল হলেও কোচ হিসেবে স্মৃতিটা মোটেও সুখকর নয় ল্যাম্পার্ডের।

গ্রাহাম পটারকে চেলসি বরখাস্ত করার পর থেকে কোচের চেয়ার খালি পড়ে আছে চেলসির। ইংল্যান্ডের বিখ্যাত সংবাদমাধ্যম টাইমস জানিয়েছে, চেলসির দুই মালিক টড বোয়েলি ও বেহদাদ একবালি চেলসির জন্য কোচ খুঁজে বেরাচ্ছেন। মৌসুমের এই মাঝপথে কোচ নিয়োগ দেয়াটা বেশ কঠিন তাদের জন্যও। তাই মৌসুমের শেষ পর্যন্ত অন্তর্বর্তী দায়িত্ব দেয়া হচ্ছে ঘরের ছেলে ল্যাম্পার্ডকে।

মৌসুমের বাকি সময়ের জন্য বেশ কঠিন পরীক্ষা দিতে হবে ল্যাম্পার্ডকে। ইংলিশ লিগে চেলসির অবস্থা ভালো না মোটেও। আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত করাটা এখন অনেক কঠিন চেলসির জন্য। এদিকে আবার এ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে তাদের দিতে হবে অগ্নি পরীক্ষা। চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসের সফলতম দল রিয়ালের বিরুদ্ধে মাঠে নামতে হবে চেলসিকে। কোচ হিসেবে তাই এবারের পরীক্ষাটা আরো বড় চেলসির হয়ে ২১১ গোল করা ল্যাম্পার্ডের।

পটারের বিদায়ের পর চেলসির কোচ হবার আলোচনায় ছিলেন ইউরোপের হেভিওয়েট কোচরাই। এমনকি ব্রাজিলের সাবেক কোচ তিতেও আগ্রহ প্রকাশ করেছিলেন চেলসির কোচ হতে। স্পেন ও বার্সেলোনার সাবেক কোচ লুইস এনরিকে তো লন্ডনে এসে চেলসি ম্যানেজমেন্টের সাথে কথাও বলে গেছেন। তবে কারো সম্ভাবনাই এখনো শেষ হয়ে যায়নি। সামনের মৌসুমের জন্য নতুন কোচ খোঁজার কাজ চালিয়ে যেতে থাকবে চেলসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link