আইপিএল মঞ্চের বুড়োরা

টি-টোয়েন্টিকে বলা হয় অভিজ্ঞদের খেলা। সাম্প্রতিক সময়ে তরুণরা প্রাধান্য বিস্তার করলেও ম্যাচের ফলাফল গড়ে দেন অভিজ্ঞরাই। তাঁদের অভিজ্ঞতা এবং পরিণত ক্রিকেট মূহুর্তের মাঝে বদলে দিতে পারে ম্যাচের চিত্রনাট্য। আইপিএলের দলগুলোও তাই নিলামের আগে মুখিয়ে থাকে অভিজ্ঞ ক্রিকেটারদের দলে ভেড়াতে।

টি-টোয়েন্টিকে বলা হয় অভিজ্ঞদের খেলা। সাম্প্রতিক সময়ে তরুণরা প্রাধান্য বিস্তার করলেও ম্যাচের ফলাফল গড়ে দেন অভিজ্ঞরাই। তাঁদের অভিজ্ঞতা এবং পরিণত ক্রিকেট মূহুর্তের মাঝে বদলে দিতে পারে ম্যাচের চিত্রনাট্য। আইপিএলের দলগুলোও তাই নিলামের আগে মুখিয়ে থাকে অভিজ্ঞ ক্রিকেটারদের দলে ভেড়াতে। আসুন দেখে নেয়া যাক, এবারের মৌসুমে আইপিএলের পাঁচ বয়স্ক ক্রিকেটারকে।

  • মহেন্দ্র সিং ধোনি- ৪১ বছর (চেন্নাই সুপার কিংস)

আইপিএলে চেন্নাই সুপার কিংস এবং মহেন্দ্র সিং ধোনি যেন একে অন্যের পরিপূরক। ভারতকে বিশ্বকাপ জেতানো এই অধিনায়ক চেন্নাইকে আইপিএলের শিরোপা জিতিয়েছেন চারবার। 

২০০৮ সালে প্রথম আসর থেকেই চেন্নাইয়ের সাথে গাঁটছড়া ধোনির। মাঝে অবশ্য চেন্নাই নিষিদ্ধ থাকায় দুই আসর খেলেছিলেন রাইজিং পুনে সুপারজায়ান্টসের হয়ে। আইপিএলে ২৩৪ ম্যাচ খেলে ধোনির সংগ্রহ ৪৯৭৮ রান। 

  • অমিত মিশ্র- ৪০ বছর (লখনৌ সুপার জায়ান্টস)

ভারত জাতীয় দলের সাবেক লেগস্পিনার অমিত মিশ্র এবারের আইপিএলে মাঠে নামবেন লখনৌ সুপার জায়ান্টসের হয়ে। লেগস্পিনের ঘূর্ণিতে আইপিএলে ১৬৬ উইকেট শিকার করেছেন এই তারকা। 

আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় শীর্ষে থাকা ডোয়াইন ব্রাভোর চাইতে মাত্র ১৭ উইকেট পিছিয়ে আছেন এই তারকা। মিশ্র চাইবেন এবারের মৌসুমেই রেকর্ডটা নিজের করে নিতে। 

  • ফাফ ডু প্লেসি- ৩৮ বছর (রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু)

বিরাট কোহলির উত্তরসূরি অধিনায়ক হিসেবে গত মৌসুমেই ফাফ ডু প্লেসিকে বেছে নিয়েছিল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। প্রোটিয়া এই ব্যাটসম্যান ব্যাট হাতেই আস্থার প্রতিদান দিয়েছেন দলটির। 

এবারের মৌসুমেও রানের জন্য তাঁর দিকেই তাকিয়ে থাকবে দলটি। এখনো পর্যন্ত আইপিএলে ১১৬ ম্যাচে ৩৪.৩৭ গড় এবং ১৩০.৩৮ স্ট্রাইকরেটে ৩৪০৩ রান করেন এই তারকা। 

  • ঋদ্ধিমান সাহা- ৩৮ বছর (গুজরাট টাইটান্স)

ভারত জাতীয় দলে ব্রাত্য হয়ে পড়লেও এখনো আইপিএলে সমান জনপ্রিয় উইকেটকিপার ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা। গতবার গুজরাট টাইটান্সের শিরোপা জয়ের মিশনে ইনিংস উদ্বোধন করতে নেমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সাহা। এবারের মৌসুমেও গুজরাটের হয়ে খেলবেন তিনি। 

এখনো পর্যন্ত ১৪৪ ম্যাচ খেলে সাহার সংগ্রহ ২৪২৭ রান। গুজরাটের হয়ে খেলার আগে কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস, পাঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে মাঠে নামেন তিনি। 

  • দীনেশ কার্তিক- ৩৭ বছর (রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু)  

ক্যারিয়ারের শেষবেলায় ব্যাট হাতে জ্বলে উঠেছেন উইকেটকিপার ব্যাটসম্যান দীনেশ কার্তিক। গত মৌসুমের ন্যায় এবারও রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে মাঠে নামবেন তিনি। 

এখনো পর্যন্ত আইপিএলে ২৩০ ম্যাচ খেলে ২৬.৬৮ গড় এবং ১৩২.৫৩ স্ট্রাইকরেটে ৪৩৭৬ রান করেন কার্তিক। এর আগে মুম্বাই ইন্ডিয়ান্স, পাঞ্জাব কিংস, গুজরাট লায়ন্স এবং কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠে নামেন তিনি। 

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...