ভারতের ভবিষ্যৎ অধিনায়ক

একজন অধিনায়ক পারেন পুরো দলকে একটা সুতোয় বাঁধতে। পারেন দলের ভিতর থেকে সেরাটা বের করে আনতে। ক্রিকেটে একজন ভালো অধিনায়ক পুরো দলের চেহারাই বদলে দিতে পারে। ভারতের ক্রিকেটেও এসেছে এমন কয়েকজন অধিনায়ক। যারা দেশটির ক্রিকেটকে নিয়ে গিয়েছেন অনন্য উচ্চতায়। কাপিল দেব থেকে শুরু করে সৌরভ গাঙ্গুলি কিংবা মহেন্দ্র সিং ধোনিরা দেশটির ক্রিকেটকে নেতৃত্ব দিয়ে দারুণ সব অর্জন এনে দিয়েছেন।

এই মুহূর্তে ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব করছেন রোহিত শর্মা। এছাড়া বাকি দুই ফরম্যাটে দলটিকে নেতৃত্ব দিচ্ছেন বিরাট কোহলি। তবে প্রায়ই প্রশ্ন আসে ভারত কী তাঁদের পরবর্তী অধিনায়ক তৈরি করতে পারছে কিনা। ভারতের সামনে অপশন একেবারে যে নেই সেটা ঠিক না। আইপিএলে অনেক তরুণ ক্রিকেটারই তাঁদের অধিনায়কত্ব দেখিয়ে মুগ্ধ করছেন। ভবিষ্যতে ভারতের অধিনায়ক হতে পারেন এমন তরুণ ক্রিকেটারদের নিয়েই এই তালিকা।

  • ঋষাভ পান্ত

তিন ফরম্যাটেই উইকেটের পিছনে এখন ভারতের ভরসার নাম ঋষাভ পান্ত। ব্যাট হাতেও দারুণ কার্যকর তরুণ এই ক্রিকেটার। আইপিএলেও নিয়মিত পারফর্মার তিনি। তরুণদের মধ্যে ভারতের সবচেয়ে সম্ভাবনাময় ভাবা হয় ঋষাভ পান্তকেই। ফলে ভবিষ্যতের অধিনায়কের পরিকল্পনায় থাকতেই পারেন তিনি।

আইপিএলে এবছর দিল্লি ক্যাপিটালকে নেতৃত্ব দিয়েছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। তাঁর নেতৃত্বে প্রথম দল হয়ে গ্রুপ পর্ব শেষ করেছিল দিল্লি। ফলে আগামীবছরও দিল্লির অধিনায়ক হিসেবে তাকেই দেখা যাওয়ার কথা। এভাবেই হয়তো ভারতের নেতৃত্ব নেয়ার জন্য প্রস্তুত হবেন ঋষাভ পান্ত।

  • শ্রেয়াস আইয়ার

শ্রেয়াস আইয়ার এখনই তাঁর নেতৃত্বগুনের জন্য পরিচিত। ঘরোয়া ক্রিকেটে বিভন্ন দলকে নেতৃত্ব দিয়ে নিজেকে তৈরি করেছেন তিনি। এছাড়া আইপিএলেও দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দিয়েছেন তরুণ এই ক্রিকেটার।

২০১৮ সালে গৌতম গম্ভীরের কাছ থেকে অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছিলেন তিনি। তারপ্র ২০১৯ ও ২০২০ সালে তাঁর নেতৃত্বেই প্লে অফ খেলে দিল্লি। তবে ২০২১ সালে ইনজুরির কারণে খেলতে পারেননি তিনি। তবে অধিনায়ক হওয়ার মত সব গুনই যে তাঁর আছে সে বিষয়ে কোন সংশয় নেই।

  • পৃথ্বী শ

অনেক আগে থেকে পৃথ্বী শ কে নিয়ে পরিকল্পনা করেছে ভারতের ক্রিকেট। ভাবা হতো ভারতের ক্রিকেটকে এক নতুন দুয়ারে নিয়ে যাবেন এই ব্যাটসম্যান। তাঁকে নিয়ে এখনো বড় স্বপ্নই দেখে ভারতের ক্রিকেট। যদিও আন্তর্জাতিক ক্রিকেটে এখনো সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি এই ক্রিকেটার।

তবে তাঁর অধিনায়কত্ব নিয়েও প্রশ্ংসা কম হয় না। তাঁর নেতৃত্বে ২০১৮ সালে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল ভারত। এছাড়া ভারতের হয়ে এখন অবধি ৫ টেস্ট ও ৬ টি ওয়ানডে ম্যাচ খেলেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাট হাতে রান পেলে হয়তো অধিনায়কত্বের দায়িত্বটাও নিতে পারবেন তিনি।

  • শুভমান গিল

ভারতের ক্রিকেটে এখন সবচেয়ে প্রশংসীত নামগুলোর একটি শুভমান  গিল। তাঁর নেতৃত্ব গুনও অনন্য। ঘরোয়া ক্রিকেটে মোটামুটি সব ধরনের ক্রিকেটেই নেতৃত্ব দিয়েছেন তিনি। নিজের রাজ্য দল পাঞ্জাবের অধিনায়কত্ব করেছেন তিনি।

এছাড়া আইপিএলে কলকাতা নাইটা রাইডার্সের হয়ে খেলছেন তিনি। ২০২২ সালে দলটির নেতৃত্ব তাঁকে দেখা যাওয়ার গুঞ্জনও শোনা যায়। মাত্র ২২ বছর বয়সেই ভারতের ক্রিকেটকে স্বপ্ন দেখাচ্ছেন এই ক্রিকেটার।

  • রুতুরাজ গায়কোয়াড়

এবছরের আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খুব বেশি সুযোগ পাননি রুতুরাজ গায়কোয়াড়। তবে তাতেই নিজের সক্ষমতার জানান দিয়েছেন এই ব্যাটসম্যান। চেন্নাইকে শিরোপা জিততে সাহায্য করেছেন তিনি। এবারের আইপিএলের সর্বোচ্চ রান স্কোরারও ছিলেন তিনি। মাত্র ১৬ ম্যাচে করেছিলেন ৬৩৫ রান।

এখন ভারত দলেও ডাক পেয়েছেন এই ক্রিকেটার। ভারত নিশ্চয়ই আগামী ২-৩ বছর তাঁকে নিয়মিত দলে রাখার পরিকল্পনাই করবে। তিনি ক্লিক করে গেলে অধিনায়ক হিসেবে দেখা গেলেও অবাক হওয়ার কিছু থাকবেনা।

লেখক পরিচিতি

আমার ডায়েরির প্রতিটা পৃষ্ঠাই আমার বাইশ গজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link