Social Media

Light
Dark

ভারতের সম্ভাব্য ভবিষ্যৎ অধিনায়ক

তোমার হলো শুরু, আমার হলো সারা- তোমায় আমায় মিলে এমনি বহে ধারা। বাইশ গজের ক্রিকেটে ধারাপ্রবাহটা ঠিক এমনই। মধ্যগগণ পেরিয়ে গোধূলি লগ্ন আসবে। এরপরেই প্রস্থান। ভারতের অধিনায়ক রোহিত শর্মার বয়স এখন ৩৫ পেরিয়ে ৩৬ এ পা দিয়েছে। বয়সের ভারে কিংবা প্রথাগত নিয়মে, তিনিও একদিন বিদায় জানাবেন। তাঁর জায়গায় নেতৃত্বে আসবেন আরেকজন। এভাবে ক্রমবর্ধমান গতিতে চলতে থাকবে এ রীতি।

আগামী এক দশকে ভারতের নেতৃত্বে আসতে পারেন কারা? এমন একটা সম্ভাবনার অঙ্ক কষা বেশ কঠিন ব্যাপার। অবশ্য বর্তমান দলের সম্ভবনাময় তরুণদের ধরলে একটা ছোটখাটো তালিকা ঠিকই দাঁড় করানো যায়। চলুন ভারতের সেই সম্ভাব্য দলপতিদেরই দেখে নেওয়া যাক।

  • শুভমান গিল

ভারতের এই দলটার মধ্যে সবচেয়ে তরুণ ক্রিকেটারদের মধ্যে অন্যতম তিনি । সময়ের সাথে ভারতের হয়ে তিন ফরম্যাটেই নিজের জায়গা থিতু করেছেন। সর্বশেষ আহমেদাবাদ টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি সেঞ্চুরি পেয়েছেন। আর সাদা বলের ক্রিকেটে তো রয়েছেন ক্যারিয়ারের সেরা ফর্মে।

এই বছরেই নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ক্রিকেট ইতিহাসের কনিষ্ঠতম ব্যাটার হিসেবে ডাবল সেঞ্চুরির কীর্তি গড়েছেন। ওয়ানডের পাশাপাশি টি-টোয়েন্টি ক্রিকেটেও রয়েছেন দারুণ ছন্দে। সেই কিউদের বিপক্ষেই পেয়েছেন সেঞ্চুরি। সব মিলিয়ে এই মুহূর্তে ভারতের ভবিষ্যৎ তারকা হিসেবে বিবেচনা করা হচ্ছে তাঁকে। ধারণা করা হচ্ছে, এমন ফর্ম আগামী কয়েক বছরে অব্যাহত থাকলে অচিরেই শুভমান গিলের কাঁধে আসতে পারে ভারতীয় দলের নেতৃত্বের দায়িত্ব।

  • ঋষাভ পান্ত 

২৫ বছর বয়সী এ তরুণ উইকেট রক্ষক ব্যাটার এর মধ্যেই আইপিএলের দল দিল্লী ক্যাপিটালসের নেতৃত্বের ভার সামলেছেন। ধোনির স্থলাভিষিক্ত হয়ে জাতীয় দলে এসেছিলেন। লাল বলের ক্রিকেটে দারুণ ছন্দও ধরে রেখেছিলেন তিনি। তবে এর মাঝেই ঘটলো বিপত্তি। গত বছরের শেষ দিকে গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে এখনও পুনর্বাসন প্রক্রিয়ার মাঝে আছেন তিনি।

সহসাই দলে ফেরা হচ্ছে না তাঁর। আসন্ন ওয়ানডে বিশ্বকাপে খেলতে পারবেন কিনা তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। তারপরও ভারতের ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে বিবেচনা করা হয় তাঁকে। ইনজুরি থেকে ফিরে এসে পুরনো ছন্দ ধরে রাখতে পারলে সেই সম্ভবনা আরো তীব্রই হবে। অন্তত লাল বলের ক্রিকেটের নেতৃত্বে পান্তকে দেখা যেতেই পারে।

  • ইশান কিষাণ

দলে এখনও জায়গা থিতু করতে পারেননি। কিন্তু যখনই সুযোগ পাচ্ছেন, নিজেকে মেলে ধরছেন। বাংলাদেশের বিপক্ষে নিজের শেষ সিরিজে একটি মাত্র ম্যাচে সুযোগ পেয়েছিলেন। আর সে ম্যাচেই ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন এ বাঁ-হাতি ব্যাটার।

নিজের ছন্দ ধরে রাখলে রোহিত শর্মার পর ভারতের উদ্বোধনী জুটি সামলানোর দায়িত্বটা তাঁর কাঁধেই পড়বে। আর সেই ধারাবাহিকতায় ভারতের ভবিষ্যৎ অধিনায়ক হওয়ার দৌড়ে থাকবেন ইশান কিষাণ।

  • পৃথ্বী শ

এই মুহূর্তে দলের আশে পাশেও নেই পৃথ্বীশ। তবে দারুণ প্রতিভাবান ব্যাটারের সুযোগ মিলতে পারে শীঘ্রই। ইশান কিষাণের মতোই রোহিত পরবর্তী যুগে ওপেনিংয়ে জায়গা হতে পারে ২৩ বছর বয়সী এ ব্যাটারের।

ভারতের হয়ে অবশ্য ক্যারিয়ারের শুরুটা ভালই করেছিলেন পৃথ্বী শ। অভিষেক টেস্টেই তুলে নিয়েছিলেন সেঞ্চুরি। এরপর সুযোগ পেয়েছেন কম। এখন পর্যন্ত ভারতের হয়ে মাত্র ৫ টি টেস্ট,  ৬ টি ওয়ানডে আর ১ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। মূলত অফফর্মই তাঁকে সে সুযোগ পেতে দেয়নি।

তবে ঘরোয়া ক্রিকেটে রীতিমত রানের ফোয়ারা ছোটান তিনি। তাই জাতীয় দলের রাডার থেকে একেবারে বিচ্যুতি ঘটেনি তাঁর। দলভূক্ত হতে পারেন যে কোনো সময়েই। সে যাত্রায় ফর্ম দিয়ে দলে আধিপত্য বিস্তার করতে পারলে অধিনায়ক হওয়ার সুযোগও থাকছেন তাঁর সামনে।

  • হার্দিক পান্ডিয়া

এই তালিকায় হার্দিয়া পান্ডিয়াই একমাত্র, যিনি তরুণ নয়। বয়স প্রায় ৩০-এ গিয়ে ঠেকেছে। ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট যাত্রাটাও প্রায় ৭ বছর হতে চলল। খুব সম্ভবত, রোহিত শর্মার পর ওয়ানডে অধিনায়ত্বটা তিনিই পেতে যাচ্ছেন। এই মুহূর্তে ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক তিনি।

অধিনায়ক হিসেবে এখন পর্যন্ত বেশ সফল হার্দিক। গতবারের আইপিএলে নতুন দল গুজরাট লায়ন্সের নেতৃত্ব নিয়েই জিতিয়েছেন শিরোপা। এরপর ভারতের টি-টোয়েন্টি দলও সামলাচ্ছেন দারুণ দক্ষতায়। সব মিলিয়ে ভারতের ভবিষ্যৎ সাদা বলের অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে থাকবেন পান্ডিয়া।

লেখক পরিচিতি

বাইশ গজ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করার চেষ্টা করি...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link