ক্ষয়ে যাওয়া পুরনো প্রেমের গল্প

এমন দলবদলের মধ্যে ছিল পান্তের রেকর্ড ২৭ কোটি রুপিতে লখনৌ সুপার জায়ান্টসে যোগদান কিংবা ভুবনেশ্বর কুমারের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে প্রত্যাবর্তন। চলুন দেখে আসা যাক সেই সকল শীর্ষ খেলোয়াড়দের, যারা দীর্ঘদিনের সম্পর্কের অবসান ঘটিয়ে দল পরিবর্তন করেছেন।

জেদ্দায় হয়ে গেলো ২০২৫ আইপিএলের মেগা নিলাম, কাড়ি কাড়ি টাকা ঢেলে পছন্দের খেলোয়াড়কে দলে ভিড়িয়েছে ফ্রাঞ্চাইজিগুলো। আর এর ফলে বহু আইকনিক সম্পর্কের সমাপ্তি ঘটে। ভুবনেশ্বর কুমার, ঋষাভ পান্ত এবং জস বাটলারের মতো তারকারা নিজেদের পুরনো সম্পর্ক ভেঙে নতুন সম্পর্ক শুরু করতে যাচ্ছেন।

এমন দলবদলের মধ্যে ছিল পান্তের রেকর্ড ২৭ কোটি রুপিতে লখনৌ সুপার জায়ান্টসে যোগদান কিংবা ভুবনেশ্বর কুমারের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে প্রত্যাবর্তন। চলুন দেখে আসা যাক সেই সকল শীর্ষ খেলোয়াড়দের, যারা দীর্ঘদিনের সম্পর্কের অবসান ঘটিয়ে দল পরিবর্তন করেছেন।

  • ভূবনেশ্বর কুমার (সানরাইজার্স হায়দ্রাবাদে ১১ বছর)

সানরাইজার্স হায়দ্রাবাদের সর্বকালের সেরা উইকেট শিকারি ভুবনেশ্বর কুমার ১১ বছরের সম্পর্ক শেষ করেছেন। ২০১৪ সালে হায়দ্রাবাদে যোগ দেওয়া এই পেসার এবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে ১০.৭৫ কোটি রুপির বিনিময়ে যোগ দিয়েছেন। তিনি তাঁর আইপিএল ক্যারিয়ারের শুরুটাও করেছিলেন ব্যাঙ্গালুরুর হাত ধরে।

  • ঋষাভ পান্ত (দিল্লী ক্যাপিটালসে ৯ বছর)

দিল্লি ক্যাপিটালসের সাবেক ক্যাপ্টেন ঋষাভ পান্ত আইপিএল ইতিহাসে সবচেয়ে দামী খেলোয়াড় বনে গিয়েছেন। লখনৌ সুপার জায়ান্টস তাঁকে রেকর্ড ২৭ কোটি রুপির বিনিময়ে কিনে নিয়েছে। এর আগে দিল্লির শিবিরে নয় বছর কাটিয়েছেন তিনি। আশা করা যায় যে, লখনৌ এবার তাঁর নেতৃত্বেই খেলবে। অন্যদিলে লোকেশ রাহুল আবার ১৪ কোটি রুপি মূল্যে লখনৌ থেকে দিল্লিতে পাড়ি জমিয়েছেন।

 

  • ইশান কিষান (মুম্বাই ইন্ডিয়ানসে ৭ বছর)

মুম্বাই ইন্ডিয়ানস সাত বছর পর উইকেটকিপার-ব্যাটসম্যান ঈশান কিষাণকে বিদায় জানিয়েছে। এখন পর্যন্ত ২,৬৪৪ আইপিএল রান সংগ্রহ করেছেন এই ব্যাটার। সেজন্যই সানরাইজার্স হায়দরাবাদ ১১.২৫ কোটি রুপির বিনিময়ে তাঁকে দলে ভিড়িয়েছে।

 

  • মোহাম্মদ সিরাজ (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে ৭ বছর)

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর পেসার মোহাম্মদ সিরাজ তাদের বোলিং আক্রমণের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন। কিন্তু এবার আর সেটা দেখা যাবে, আগামী আইপএলের জন্য ১২.২৫ কোটি রুপিতে গুজরাট টাইটান্সে যোগ দিয়েছেন তিনি। সবমিলিয়ে ৯৩ উইকেট ঝুলিতে নিয়ে ব্যাঙ্গালুরু থেকে বিদায় নিচ্ছেন এই পেসার।

 

  • জস বাটলার (রাজস্থান রয়্যালসে ৭ বছর)

ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান জস বাটলার রাজস্থান রয়্যালসের ব্যাটিং লাইনআপের অবিচ্ছেদ্য অংশ ছিলেন। কিন্তু এবার তিনি গুজরাট টাইটান্সের হয়ে খেলবেন। তাকে ১৫.৭৫ কোটি রুপি দিয়ে কিনেছে গুজরাট।

 

 

  • দীপাক চাহার (চেন্নাই সুপার কিংসে ৭ বছর)

দীপাক চাহার চেন্নাই সুপার কিংসের সাথে সাত বছরের সম্পর্ক শেষ করেছেন। ৯.২৫ কোটি রুপিতে মুম্বাই ইন্ডিয়ানসে যোগ দিয়েছেন তিনি।

 

  • নিতীশ রানা (কলকাতা নাইট রাইডার্সে ৭ বছর)

অলরাউন্ডার নিতীশ রানা, কলকাতা নাইট রাইডার্সে খেলেছেন সাত মৌসুম। তবে এবার নিলামে কলকাতা নাইট রাইডার্স আগ্রহ দেখায়নি তাঁর জন্য; বরং ৪.২ কোটি রুপির বিনিময়ে রাজস্থান রয়্যালস কিনে নিয়েছে তাঁকে।

 

 

  • মিচেল সান্টনার (চেন্নাই সুপার কিংসে ৭ বছর)

নিউজিল্যান্ডের স্পিনার মিচেল সান্টনার। তিনি চেন্নাই সুপার কিংসের সঙ্গে ছিলেন অনেকটা সময়, যদিও ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন অনেক কম। আর আগামী আইপিএলে তাঁকে দেখা যাবে মুম্বাই ইন্ডিয়ানসের ড্রেসিংরুমে।

Share via
Copy link