উরুগুয়ের কোরিয়ান হতাশা

দক্ষিণ কোরিয়া ২০ বছর আগে তাদের নিজের দেশে আয়োজিত বিশ্বকাপে সেমিফাইনালে উঠেছিল। গত বিশ্বকাপে হারিয়েছিল জার্মানিকে, ছিটকে ফেলেছিল প্রথম পর্ব থেকে। সেই ভাল খেলার রেশটা তাঁরা কাতারেও রাখল। রুখে দিল উরুগুয়ে, বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে। গোলশূন্য ড্র-তে পয়েন্ট ভাগাভাগি করে নিল দু’দল।

ম্যাচ গোলশূন্য হলেও, ম্যাচে উত্তেজনার রসদ ছিল অনেক। দু’দলই আক্রমণ আর পাল্টা আক্রমণ করে ব্যস্ত রাখে রক্ষণভাগকে। অচলায়তন ভাঙতে পারত। ভাঙেনি ফিনিশিংয়ের ব্যর্থতায়। আবার দু’দলেরই বেশ কয়েকটা শট গোল বারে লেগে ফেরত আসে। সেখানেও ভাগ্যকে দুষতেই পারে দু’দল।

অন্যদিকে উরুগুয়ে দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন দল। যদিও, সেই বিশ্বকাপ দু’টো অনেক আগে জিতলেও এখনকার উরুগুয়ে দলটাও বেশ শক্তিশালী। দলে ডারউইন নুনেজ, ফেদেরিকো ভালভার্দের মত তরুণ ছাড়াও আছেন অভিজ্ঞ লুইস সুয়ারেজ কিংবা এডিনসন কাভানিরা। আছেন ডিয়েগো গডিনও। নিয়মিতই বড় আসরগুলোতে লড়াই করে তাঁরা।  গতবারও বিশ্বকাপে খেলেছে কোয়ার্টার ফাইনালে।

এরপর মঙ্গলবার ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালের বিরুদ্ধে নামবে উরুগুয়ে। তাই আজ জিতে তিন পয়েন্টের সঙ্গে মনোবল বাড়িয়ে রাখার চ্যালেঞ্জটা ছিল দু’বারের বিশ্ব চ্যাম্পিয়নদের কাছে। কিন্তু ড্র করে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হল তাঁদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link