হ্যারি ব্রুক, বাজবল ক্রিকেটের বাহক

ক্রাইস্টচার্চে সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের। ৭১ রানেই চার উইকেট হারিয়ে বসে তারা। তবে এরপরেই অলি পোপকে নিয়েই ইংল্যান্ডকে ম্যাচ ফেরান ব্রুক। নিউজিল্যান্ডের পেসারদের কচুকাটা করে টি-টোয়েন্টি স্টাইলেই যেন তুলে নিলেন সেঞ্চুরি।

হ্যারি ব্রুক – ইংলিশ ক্রিকেটের নতুন সূর্য। বয়সটা মোটে ২৫, টগবগে রক্তের গরমেই যেন ব্যাটটাকে ভাবেন তরবারি। কচুকাটা করেন প্রতিপক্ষের নামি-দামি বোলারদের। এবার তান্ডব চালালেন নিউজিল্যান্ডের বিপক্ষে। চলতি টেস্টের দ্বিতীয় দিন শেষে অপরাজিত আছেন ১৩২ রানে।

ক্রাইস্টচার্চে সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের। ৭১ রানেই চার উইকেট হারিয়ে বসে তারা। তবে এরপরেই অলি পোপকে নিয়েই ইংল্যান্ডকে ম্যাচ ফেরান ব্রুক। নিউজিল্যান্ডের পেসারদের কচুকাটা করে টি-টোয়েন্টি স্টাইলেই যেন তুলে নিলেন সেঞ্চুরি।

দ্বিতীয় দিনশেষে মাত্র ২৯ রানে পিছিয়ে আছে ইংলিশরা। ১৬৩ বলে ১০ টা চার আর দুই ছক্কায় ১৩২ রানে ক্রিজে থেকে দিনশেষ করেছেন ব্রুক।

মাত্র ৩৬ ইনিংসের টেস্ট ক্যারিয়ারে ৬০ এর উপরে গড় আর ৮৭.২৬ স্ট্রাইকরেটে ২০৬৩ রান। সেঞ্চুরি সাতটা, অর্ধশতক নয়টি, নামের পাশে আছে ট্রিপল সেঞ্চুরির মাইলফলক ও। পাকিস্তানে চারটা, ইংল্যান্ডে একটা, নিউজিল্যান্ডে দুইটা সেঞ্চুরি জানান দেয় যেকোনো কন্ডিশনেই রানের ঝড় তুলতে পারেন তিনি। বাজ-বল ক্রিকেটের যে সূর্য ইংল্যান্ড ক্রিকেটে উদয়ন করতে চায় তার অন্যতম রশ্মি হতে যাচ্ছেন ব্রুক।

হ্যারি ব্রুকের ব্যাট যেন এক আগুনের তাস, প্রতিটি শটে ছড়াচ্ছে তীব্রতা, যেমন দাবানলের আগুন ছড়িয়ে পড়তে থাকে ঘন জঙ্গলে। তার প্রতিটি ইনিংস একটি নাটকীয় যাত্রার মতো, যেখানে প্রতিটি বল হয়ে ওঠে চ্যালেঞ্জ, আর ব্রুক তার সাহসী পদক্ষেপে সে চ্যালেঞ্জকে জয় করে। যেমন নদী নিজের পথে বাধাগুলো টপকে চলতে থাকে, ব্রুকও নিজের শট দিয়ে প্রতিপক্ষের রক্ষণভাগে ঢুকে যায়, যেন প্রতিটি বল তার জন্য নতুন এক যুদ্ধের শুরু।

ব্রুক যেভাবে আগাচ্ছেন, যদি এই ধারাবাহিকতা ধরে রাখতে পারেন জো রুট পরবর্তী যুগে যে তিনিই হতে যাচ্ছেন ইংলিশদের নেক্সট বিগ থিং তা নিয়ে আর সন্দেহ থাকছে না।

Share via
Copy link