হাতুরুসিংহে, নতুন রূপে পুরনো ঠিকানায়

আর মাঠে ঢুকতেই সবার আগে দেখা নাজমুল হোসেন শান্ত’র সাথে। পাশে থাকা রঙ্গনা হেরাথকে নিয়ে দুই জনে মিলে বেশ গল্পে মেতে উঠলেন। যেন কতদিনের কথা জমে আছে। এমন সময়ই ফ্রেমে হাজির হলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। তামিমের সাথে অবশ্য এ দফায় খুব একটা কথা হল না।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সবুজ গালিচায় পা দিয়েই সবার আগে দেখা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হেড অব প্রোগ্রাম ডেভিড মুরের সাথে। চান্দিকা হাতুরুসিংহে বাংলাদেশে নিজের দ্বিতীয় পর্বটা শুরু করলেন মুরের সাথে কিছুক্ষণ আলাপ করেই। এরপরই হোম অব ক্রিকেটে শাহরিয়ার নাফিসের সাথে প্রবেশ করলেন চান্দিকা হাতুরুসিংহে।

অনেক দিন বাদে এলেও সবকিছু যেন নিজের করে নিলেন। অনেক যদি কিন্তু কিংবা সংকোচকে পিছনে ফেলে সামনে এগিয়ে যাবার প্রয়াস। ক্রিকেটাররাও হাত বাড়িয়ে দিলেন তাঁর দিকেই। এত এত ক্যামেরার লেন্স যে তাঁকেই খুঁজছিল। হোম অব ক্রিকেটে তাঁর প্রত্যাবর্তনটা একেবারে শুরু থেকেই বলা যাক।

মাঠে ঢুকতেই সবার আগে দেখা নাজমুল হোসেন শান্ত’র সাথে। পাশে থাকা রঙ্গনা হেরাথকে নিয়ে দুই জনে মিলে বেশ গল্পে মেতে উঠলেন। যেন কতদিনের কথা জমে আছে। এমন সময়ই ফ্রেমে হাজির হলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। তামিমের সাথে অবশ্য এ দফায় খুব একটা কথা হল না।

তামিম অনুশীলনে চলে যেতেই এবার ফ্রেমে ঢুকলেন এবাদত হোসেন। বাংলাদেশের ক্রিকেট যে হাতুরু বেশ ভালো করেই অনুসরণ করেছেন তাঁর প্রমাণ মিলল এবার। এবাদতকে দেখেই স্যালুট দিলেন বাংলাদেশের এই হেড কোচ। এবাদতও ফিরতি স্যালুট দিয়ে হাতুরুকে আমন্ত্রণ জানালেন বাংলাদেশে।

স্যালুট পর্ব শেষে দেখা বাংলাদেশের পেস বোলিং আক্রমণের সবচেয়ে বড় নাম তাসকিন আহমেদের সাথে। তাসকিনের সাথেও বেশ খানিকক্ষণ কথা বলেন এই কোচ। এরপর অনুশীলনে থাকা সবার সাথেই একে একে কথা বলেন হাতুরুসিংহে।

ওদিকে ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে ইতোমধ্যেই অনুশীলন শুরু করে দিয়েছে বাংলাদেশ দল। আজ দলের প্রায় অনেক সদস্যই এসেছিলেন মিরপুরে। দেশের বাইরে থাকায় সাকিব আল হাসান, মুশফিকুর রহিমদের আজ দেখা যায়নি মিরপুরে। এছাড়া মাহমুদউল্লাহ রিয়াদও আজ ছিলেন না অনুশীলনে।

তবে দলের বাইরে থাকা ইয়াসির আলী রাব্বী, নুরুল হাসান সোহান, মাহমুদুল হাসান জয়, শরিফুল ইসলাম, সৌম্য সরকাররা ঠিকই এসেছিলেন হোম অব ক্রিকেটে। ওদিকে এই সবাইকে নিয়েই আগামীকাল থেকে অনুশীলন শুরু করবেন চান্দিকা হাতুরুসিংহে। আগামী পরশুদিন নিজেদের মধ্যে একটু প্রস্তুতি ম্যাচও খেলার কথা বাংলাদেশের ক্রিকেটারদের।

ওদিকে আজ চান্দিকা হাতুরুসিংহে কাজ শুরু না করলেও ক্রিকেটার ও বোর্ডের সাথে মিটিং করেছেন। কুশল বিনিময় শেষে ড্রেসিং রুমে দীর্ঘ মিটিং করেন এই হেড কোচ। আর এসব মিলিয়েই ছিল বাংলাদেশে এবার চান্দিকা হাতুরুসিংহের প্রথম দিন।

ওদিকে বাংলাদেশে এবার দ্বিতীয়বারের মত কোচ হয়ে এলেন চান্দিকা হাতুরুসিংহে। গতকাল রাত এগারোটায় বিমানবন্দরে নেমেই আজ আবার চলে এসেছেন মিরপুরে। আর এই কোচের হাত ধরেই এবার নতুন উচ্চতায় যেতে চায় বাংলাদেশের ক্রিকেট।

এর আগেও বাংলাদেশের ক্রিকেটকে একটা ভিন্ন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন হাতুরু। সেসময় বেশ বড় কিছু সাফল্যও পেয়েছিল বাংলাদেশ দল। ফলে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল কোচই বলা যায় তাঁকে।

তবে গতবার তাঁর বিদায়টা হয়েছিল বেশ বাজে ভাবেই। এছাড়া হাতুরুর সাথে ক্রিকেটারদের সম্পর্ক নিয়ে একটা প্রশ্ন থেকেই যায়। সিনিয়র ক্রিকেটারদের সাথে তাঁর বৈরী সম্পর্কের কথা সেই সময়ই শোনা যেত। মাশরাফি বিন মর্তুজা টি-টোয়েন্টি থেকে অবসর নেয়ার জন্যও তাঁকেই দায়ী করা হয়। মাহমুদউল্লাহ রিয়াদকেও ছেঁটে ফেলতে চেয়েছিলেন তিনি।

তবে সেসব ভুলে নিশ্চয়ই নতুন করে এগিয়ে যেতে চাইবেন কোচ। এই দফায় তামিম, রিয়াদদের তিনি কী করে সামলান সেটাই এখন দেখার বিষয়। সবকিছু ঠিকঠাক করা গেলে অবশ্য দেশের ক্রিকেটেরই লাভ।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...