সেই হাতুরুসিংহেই ফিরছেন বাংলাদেশে

বাংলাদেশে আবার ফিরছেন চান্দিকা হাতুরুসিংহে, বাংলাদেশের ইতিহাসের সেরা কোচ। এমন একটা গুঞ্জন বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল তবে সেই গুঞ্জনে এবার বুঝি জোর হাওয়া লাগলো। শোনা যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে পাকা কথা হয়ে গিয়েছে এই কোচের। এবার শুধু চান্দিকা হাতুরুসিংহের বাংলাদেশে ফেরার অপেক্ষা।

বাংলাদেশে আবার ফিরছেন চান্দিকা হাতুরুসিংহে, বাংলাদেশের ইতিহাসের সেরা কোচ। এমন একটা গুঞ্জন বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল। তবে সেই গুঞ্জনে এবার বুঝি জোর হাওয়া লাগলো। শোনা যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে পাকা কথা হয়ে গিয়েছে এই কোচের। এবার শুধু চান্দিকা হাতুরুসিংহের বাংলাদেশে ফেরার অপেক্ষা।

চান্দিকা হাতুরুসিংহের সময়ে বেশ কিছু সাফল্য পেয়েছিল বাংলাদেশ দল। তবে এরপর হঠাৎই  তিনি নিজ দেশে ফিরে গিয়েছিলেন চাকরি ছেড়ে। সেই সময় বেশ অপেশাদার ভাবেই চাকরি ছেড়েছিলেন এই কোচ। পরে জানা গিয়েছিল নিজ দেশ শ্রীলঙ্কার কোচ হবার সুযোগ ছিল তাঁর সামনে। পাশাপাশি বাংলাদেশের চেয়ে বেশি বেতনেই নিজ দেশের কোচ হয়েছিলেন হাতুরু।

তবে শ্রীলঙ্কার কোচ হিসেবে হাতুরুর অধ্যায়টা খুব বেশি রঙিন হয়নি। ওদিকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) বেশ কয়েকদিন ধরেই নতুন কোচ খুঁজছিল। সেই তালিকায় উপরের দিকেই ছিলেন শ্রীধরন শ্রীরাম। তবে শ্রীরাম আইপিএলে কাজ করায় তাঁকে পুরো দায়িত্ব দিতে চাইছে না বিসিবি।

এখনকার সময়ে অবশ্য জাতীয় দলের জন্য ভাল কোচ পাওয়াও মুশকিল। কেননা অধিকাংশ কোচই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কোচিং করিয়ে থাকেন। ফলে বারো মাস জাতীয় দলের জন্য কোচ পেতে বেশ সংগ্রামই করতে হয়েছে বিসিবিকে। শেষ পর্যন্ত তাই আবার হাতুরুর কাছেই ফিরে যাচ্ছে বাংলাদেশ। তিনি আপাতত অস্ট্রেলিয়ায় কোচিংয়ে ব্যস্ত, সেটা ছেড়েই ঢাকায় চলে আসার কথা তাঁর।

সব ঠিক থাকলে মাস খানেকের মধ্যেই বাংলাদেশে আসতে চলেছেন তিনি। বিসিবির সাথে হাথুরুর বেতন ভাতা নিয়েও পাকা কথা হয়ে গিয়েছে বলে শোনা যায়। হাতুরুর কাছে আবার ফিরে যাওয়ার পেছনে বেশ কয়েকটি দিক বিবেচনা করেছে বিসিবি। ভেতরের খবর হল, আগের চেয়ে বেশ কম অংকেই হাতুরুর ডিল ‘ডান’ করেছে বিসিবি।

প্রথমত হাতুরুসিংহেকে সারা বছরই জাতীয় দলে সাথে পাওয়া যাবে। তিনি কোন ফ্র্যাঞ্চাইজি লিগে কাজ করেন না, বা তাঁর সেই চাহিদা নেই। দ্বিতীয়ত হাতুরুর মত কড়া কোচই বেশি পছন্দ বিসিবির। তাইতো রাসেল ডোমিঙ্গকে নিয়ে খুব একটা খুশি নন বোর্ডের অনেকেই। তারা বাংলাদেশ দলের জন্য হাতুরুর মত কড়া মাস্টারই চান।

যদিও হাতুরুর সাথে ক্রিকেটারদের সম্পর্ক নিয়ে একটা প্রশ্ন থেকেই যায়। সিনিয়র ক্রিকেটারদের সাথে তাঁর বৈরী সম্পর্কের কথা সেই সময়ই শোনা যেত। মাশরাফি বিন মর্তুজা টি-টোয়েন্টি থেকে অবসর নেয়ার জন্যও তাঁকেই দায়ী করা হয়। মাহমুদউল্লাহ রিয়াদকেও ছেঁটে ফেলতে চেয়েছিলেন তিনি। ফলে বিশ্বকাপের আগ মুহূর্তে তাঁকে কোচ করে আনার সিদ্ধান্ত ঠিক হবে কিনা সেই প্রশ্নও উঠে আসছে।

সেসব বাদ দিয়ে বিসিবির অনেক কর্তা এবং নাজমুল হাসান পাপনের পছন্দই প্রাধান্য পাচ্ছে। সব ঠিক থাকলে বাংলাদেশের ক্রিকেটে আরেকবার দেখা যাবে হাথুরু যুগ। তবে সেই অধ্যায় কতটা রঙিন হবে সেটা তো সময়ই বলে দিবে।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...