ঝগড়ায় জড়িয়ে রিভিউ নেওয়াই হল না জেসন রয়ের

কাটা ঘায়ে যেন নুনই ছিটালেন পাকিস্তানি ব্যাটার ইফতেখার আহমেদ!

কাঁটা ঘায়ে যেন নুনই ছেটালেন পাকিস্তানি ক্রিকেটার ইফতেখার আহমেদ! জেসন রয় আউট তো হলেনই, একই সাথে ইফতেখারদের সাথে কথার লড়াইও জিততে পারলেন না।

করাচিতে চলমান পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ম্যাচে খেলছিল কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ও মুলতান সুলতানস। বিনা উইকেটে কোয়েটার সংগ্রহ তখন ১৮ রান। দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে ইংলিশ অল-রাউন্ডার ডেভিড উইলি করেন  শর্ট লেন্থের একটা বল। ইংলিশ ব্যাটার জেসন রয় ব্যাটে বলে সংযোগ করতে পারেননি । বোলার করেন এলবিডব্লিউর আবেদন আর আম্পায়ার আঙুল তুলে দেখান আউটের সংকেত।

রিভিউ নেবেন কি নেবেন না – পরামর্শ করতে রয় যাচ্ছিলেন অপর প্রান্তে থাকা পাকিস্তানি ব্যাটার সাউদ শাকিলের কাছে। এর মাঝেই রয়কে অতিক্রম করতে গিয়ে কি যেন বললেন ইফতেখার আহমেদ। সেখানেই বাঁধল যত বিপত্তি। রয় তেড়ে গেলেন ইফতেখারের কাছে। ২২ গজে জোড়ো হলো মুলতান সুলতান্সের সব খেলোয়াড়, মাঠে ছড়াল উত্তাপ। মুলতান অধিনায়ক মোহাম্মাদ রিজওয়ান এগিয়ে এলেন পরিস্থিতি ঠাণ্ডা করতে।

আর এর মাঝেই আবেদন রিভিউয়ের মূল্যবান ১৪ টি সেকেন্ড শেষ হয় কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের। মুলতান  শিবিরে শুরু হয় উল্লাস। হতাশ হয়ে সাজঘরে ফিরতে হয় জেসন রয়কে। যেতে যেতে ঝারলেন নিজের যত রাগ। দলের ডাগআউটের কাছে ছুঁড়ে ফেলে দিলেন ব্যাট আর হেলমেট। ঝগড়া করতে গিয়ে এর আগে নিশ্চয়ই কেউ এভাবে রিভিউয়ের জন্য নির্ধারিত সময় হারিয়ে ফেলেননি।

মুলতানের দেয়া ১৮৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কোয়েটা প্রথম ধাক্কাটা খায় রয়ের বিদায়ে । সাত বলের বিনিময়ে মাত্র তিন রান করে আউট হন রয়। অত:পর মুলতান সুলতানস ম্যাচটি জিতে যায় ৭৯ রানে।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...