১৯৯৯ বিশ্বকাপ। প্রথমবারের মত বিশ্বকাপে এসেই পাকিস্তানকে হারায় বাংলাদেশ ক্রিকেট দল।
২০২২ নারী বিশ্বকাপ। এবারও প্রথমবারের মত বিশ্বকাপ খেলতে এসেই পাকিস্তানকে হারাল বাংলাদেশ দল।
পুরুষদের দলের ২৩ বছর পর প্রথমবারের মত ওয়ানডে বিশ্বকাপ খেলতে নেমে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাল বাংলাদেশের মেয়েরা। পাকিস্তান নারী দলকে ৯ রানে হারিয়ে ওয়ানডে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবার জয়ের দেখা পেল নিগার সুলতানার দল ফারজানার ফিফটির পর ফাহিমা খাতুনের জাদুকরী স্পেলে নিশ্চিত হয় জয়।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতে ওপেনিং জুটিতে ৩৭ রান তুলে দুই বাংলাদেশি ওপেনার। এরপর শামিমা সুলতানা ১৭ রানে ফিরলে দ্বিতীয় উইকেটে ভীত গড়েন শারমিন আক্তার ও ফারজানা হক। দু’জনে মিলে ৪২ রানের জুটির পথে দলকে বড় সংগ্রহের ইঙ্গিত দেন।
এরপর ৭৯ রানে হাফ সেঞ্চুরি থেকে ৬ রান দূরে থাকতে শারমিন আউট হলেও একপ্রান্ত আগলে রেখে দুর্দান্ত ফিফটি তুলে নেন ফারজানা। সাথে সঙ্গী হিসেবে যোগ্য সমর্থন দেন
অধিনায়ক নিগার সুলতানা। দু’জনে মিলে তৃতীয় উইকেটে গড়েন ৯৬ রানের জুটি!
এরপর দলীয় ১৭৫ রানে নিগার ৪৬ রানে ফিরলেও ফারজানার ৭১ ও সালমার অপরাজিত ১০ রানে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৩৪ রান সংগ্রহ করে বাংলাদেশ নারী দল। পাকিস্তানের পক্ষে নাশরা সান্ধু শিকার করেন ৩ উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতেই ৯১ রান তুলে দলকে জয়ের স্বপ্ন দেখান দুই পাকিস্তানি ওপেনার নাহিদা খান ও সিদ্র আমিন। দলীয় ৯১ রানে ব্যক্তিগত ৪৩ রানে নাহিদা ফিরলেও দ্বিতীয় উইকেটে বিসমাহ মারুফের সাথে ৬৪ রানের জুটির পথে ফিফটির দেখা পান সিদ্র আমিন। ১৫৫ রানে বিসমাহ মারুফ ৩১ রানে ফিরলে তৃতীয় উইকেটে ২৮ রানের জুটির পথে ওমামিমা সোহেলের সাথে দলকে জয়ের দিকে এগিয়ে নেন আমিন।
এরপরই ফাহিমা খাতুনের ম্যাজিকাল বোলিংয়ে পাকিস্তানের ছন্দপতন! ৫ রানের ব্যবধানে শেষ ৫ উইকেট! জয়ের দ্বারপ্রান্তে থাকা পাকিস্তান তখন হারের মুখে। তবে দলের শেষ ভরসা সিদ্র আমিন তখনো ক্রিজে। ১৮৮ রানে ৭ উইকেট হারিয়ে ব্যাকফুটে পাকিস্তান।
অষ্টম উইকেটে ২১ রানের জুটির পথে আবারও দলকে আশা দেখান ডায়ানা বেগ ও সিদরা আমিন। এরপর ২০৮ রানে দিয়ানা ১২ রানে ফিরলে শেষ ২ ওভারে তখন পাকিস্তানের দরকার ১৯ রানের, হাতে ২ উইকেট। একপ্রান্তে ততক্ষণে ব্যক্তিগত সেঞ্চুরি তুলে নিয়েছেন সিদরা আমিন!
৪৮ তম ওভারের পঞ্চম বলে সিদরা রান আউটের শিকার হলে ম্যাচ থেকে ছিটকে যায় পাকিস্তান। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২২৫ রান করলে ৯ রানের এক ঐতিহাসিক জয় পায় বাংলাদেশ নারী দল!
- সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ নারী দল – ২৩৪/৭ (৫০ ওভার); ফারজানা ৭১ (১১৫), নিগার ৪৬ (৬৪), শারমিন ৪৪ (৫৫); নাশরা সান্ধু ১০-০-৪১-৩, নিদা দার ১০-০-৪৫-১।
পাকিস্তান নারী দল – ২২৫/৯ (৫০ ওভার); সিদ্রা আমিন ১০৪ (১৪০), নাহিদা ৪৩ (৬৭), বিসমাহ ৩১ (৪৮); ফাহিমা ৮-০-৩৮-৩, রুমানা ৭-০-২৯-১।
ফলাফল: বাংলাদেশ নারী দল ৯ রানে জয়ী।