কেমন হবে কেকেআরের প্রথম একাদশ?

কথা বলেছেন কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে। দলটির একাদশ কেমন হতে পারে সেই সম্পর্কে নিজের মতামত দিয়েছেন তিনি।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এখনো বাকি আছে অনেকদিন, তবে সেটা নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে ইতোমধ্যে। সম্প্রতি ইরফান পাঠান যোগ দিয়েছেন এসব আলোচনায়, কথা বলেছেন কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে। দলটির একাদশ কেমন হতে পারে সেই সম্পর্কে নিজের মতামত দিয়েছেন তিনি।

আগামী আইপিএল উপলক্ষে আগেই রহমানউল্লাহ গুরবাজ, সুনীল নারাইন, আন্দ্রে রাসেল আর জেসন রয়কে রিটেইন করেছিল কলকাতা। এরপর নিলাম থেকে রেকর্ড ২৪.৭৫ কোটি রুপিতে মিচেল স্টার্ককে স্কোয়াডে ভিড়িয়েছিল তাঁরা, পরবর্তীতে মুজিবুর রহমান, শেরফেন রাদারফোর্ড এবং গাস অ্যাটকিনসনকে কিনেছে শাহরুখ খানের দল।

এমতাবস্থায় প্রথম একাদশে অন্তত তিন বিদেশি নিশ্চিত বলেই মনে করছেন ইরফান। তিনি বলেন, ‘তাঁদের স্টার্ক, রাসেল ও নারাইনকে খেলাতেই হবে; এই তিনজন প্রায় নিশ্চিত। যদি টার্নিং পিচ হয়ে থাকে তাহলে নারাইনকে বাদ দেয়ার সুযোগ নেই। গম্ভীর এমন পিচ পছন্দ করে, এখানে খেলেই সে কয়েকবার চ্যাম্পিয়ন হয়েছিল।’

বাকি এক বিদেশি কে হবে সেটা নিয়েও মত দিয়েছেন সাবেক এই ক্রিকেটার। তিনি বলেন, ‘জেসন রয় ও রহমানউল্লাহ গুরবাজের মধ্যে একজনকে ড্রপ করতে হবে; বাকি একজনকে খেলানো যাবে না। যদি টিম ম্যাজেনম্যান্ট উইকেটকিপার চায় তাহলে রয় বসবে, গুরবাজ খেলবে।’

কিন্তু বিদেশি উইকেটকিপার না খেলানো হলে রয় এগিয়ে থাকবেন। এই অলরাউন্ডার বলেন, ‘যদি সেটা না চায় তাহলে তাঁরা মনীশ পান্ডে ও জেসন রয়কে শুরুতে পাঠাতে পারে। অভিজ্ঞতার ভান্ডার পূর্ণ থাকায় মনীশ যেকোনো ভূমিকায় পালন করতে পারবেন। এছাড়া ভেঙ্কটেশ আইয়ারকে ওপেনিংয়ে খেলতে পারে।’

সেক্ষেত্রে উইকেটকিপারের ভূমিকায় দেখা যেতে পারে শ্রীকর ভারতকে। এই ব্যাপারে তিনি বলেন, ‘হয়তো শ্রীকর ভারত ৩ নম্বরে ব্যাট করতে পারে। সে উইকেটকিপিং করবে হয়তো। আবার তাঁকে ইম্প্যাক্ট ক্রিকেটার হিসেবে খেলানো যায়। তাহলেই রয়কে সুযোগ দেওয়া সম্ভব হবে। আমি মনে করি, রয় গুরবাজের চেয়ে ভালো পছন্দ।’

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...