Social Media

Light
Dark

আর্জেন্টিনা জিতলে খুশি হবেন না রোনালদো

বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে ব্রাজিলের। কিন্তু, শিরোপা দৌড়ে এখনও টিকে আছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। মেসির হাতে শিরোপা দেখতে চাইলেও চিরপ্রতিদ্বন্দ্বীদের সমর্থন দেবেন না বলে জানিয়েছেন ব্রাজিল কিংবদন্তি রোনালদো, দ্য ফেনোমেনন।

ষষ্ঠ শিরোপা মিশনে এসে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছে ব্রাজিল। ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে নেইমার, থিয়াগো সিলভাদের। সেমিফাইনাল এবং ফাইনালকে সামনে রেখে নিজের ভাবনা জানিয়েছেন রোনালদো। সেখানে আর্জেন্টিনাকে নিজের ফেভারিট এর তালিকায় রাখেননি ১৯৯৮ বিশ্বকাপের গোল্ডেন বল জয়ী এই তারকা।

বিশ্বকাপে আর্জেন্টিনার সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে রোনালদো বলেন, ‘আমি নিশ্চিত নই তাদের ব্যাপারে। তবে অবশ্যই আমি মেসির হাতে শিরোপা দেখলে খুশি হব। সবাই জানে আমাদের দুই দেশের মধ্যে একটি ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। তাই আর্জেন্টিনা জিতলে আমি খুশি হব এটি বললে মিথ্যে কথা বলা হবে। তবে আমি ফুটবল খুব রোমাঞ্চ নিয়ে দেখি। যে দলই চ্যাম্পিয়ন হোক আমি উদযাপন করব।’

এদিকে বিশ্বকাপ শেষের আগেই আলোচনা শুরু হয়ে গেছে কে হচ্ছেন ব্রাজিলের পরবর্তী কোচ। এর আগে কখনোই ভিনদেশী কোচ নিয়োগ না দেয়া ব্রাজিলের এবার কোচ হবার আলোচনায় আছে বেশ কয়েকজন ভিনদেশী। রোনালদোর পছন্দের তালিকায়ও আছেন তিনজন ভিনদেশী কোচ।

ব্রাজিলের গণমাধ্যমে প্রবল আলোচনা, ম্যানচেস্টার সিটি বস পেপ গার্দিওলার সাথে আলোচনায় বসতে যাচ্ছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। যদিও কয়দিন আগেই সিটির সাথে চুক্তি নবায়ন করেছেন পেপ। গ্লোবোকে দেয়া এক সাক্ষাৎকারে রোনালদো ব্রাজিল কোচের পদে নিজের তিন জন পছন্দের কোচের কথা জানিয়েছেন। অদ্ভুতভাবে রোনালদোর পছন্দের তালিকায় থাকা তিনজনই ভিনদেশী।

রোনালদো বলেন, ‘অনেক ভাল ভাল নাম আলোচনায় আছে ব্রাজিলের কোচ হবার জন্য যারা ব্রাজিল ফুটবলকে এগিয়ে নেবে। কার্লো আনচেলত্তি, আবেল ফেরেইরা, হোসে মরিনহো – তাঁরা অসাধারণ কোচ। যদিও তারা সকলেই তাদের ক্লাবের সাথে চুক্তিবদ্ধ। আমি জানি না সিবিএফ কি সিদ্ধান্ত নেবে। কিন্তু আমার মতামত একজন ভিনদেশী কোচের পক্ষেই থাকবে।’

বরাবরই স্বদেশী কোচকেই গুরুত্ব দিয়ে এসেছে ব্রাজিল। এর আগে কোনো ভিনদেশীকেই দায়িত্ব দেয়নি ব্রাজিল ফুটবল কনফেডারেশন। কিন্তু এবার খুব জোরেশোরেই শোনা যাচ্ছে ভিনদেশী কোচ নিয়োগের কথা।

রোনালদো বলেন, ‘স্বদেশী কোচ হিসেবে খুব বেশি বিকল্প আমি দেখছি না। ব্রাজিলিয়ান কোচদের মধ্যে আমার পছন্দ ফ্লুমিনেন্সের কোচ ফার্নান্দো দিনিজকে। যদিও কোচ নিয়োগের আগে ব্রাজিল ফুটবলকে কয়েকটি বিষয়ে আগে নিশ্চিত হতে হবে। কিভাবে সিবিএফ এবং কনফেডারেশন সভাপতি ব্রাজিলকে খেলতে দেখতে চান সেটির ওপর নির্ভর করে কেমন কোচ ব্রাজিল নিয়োগ দেবে। নিজেদের পরিকল্পনা ঠিক করতে পারলে সামনের দিন গুলোতে ব্রাজিলের খেলার ধরণের জন্য সবচেয়ে যোগ্য কোচই ব্রাজিল খুঁজে নিতে পারবে।’

ব্রাজিল কোচ হিসেবে নিজের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে রোনালদো বলেন, ‘সিবিএফ থেকে আমার কাছে এই ব্যাপারে কিছু জানতে চাওয়া হয়নি। আমি নিজেও তাদের এই ব্যাপারে কোনো মতামত দিতে পারি না। কোচ নিয়োগ খুবই জটিল প্রক্রিয়া। অনেক নামই চারপাশে ঘুরে বেড়াবে শুধু আলোচনা আর অনুমান করার জন্যই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link